(- 520°) কোন চতুর্ভাগে বিদ্যমান?
A
প্রথম
B
দ্বিতীয়
C
তৃতীয়
D
চতুর্থ
উত্তরের বিবরণ
প্রশ্ন: (- 520°) কোন চতুর্ভাগে বিদ্যমান?
সমাধান: 

(- 520°) = (- 450° - 70°) = (- 5 × 90° - 70°) 
(- 520°) একটি ঋণাত্মক কোণ এবং (- 520°) কোণটি উৎপন্ন করতে কোনো রশ্মিকে ঘড়ির কাঁটার দিকে একবার সম্পূর্ণ ঘুরে একই দিকে আরো এক সমকোণ বা 90° এবং 70° ঘুরে তৃতীয় চতুর্ভাগে আসতে হয়েছে (উপরের চিত্র)।
 
সুতরাং, (- 540°) কোণটি তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
b এর মান কত হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে?
Created: 1 month ago
A
28
B
56
C
48
D
63
প্রশ্ন: b এর মান কত হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে?
সমাধান:
16x2 + bx + 49
= (4x)2 + 2.4x.7 + 72 - 56x + bx
= (4x + 7)2 - 56x + bx
এখন,
- 56x + bx = 0
⇒ bx = 56x
∴ b = 56
অতএব, b এর মান 56 হলে 16x2 + bx + 49 একটি পূর্ণবর্গ হবে।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
Created: 1 month ago
A
60°
B
45°
C
30°
D
25°
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
সমাধান: 
একটি কোণ x হলে,
কোণটির পূরক কোণ (90° - x)
প্রশ্নমতে,
x = (90° - x)/2
বা, 2x = 90° - x
বা, 3x = 90°
∴ x = 30°
                                                                                             
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
৬০° এর সম্পূরক কোণের ১/৪ অংশ এবং এর পূরক কোণের পার্থক্য কত?
Created: 1 month ago
A
০°
B
৩০°
C
২০°
D
৬০°
সমাধান:
দেওয়া আছে,
কোণ = ৬০°
∴ পূরক কোণ = ৯০° - ৬০° = ৩০°
আবার,
সম্পূরক কোণ = ১৮০° - ৬০° = ১২০°
∴ সম্পূরক কোণের ১/৪ = ৩০°
∴ পার্থক্য = ৩০° - ৩০°
= ০° ।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago