A
অধিকন্তু
B
আলবত
C
এবং
D
কিংবা
উত্তরের বিবরণ
অনন্বয়ী অব্যয়:
-
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্পর্ক না রেখে স্বাধীনভাবে বিভিন্ন ভাব প্রকাশ করে, তাদের অনন্বয়ী অব্যয় বলা হয়।
যেমন:
-
মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ — উচ্ছ্বাস প্রকাশে।
-
নিশ্চয়ই পারব।
-
আমি আজ আলবত যাব।
অন্যদিকে,
• সমুচ্চয়ী অব্যয়:
-
যে অব্যয় একটি বাক্যের সঙ্গে আরেকটি বাক্য বা বাক্যের মধ্যে থাকা একটি পদের সঙ্গে অন্য পদের সংযোজন, বিয়োজন বা সংকোচন ঘটায়, তাকে সমুচ্চয়ী অব্যয় বা সম্বন্ধবাচক অব্যয় বলা হয়।
যেমন: উচ্চপদ ও সামাজিক মর্যাদা সকলেই চায়।
সমুচ্চয়ী অব্যয়ের উদাহরণ: কিংবা, অধিকন্তু, এবং, তাই।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ–২০১৯)।

0
Updated: 22 hours ago
মরি! মরি। কী সুন্দর প্রভাতের রূপ’-এখানে অনন্বয়ী অব্যয় কীভাবে প্রকাশ পেয়েছে?
Created: 5 days ago
A
যন্ত্রণা
B
বিরক্তি
C
সম্মতি
D
উচ্ছ্বাস
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে নানাবিধ ভাব প্রকাশে ব্যবহৃত হয়, তাদের অনন্বয়ী অব্যয় বলে। যেমন, ক. উচ্ছ্বাস প্রকাশে: মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ! খ. স্বীকৃতি বা অস্বীকৃতি জ্ঞাপনে: হ্যা, আমি যাব। না, আমি যাব না। গ. সম্মতি প্রকাশে: আমি আজ আলবত যাব। নিশ্চয়ই পারব। ঘ. অনুমোদনবাচকতায়: আপনি যখন বলছেন, বেশ তো আমি যাব। ঙ. সমর্থনসূচক জবাবে: আপনি যা জানেন তা তো ঠিকই বটে। চ. যন্ত্রণা প্রকাশে: উঃ!
পায়ে বড্ড লেগেছে। নাঃ! এ কষ্ট অসহ্য। ছ. ঘৃণা বা বিরক্তি প্রকাশে: ছি ছি, তুমি এত নীচ! কী আপদ! লোকটা যে পিছু ছাড়ে না। জ. সম্বোধনে: ওগো, আজ তোরা যাস নে ঘরের বাহিরে। ঝ. সম্ভাবনায়: সংশয়ে সংকল্প সদা টলে পাছে লোকে কিছু বলে।

0
Updated: 5 days ago