শুদ্ধ বানান কোনটি?
A
অর্নব
B
শত্রূ
C
যামিনি
D
ঈপ্সিত
উত্তরের বিবরণ
• শুদ্ধ বানান হলো — ঘ) ঈপ্সিত।
অন্য অপশনের শুদ্ধ রূপ:
-
অর্নব → অর্ণব
-
শত্রূ → শত্রু
-
যামিনি → যামিনী
-
অগ্রগামি → অগ্রগামী
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
0
Updated: 1 month ago
কোন বানানটি 'ষ-ত্ব' বিধানের নিয়মে শুদ্ধ?
Created: 1 month ago
A
ষ্টেশন
B
মাষ্টার
C
সংস্কার
D
পোষ্ট
• ‘সংস্কার’ – ‘ষ-ত্ব’ বিধানের নিয়মে শুদ্ধ।
ষ-ত্ব বিধান অনুযায়ী:
-
কেবল তৎসম শব্দেই ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য।
-
বিদেশি শব্দে ‘ষ-ত্ব’ বিধান প্রযোজ্য নয়।
উদাহরণ:
-
ষ্টেশন, পোষ্ট, মাস্টার – এগুলো ইংরেজি শব্দ, তাই ‘ষ’-ত্ব বিধান প্রযোজ্য হবে না।
-
সঠিক বানান: পোস্ট, মাস্টার, স্টেশন।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
0
Updated: 1 month ago
নিচের কোন বানানটি প্রমিত?
Created: 2 months ago
A
কল্যাণীয়াষু
B
সাতাঁর
C
ব্যূৎপত্তি
D
সর্বাঙ্গীণ
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• শুদ্ধ বানান = সর্বাঙ্গীণ।
-----------------------------------------
- শব্দের অর্থ,
- সর্বাঙ্গব্যাপী।
- পূর্ণাঙ্গ,
- সম্পূর্ণ।
অন্যদিকে,
’কল্যাণীয়াষু’ শব্দের শুদ্ধ বানান = ‘কল্যাণীয়াসু।
’সাতাঁর’ শব্দের শুদ্ধ বানান = সাঁতারু।
’ব্যূৎপত্তি’ শব্দের শুদ্ধ বানান = ব্যুৎপত্তি।
0
Updated: 2 months ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 1 month ago
A
রূপায়ন
B
রুপায়ন
C
রূপায়ণ
D
রুপায়ণ
শুদ্ধ - রূপায়ণ : (বিশেষ্য পদ) রূপদান, মূর্তিদান, অভিনয়ে ভূমিকা গ্রহণ।
0
Updated: 1 month ago