'Constituency' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
A
সংস্করণ
B
সংবিধান
C
ইশতেহার
D
নির্বাচকমণ্ডলী
উত্তরের বিবরণ
'Constituency' শব্দের বাংলা পরিভাষা — ‘নির্বাচনী এলাকা / নির্বাচকমণ্ডলী’।
আরও কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
-
'Blocade' — অবরোধ
-
'Manifesto' — ইশতেহার
-
'Constitution' — সংবিধান
-
'Manuscript' — পাণ্ডুলিপি
-
'Deceit' — প্রতারণা
-
'Manual' — সারগ্রন্থ
-
'Memorandum' — স্মারকলিপি
-
'Gazette' — ঘোষণাপত্র
0
Updated: 1 month ago
'Subjudice' এর বাংলা পরিভাষা কোনটি?
Created: 1 month ago
A
অবিচার
B
বিচারাধীন
C
অধস্তন
D
স্বচ্ছ
আইনি ও প্রশাসনিক পরিভাষায় সঠিক শব্দচয়ন প্রয়োজন, যা বাংলায় ভাবের যথাযথ প্রকাশ নিশ্চিত করে। কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ নিচে দেওয়া হলো।
-
Subjudice : বিচারাধীন
-
Act : আইন
-
Addendum : পরিশিষ্ট, সংযোজন
-
Adjournment : মুলতবি
-
Ad-hoc : তদর্থক
-
Adjustment : সমন্বয়ন
-
Affidavit : হলফনামা
-
Affiliation : সম্বন্ধীকরণ
-
Agenda : আলোচ্যসূচি
উৎস:
0
Updated: 1 month ago
Custom' শব্দের পরিভাষা কোনটি যথার্থ?
Created: 2 months ago
A
আইন
B
প্রথা
C
শুল্ক
D
রাজস্বনীতি
‘Custom’ শব্দের অর্থ হচ্ছে — কোনো সমাজের প্রথা, অভ্যাস বা রীতিনীতি।
অন্যদিকে,
‘Customs’ শব্দের অর্থ — শুল্ক বিভাগ বা কাস্টমস অফিস।
‘Act’ শব্দের অর্থ — আইন বা বিধান।
‘Duty’ শব্দের অর্থ — শুল্ক বা কর।
উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
0
Updated: 2 months ago
'Null and Void'-এর বাংলা পরিভাষা কী?
Created: 2 months ago
A
বাতিল
B
পালাবদল
C
মামুলি
D
নিরপেক্ষ
‘Null and Void’ শব্দের বাংলা অর্থ:
-
অকার্যকর
-
বাতিল
-
খারিজ
-
আইনত কার্যকর নয়
-
বৈশিষ্ট্যহীন
সহজভাবে বলা যায়, Null and Void বলতে এমন কিছু বোঝানো হয় যা আইনগতভাবে বা বাস্তবে আর কার্যকর থাকে না। কোনো সিদ্ধান্ত, চুক্তি বা নথি যদি Null and Void হয়, তবে সেটি অকার্যকর ও বাতিল বলে গণ্য হয়।
উৎস: বাংলা একাডেমি অভিধান, অভিগম্য অভিধান।
0
Updated: 2 months ago