'পথের পাঁচালী' উপন্যাসটি প্রকাশিত হয় কবে?
A
১৯১৯ সালে
B
১৯২৯ সালে
C
১৯৩৯ সালে
D
১৯৪৯ সালে
উত্তরের বিবরণ
• 'পথের পাঁচালী' উপন্যাস:
-
'পথের পাঁচালী' বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত একটি জনপ্রিয় বাংলা উপন্যাস।
-
এটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
-
প্রথম প্রকাশিত হয় 'বিচিত্রা' পত্রিকায়।
-
উপন্যাসের পটভূমি বাংলাদেশের গ্রাম এবং তার পরিচিত মানুষের জীবন।
-
এতে একটি শিশুর চৈতন্যের জাগরণ, মানুষ ও প্রকৃতির সঙ্গে তার পরিচয় বর্ণিত হয়েছে।
-
উপন্যাসটি তিনটি ভাগে বিভক্ত: বল্লালী বালাই, আমআঁটির ভেঁপু, অক্রূর সংবাদ।
-
'পথের পাঁচালী'র নায়ক হলো বালক অপু।
প্রধান চরিত্র:
-
অপু
-
দুর্গা
-
ইন্দির ঠাকরুন
-
সর্বজয়া
অতিরিক্ত তথ্য:
-
'পথের পাঁচালী' ও 'অপরাজিত' উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছেন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, 'পথের পাঁচালী' উপন্যাস।
0
Updated: 1 month ago
'গঙ্গা' উপন্যাসের রচয়িতা কে?
Created: 1 month ago
A
মানিক বন্দ্যোপাধ্যায়
B
সমরেশ বসু
C
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
D
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
সমরেশ বসুর রচিত "গঙ্গা" উপন্যাসটি ১৯৫৭ সালে প্রকাশিত হয়। এটি তাঁর অন্যতম শ্রেষ্ঠ রচনা, যেখানে মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে জেলেজীবন, বিশেষত অবিভক্ত ২৪ পরগনা জেলার মৎস্যজীবী সম্প্রদায়ের জীবনসংগ্রাম। লেখক চরিত্র চিত্রণের চেয়ে জেলেদের জীবনযাপন, সংগ্রাম ও বাস্তবতাকেই প্রধানভাবে ফুটিয়ে তুলেছেন।
-
প্রকাশকাল: ১৯৫৭
-
বিষয়বস্তু: জল, জাল ও জেলেদের জীবনসংগ্রাম; বিশেষত অবিভক্ত ২৪ পরগনার মাছমারা সম্প্রদায়
-
চরিত্রগুলো অতটা ব্যক্তিগতভাবে উজ্জ্বল হয়ে ওঠেনি, বরং সামগ্রিকভাবে জেলেজীবনের কাহিনিই মুখ্য হয়ে উঠেছে।
-
লেখকের মূল লক্ষ্য ছিল জেলেদের জীবনচিত্র উপস্থাপন করা, চরিত্রায়ণ এখানে গৌণ।
উপন্যাসের গুরুত্বপূর্ণ চরিত্রসমূহ:
-
নিবারণ (কেন্দ্রীয় চরিত্র)
-
সাইদার নিবারণ, পাঁচু (নিবারণের ছোট ভাই), বিলাস (নিবারণের ছেলে)
-
বশীর, সয়ারাম, পাচী (ছায়া), রসিক, দুলাল
-
অমর্তের বউ, দামিনী, হিমি, হিমির সখী আতর
-
মহাজন ব্রজেন ঠাকুর প্রমুখ
-
আপাতভাবে নায়ক-নায়িকা বিলাস ও হিমি হলেও, উপন্যাসের সমস্ত চরিত্রের আবর্তন নিবারণকে কেন্দ্র করেই, তাই নিবারণকে কেন্দ্রীয় চরিত্র ধরা হয়।
উৎস:
0
Updated: 1 month ago
'দুর্গেশনন্দিনী' উপন্যাস কত সালে প্রথম প্রকাশিত হয়?
Created: 1 month ago
A
১৮৬১ সালে
B
১৮৬২ সালে
C
১৮৬৩ সালে
D
১৮৬৫ সালে
দুর্গেশনন্দিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম বাংলা উপন্যাস, যার শব্দের অর্থ প্রধানের কন্যা। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হিসেবে বিবেচিত এবং ১৮৬৫ খ্রিষ্টাব্দে প্রকাশিত হয়। উপন্যাসের কেন্দ্রীয় নারী চরিত্র হলো তিলোত্তমা।
-
উল্লেখযোগ্য চরিত্রসমূহ:
-
বীরেন্দ্র সিংহ
-
ওসমান
-
জগৎসিংহ
-
তিলোত্তমা
-
আয়েশা
-
বিমলা
-
0
Updated: 1 month ago
"মহারাজের জয় হোক।" - কোন ধরনের বাক্য?
Created: 1 month ago
A
বিবৃতিমূলক
B
অনুজ্ঞাসূচক
C
প্রার্থনাসূচক
D
আবেগবাচক
"মহারাজের জয় হোক।" — এটি একটি প্রার্থনাসূচক বাক্য।
ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য হলো এমন বাক্য যেখানে ইচ্ছা, প্রার্থনা বা উচ্ছ্বাস প্রকাশ পায়। একে ইচ্ছাসূচক বা ইচ্ছাবোধক বাক্যও বলা হয়।
যেমন—
-
মহারাজের জয় হোক।
-
আমি যদি জন্ম নিতেম কালিদাসের কালে।
(উৎস:
0
Updated: 1 month ago