A
কালে-ভদ্রে
B
অপরিহার্য অবলম্বন
C
অর্থহীন কথা
D
অপ্রত্যাশিত বাধা
উত্তরের বিবরণ
• 'আগরম বাগড়ম' বাগধারার অর্থ — অর্থহীন কথা।
অন্যদিকে,
-
'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ — অপরিহার্য অবলম্বন।
-
'অকালের বাদলা' বাগধারার অর্থ — অপ্রত্যাশিত বাধা।
-
'অবরেসবরে' বাগধারার অর্থ — কালে-ভদ্রে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ।

0
Updated: 22 hours ago
'বিষবৃক্ষ' বাগ্ধারাটি কী অর্থ প্রকাশ করে?
Created: 3 days ago
A
প্রতিবন্ধক
B
অনিষ্টকারী
C
অদৃশ্য বস্তু
D
নষ্ট করা
বাংলা কথাবার্তা ও প্রবাদসমূহ
-
বিষবৃক্ষ
-
অর্থ: অনিষ্টকারী
-
বাক্য উদাহরণ: চোরের ছেলে বাটপাড় হয়েছে—বিষবৃক্ষের ফল আর কী হবে?
-
-
পথের কাঁটা
-
অর্থ: প্রতিবন্ধক
-
-
ডুমুরের ফুল
-
অর্থ: অদৃশ্য বস্তু
-
-
মাথা খাওয়
-
অর্থ: নষ্ট করা
-
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 3 days ago
'ক্ষণস্থায়ী' অর্থে কোন বাগ্ধারাটি ব্যবহৃত হয়েছে?
Created: 3 weeks ago
A
তামার বিষ
B
অগ্নিশর্মা
C
খয়ের খাঁ
D
তাসের ঘর
বাগ্ধারার অর্থ
-
‘তাসের ঘর’ – ক্ষণস্থায়ী বা অস্থায়ী ঘর।
অন্যান্য বাগ্ধারা:
-
অগ্নিশর্মা – ক্ষিপ্ত।
-
খয়ের খাঁ – চাটুকার।
-
তামার বিষ – অর্থের কুপ্রভাব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 3 weeks ago
'পদ্মপাতায় জল' বাগ্ধারার অর্থ কী?
Created: 2 weeks ago
A
অসম্ভব বস্তু
B
প্রতিবন্ধক
C
ক্ষণস্থায়ী
D
অত্যধিক সুবিধে
বাগ্ধারা ও অর্থ
-
পদ্মপাতায় জল → ক্ষণস্থায়ী
-
ব্যাঙের সর্দি → অসম্ভব বস্তু
-
পথের কাঁটা → প্রতিবন্ধক
-
পোয়া বারো → অত্যধিক সুবিধে

0
Updated: 2 weeks ago