A
লেজার প্রিন্টার
B
ইংকজেট প্রিন্টার
C
থার্মাল প্রিন্টার
D
লাইন প্রিন্টার
উত্তরের বিবরণ
লাইন প্রিন্টার হচ্ছে একটি ইম্প্যাক্ট প্রিন্টার।
প্রিন্টার:
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যন্ত্রের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয়।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফল লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন-ইম্প্যাক্ট প্রিন্টার।
ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে, তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়: লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।
নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড সাধারণত কাগজকে স্পর্শ করে না, তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টারের বিভিন্ন প্রকার: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
Unicode এর কোড সাইজ কত বিট?
Created: 1 day ago
A
8 বিট
B
16 বিট
C
32 বিট
D
64 বিট
সঠিক তথ্য: Unicode এর কোড সাইজ ১৬ বিট (২ বাইট)
ইউনিকোড (Unicode)
-
উদ্ভাবন: ১৯৯১ সালে Apple ও Xerox-এর প্রকৌশলী দল যৌথভাবে উদ্ভাবন করেন।
-
উদ্দেশ্য: বিশ্বের সব ভাষার অক্ষরকে কম্পিউটারে কোডভুক্ত করা।
-
কোড সাইজ: ২ বাইট বা ১৬ বিট
-
সংখ্যা: ৬৫,৫৩৬ বা ২০টি অদ্বিতীয় চিহ্ন নির্ধারণ করা যায়।
-
বিশেষত্ব: প্রতিটি অক্ষরের ইউনিক নম্বর যেকোনো সিস্টেমে একই থাকে।
-
ইতিহাস: ইউনিকোডের প্রথম সংস্করণ ১৯৯১ সালে প্রকাশিত হয়; সর্বশেষ সংস্করণে ১০০,০০০-এরও বেশি অক্ষর অন্তর্ভুক্ত।
-
ASCII: ইউনিকোডের আগে বিভিন্ন এনকোডিং সিস্টেম ছিল, যেমন ASCII।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২। ব্রিটানিকা

0
Updated: 1 day ago
প্লটার মূলত কোন ধরনের ডিভাইস?
Created: 1 day ago
A
ইনপুট ডিভাইস
B
আউটপুট ডিভাইস
C
ইনপুট-আউটপুট ডিভাইস
D
স্টোরেজ ডিভাইস
কম্পিউটারের ডিভাইসসমূহ
১. ইনপুট ডিভাইস (Input Devices)
সংজ্ঞা: কম্পিউটারে ডেটা বা তথ্য পাঠানোর যন্ত্র।
উদাহরণ:
-
কি-বোর্ড (Keyboard)
-
ওএমআর (OMR)
-
মাউস (Mouse)
-
ওসিআর (OCR)
-
ট্র্যাকবল (Trackball)
-
স্ক্যানার (Scanner)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
লাইটপেন (Light pen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
২. আউটপুট ডিভাইস (Output Devices)
সংজ্ঞা: কম্পিউটারে প্রক্রিয়াজাত তথ্য বা ফলাফল প্রদর্শনের যন্ত্র।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
৩. ইনপুট-আউটপুট ডিভাইস (Input-Output Devices)
সংজ্ঞা: এমন ডিভাইস যা একই সাথে তথ্য পাঠানো ও প্রাপ্তি দুটোই করতে পারে।
উদাহরণ:
-
হার্ডডিস্ক
-
সিডি বা ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল), মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
www.ebay.com
Created: 1 day ago
A
www.ebay.com
B
www.amazon.com
C
www.alibaba.com
D
www.stackoverflow.com

0
Updated: 1 day ago