'আগরম বাগড়ম' বাগ্ধারাটির অর্থ কী?
A
কালে-ভদ্রে
B
অপরিহার্য অবলম্বন
C
অর্থহীন কথা
D
অপ্রত্যাশিত বাধা
উত্তরের বিবরণ
• 'আগরম বাগড়ম' বাগধারার অর্থ — অর্থহীন কথা।
অন্যদিকে,
-
'অন্ধের যষ্টি' বাগধারার অর্থ — অপরিহার্য অবলম্বন।
-
'অকালের বাদলা' বাগধারার অর্থ — অপ্রত্যাশিত বাধা।
-
'অবরেসবরে' বাগধারার অর্থ — কালে-ভদ্রে।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ভাষা-শিক্ষা — ড. হায়াৎ মামুদ।
0
Updated: 1 month ago
'ইলশেগুড়িঁ' বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
অত্যন্ত ছোট মাছ
B
গুড়িগুড়ি বৃষ্টি
C
গুড়ি গুড়ি কচুরিপানা
D
ইলিশের মৌসুম
• 'ইলশেগুড়িঁ' বাগ্ধারার অর্থ গুড়িগুড়ি বৃষ্টি।
গুরুত্বপূর্ণ কয়েকটি এক কথায় প্রকাশ:
- কচুপোড়া - অখাদ্য বস্তু।
- একবনের শিয়াল - একদলের লোক।
- একডাকের পথ - অনতিদূর, খুব অল্প পথ।
- ঊনপঞ্চাশ বায়ু - পাগলামি।
- উদীচী ঊষা - উত্তর বা সুমেরুজ্যোতি।
- ইলশেগুড়ি - গুড়িগুড়ি বৃষ্টি।
- অন্নজল ওঠা - আয়ু শেষ হওয়া।
- অগাধ জল/সমুদ্র - চরম বিপদ।
0
Updated: 1 month ago
'আঁতে ঘা' বাগ্ধারার অর্থ কী?
Created: 2 months ago
A
সর্বনাশ করা
B
বেকায়দায় ফেলা
C
অত্যন্ত রেগে যাওয়া
D
দুর্বল জায়গায় খোঁচা
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা ও শব্দার্থ
| বাগধারা / শব্দ | অর্থ | উদাহরণ / ব্যবহার |
|---|---|---|
| আঁতে ঘা | দুর্বল জায়গায় খোঁচা | সত্যি কথা বললে অনেকেরই আঁতে ঘা লাগে। |
| ঘুঘু চরানো | সর্বনাশ করা | — |
| কোণঠাসা করা | বেকায়দায় ফেলা | — |
| অগ্নিশর্মা | অত্যন্ত রেগে যাওয়া | — |
সূত্র: ভাষা-শিক্ষা, ড. হায়াত মামুদ
0
Updated: 2 months ago
’পদ্মপাতায় জল’ বাগ্ধারার অর্থ কী?
Created: 1 month ago
A
ক্ষণস্থায়ী
B
অহংকার
C
অসম্ভব বস্তু
D
অলীক কল্পনা
বাংলা ভাষায় কিছু বাগধারা বিশেষ অর্থ প্রকাশের জন্য ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ—
-
পদ্মপাতায় জল – অর্থ: ক্ষণস্থায়ী
-
ব্যাংঙের সর্দি – অর্থ: অসম্ভব বস্তু
-
দিবা স্বপ্ন – অর্থ: অলীক কল্পনা
-
পায়া ভারী – অর্থ: অহংকার
উৎস:
0
Updated: 1 month ago