Wi-Fi সিগন্যাল প্রাচীর বা আসবাবপত্র থেকে প্রতিফলিত হয়ে কোন সমস্যা সৃষ্টি করে?
A
ব্যান্ডউইডথ বৃদ্ধি
B
মাল্টিপাথ ইন্টারফারেন্স
C
সিগন্যাল লুপিং
D
কেবল ডাউনলোড ধীর হয়
উত্তরের বিবরণ
মাল্টিপাথ ইন্টারফারেন্স ও Wi-Fi
-
Wi-Fi সংজ্ঞা:
ওয়াই-ফাই হলো একটি নেটওয়ার্কিং প্রযুক্তি যা রেডিও ওয়েভ ব্যবহার করে স্বল্প দূরত্বে উচ্চ-গতির ডেটা স্থানান্তর করতে পারে। এটি ল্যাপটপ, স্মার্টফোন, ট্যাবলেট ও গেমিং কনসোলের মতো ডিভাইসে ব্যবহার হয়। -
হটস্পট: ওয়াই-ফাই অ্যাক্সেস পাওয়া যায় এমন স্থানে ব্যবহারকারীরা সংযুক্ত হতে পারে; এই স্থাপনাগুলোকে "হটস্পট" বলা হয়।
-
ইতিহাস ও স্ট্যান্ডার্ড:
-
১৯৮৫ সালে ইউ.এস. ফেডারেল কমিউনিকেশনস কমিশন রেডিও স্পেকট্রামের কিছু ব্যান্ড (৯০০ MHz, ২.৪ GHz, ৫.৮ GHz) লাইসেন্সবিহীন ব্যবহার অনুমোদন করে।
-
১৯৯৭ সালে IEEE ৮০২.১১ স্ট্যান্ডার্ড অনুমোদিত হয়।
-
ওয়্যারলেস ইথারনেট কম্প্যাটিবিলিটি অ্যালায়েন্স (WECA) প্রতিষ্ঠিত হয় এবং Wi-Fi নামে পরিচিতি লাভ করে।
-
-
ফ্রিকোয়েন্সি ও চ্যানেল: IEEE স্ট্যান্ডার্ড অনুযায়ী ফ্রিকোয়েন্সি ব্যান্ডগুলোকে চ্যানেলে ভাগ করা হয়। চ্যানেলগুলো ফ্রিকোয়েন্সিতে ওভারল্যাপ করে। Wi-Fi সিগন্যাল সাধারণত ১০০ মিটারের কম দূরত্বে প্রেরণ করা হয়।
-
মাল্টিপাথ ইন্টারফারেন্স (Multipath interference):
-
এটি ঘটে যখন রেডিও সিগন্যাল একাধিক পথে ভ্রমণ করে এবং বিভিন্ন সময়ে গ্রাহকের কাছে পৌঁছায়।
-
দেয়াল, আসবাবপত্র বা অন্যান্য প্রতিবন্ধক থেকে সিগন্যাল প্রতিফলিত হয়ে মূল সংকেতের "ভূতুড়ে" প্রতিচ্ছবি তৈরি করে।
-
জন ও' সুলিভান এবং তার সহযোগীরা এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন যা মাল্টিপাথ ইন্টারফারেন্স কমাতে সাহায্য করে।
-
উৎস: ব্রিটানিকা
0
Updated: 1 month ago
দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ককে কী বলা হয়?
Created: 1 month ago
A
অ্যানালগ সেলুলার নেটওয়ার্ক
B
ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক
C
অপটিক্যাল নেটওয়ার্ক
D
স্যাটেলাইট নেটওয়ার্ক
দ্বিতীয় প্রজন্মের মোবাইল নেটওয়ার্ককে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়।
দ্বিতীয় প্রজন্ম (১৯৯০-২০০০)
- ১৯৯০ সালে ইউরোপে দ্বিতীয় প্রজন্মের মোবাইল ফোন সর্বপ্রথম ব্যবহৃত হয়।
- ট্রান্সমিশন কোয়ালিটি, সিস্টেম ক্যাপাসিটি এবং বিশাল এলাকা জুড়ে নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেম চালু করা হয়।
দ্বিতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য:
- ১৯৯০ সালে GSM এবং CDMA স্ট্যান্ডার্ড ব্যবহার করে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল সিস্টেমের যাত্রা শুরু হয়।
- এতে ডিজিটাল ট্রান্সমিশন সিস্টেমের ব্যবহার চালু হয় এবং ভয়েস ও ডেটা প্রেরণ সম্ভব হয়।
- দ্বিতীয় প্রজন্মকে ডিজিটাল সেলুলার নেটওয়ার্ক বলা হয়ে থাকে।
- দ্বিতীয় প্রজন্মের মোবাইলে প্রিপেইড পদ্ধতি, এসএমএস, এমএমএস, টেক্সট মেসেজিং ব্যবস্থা সেবা চাল হয়।
- ভয়েস প্রেরণের সুবিধা চালু হয়।
- মোবাইল ফোনে পেমেন্ট সিস্টেমের প্রবর্তন হয়।
- আন্তর্জাতিক রোমিং সুবিধা এবং মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহার সুবিধা চালু হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার-এর কাজ কোনটি?
Created: 1 month ago
A
তথ্য সংরক্ষণ
B
রোগী পর্যবেক্ষণ
C
ইমেজ বিশ্লেষণ
D
উপরের সবগুলো
চিকিৎসা ক্ষেত্রে কম্পিউটার রোগ নির্ণয়, তথ্য সংরক্ষণ এবং পর্যবেক্ষণে ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে।
-
বর্তমানে প্রায় সকল দেশে রোগ নির্ণয়ের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে সূক্ষ্মভাবে রোগ সনাক্ত করা সম্ভব হচ্ছে।
-
EHR (Electronic Health Record) ব্যবহারের মাধ্যমে রোগীর সকল তথ্য ডাটাবেসে সংরক্ষিত থাকে। রোগী তার EHR ব্যবহার করে যেকোনো স্থান থেকে রিপোর্ট, চিকিৎসা ব্যবস্থা ও অন্যান্য তথ্য অ্যাক্সেস করতে পারে।
-
CT Scan (Computed Tomography Scan) চিকিৎসা বিজ্ঞানে একটি প্রতিচ্ছবি তৈরি প্রক্রিয়া, যেখানে আলোর প্রতিসরণ ও জ্যামিতিক হিসাব ব্যবহার করে দ্বিমাত্রিক ছবিকে ত্রিমাত্রিক আকারে রূপান্তর করা হয়, ফলে বস্তুর অবস্থান নিখুঁতভাবে নির্ধারণ করা সম্ভব হয়।
-
রোগীর অস্বাভাবিক লক্ষণ পর্যবেক্ষণের জন্য কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন ইসিজি (ECG), ইকোকার্ডিওগ্রাম (Echocardiogram)।
অর্থাৎ, চিকিৎসাক্ষেত্রে তথ্য সংরক্ষণ, ইমেজ বিশ্লেষণ এবং রোগী পর্যবেক্ষণ সহ বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ব্যবহৃত হয়।
উৎস:
0
Updated: 1 month ago
নিম্নলিখিত কোনটি LAN-এর উদাহরণ?
Created: 1 month ago
A
একটি অফিসের কম্পিউটার ল্যাব
B
শহরের বিভিন্ন অফিসের নেটওয়ার্ক
C
ব্লুটুথ ডিভাইসের সংযোগ
D
ইন্টারনেট
লোকাল এরিয়া নেটওয়ার্ক (Local Area Network - LAN):
- যেসব নেটওয়ার্ক খুব কাছাকাছি অবস্থিত কম্পিউটার সমূহ ও যন্ত্রপাতির মধ্যে করা হয়ে থাকে তাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়।
- ছোট পরিসরে ব্যবহৃত হয়।
- একাধিক ডিভাইস একসঙ্গে যুক্ত থাকে।
- রিপিটার, হাব, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড (NIC) ইত্যাদি LAN-এর উপযোগী ডিভাইস ব্যবহার হয়।
- দ্রুত গতির ডেটা ট্রান্সফার সম্ভব।
- উদাহরণ: একটি অফিস, স্কুলের কম্পিউটার ল্যাব, বাড়ির অভ্যন্তরীন নেটওয়ার্ক।
উৎস: ১। এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago