নন-ইম্প্যাক্ট প্রিন্টার নয় কোনটি?
A
লেজার প্রিন্টার
B
ইংকজেট প্রিন্টার
C
থার্মাল প্রিন্টার
D
লাইন প্রিন্টার
উত্তরের বিবরণ
লাইন প্রিন্টার হচ্ছে একটি ইম্প্যাক্ট প্রিন্টার।
প্রিন্টার:
- কম্পিউটারের সঙ্গে ব্যবহৃত যন্ত্রের মধ্যে প্রিন্টার বহুল ব্যবহৃত ও প্রয়োজনীয়।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফল লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়।
- কার্যপ্রণালী অনুসারে প্রিন্টারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়: ইম্প্যাক্ট প্রিন্টার এবং নন-ইম্প্যাক্ট প্রিন্টার।
ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড কাগজকে স্পর্শ করে, তাদেরকে সংস্পর্শ বা ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি কম থাকে।
- দাম তুলনামূলকভাবে কম থাকে।
- ইম্প্যাক্ট প্রিন্টারকে আবার দুই ভাগে ভাগ করা যায়: লাইন প্রিন্টার ও অক্ষর প্রিন্টার।
নন-ইম্প্যাক্ট প্রিন্টার:
- যে সকল প্রিন্টারে প্রিন্ট হেড সাধারণত কাগজকে স্পর্শ করে না, তাদেরকে নন-ইম্প্যাক্ট প্রিন্টার বলা হয়।
- এ ধরনের প্রিন্টারের রেজুল্যশন ও গতি বেশি থাকে।
- দাম তুলনামূলকভাবে বেশি থাকে।
- নন-ইম্প্যাক্ট প্রিন্টারের বিভিন্ন প্রকার: লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার, স্থির বা স্থিতি বৈদ্যুতিক প্রিন্টার।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
NFC প্রযুক্তির মূল ব্যবহার কী?
Created: 1 month ago
A
রেডিও তরঙ্গের মাধ্যমে দূরবর্তী কমিউনিকেশন
B
স্বল্প দূরত্বে ডিভাইস সংযোগ ও তথ্য বিনিময়
C
দ্রুত ইন্টারনেট নেটওয়ার্ক সুবিধা
D
FM/AM রেডিও সিগন্যাল ট্রান্সমিশন
NFC (Near Field Communication) হলো একটি স্বল্প-পরিসরের বেতার যোগাযোগ প্রযুক্তি, যা ব্যবহার করে খুব কাছাকাছি থাকা (প্রায় ৪ সেন্টিমিটার বা তার কম) দুটি ডিভাইস তথ্য আদান-প্রদান করতে পারে।
NFC সম্পর্কিত মূল তথ্য:
-
পূর্ণরূপ: Near Field Communications
-
এটি তারবিহীন যোগাযোগ প্রযুক্তি, যা রেডিও সিগন্যাল ব্যবহার করে দুইটি ডিভাইস বা বস্তুকে একে অপরের সাথে সংযুক্ত করে তথ্য বিনিময় করতে সাহায্য করে।
-
কার্যকর দূরত্ব প্রায় ৪–১০ সেন্টিমিটার।
-
সর্বোচ্চ ডেটা স্থানান্তরের গতি ৪২৪ কিলোবিট/সেকেন্ড।
-
NFC প্রযুক্তি ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস-এর যৌথ প্রচেষ্টায় তৈরি হয়।
-
এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডেটা প্রেরণ করে।
NFC-এর সাধারণ ব্যবহার:
-
মোবাইল পেমেন্ট: যেমন Google Pay, Apple Pay
-
ট্যাগ রিডিং: NFC ট্যাগ থেকে তথ্য পড়া, যেমন পাবলিক ট্রান্সপোর্টে টিকেটিং
-
ফাইল ট্রান্সফার: ছোট ফাইল বা ডেটা শেয়ার করা
-
স্মার্ট ডিভাইস কন্ট্রোল: স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণ করা
উৎস:
0
Updated: 1 month ago
Unicode এর কোড সাইজ কত বিট?
Created: 1 month ago
A
8 বিট
B
16 বিট
C
32 বিট
D
64 বিট
সঠিক তথ্য: Unicode এর কোড সাইজ ১৬ বিট (২ বাইট)
ইউনিকোড (Unicode)
-
উদ্ভাবন: ১৯৯১ সালে Apple ও Xerox-এর প্রকৌশলী দল যৌথভাবে উদ্ভাবন করেন।
-
উদ্দেশ্য: বিশ্বের সব ভাষার অক্ষরকে কম্পিউটারে কোডভুক্ত করা।
-
কোড সাইজ: ২ বাইট বা ১৬ বিট
-
সংখ্যা: ৬৫,৫৩৬ বা ২০টি অদ্বিতীয় চিহ্ন নির্ধারণ করা যায়।
-
বিশেষত্ব: প্রতিটি অক্ষরের ইউনিক নম্বর যেকোনো সিস্টেমে একই থাকে।
-
ইতিহাস: ইউনিকোডের প্রথম সংস্করণ ১৯৯১ সালে প্রকাশিত হয়; সর্বশেষ সংস্করণে ১০০,০০০-এরও বেশি অক্ষর অন্তর্ভুক্ত।
-
ASCII: ইউনিকোডের আগে বিভিন্ন এনকোডিং সিস্টেম ছিল, যেমন ASCII।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২। ব্রিটানিকা
0
Updated: 1 month ago
৫জি সিগন্যাল ট্রান্সমিশনের জন্য কোন ধরনের অ্যান্টেনা ব্যবহার করা হয়?
Created: 1 month ago
A
Omni-directional
B
MIMO
C
Yagi
D
Dipole
0
Updated: 1 month ago