কম্পিউটারের কার্সরের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়?
A
কীবোর্ড
B
মনিটর
C
মাউস
D
প্রজেক্টর
উত্তরের বিবরণ
মাউস
- মাউস হল একটি হাতে-নিয়ন্ত্রিত ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস।
- এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মার্কিন উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট ১৯৬৩-৬৪ সালে মাউস আবিষ্কার করেন।
- মাউসকে একটি সমতল পৃষ্ঠের উপর সরানো হলে, কম্পিউটারের স্ক্রিনে কার্সরের (cursor) নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায়।
মাউসের ব্যবহার:
- মাউসের বোতাম ব্যবহার করে টেক্সট নির্বাচন, প্রোগ্রাম চালু বা স্ক্রিনে কোনো আইটেম সরানো যায়।
- দ্রুত বোতাম চেপে ("ক্লিক") অথবা বোতাম চেপে ধরে ডিভাইসটিকে সরানোর মাধ্যমে ("ক্লিক এবং ড্র্যাগ") কাজ করা যায়।
প্রকারভেদ:
- মেকানিক্যাল মাউস: একটি বলের ঘূর্ণন থেকে কার্সরের মুভমেন্টে পরিবর্তন করে।
- অপটিক্যাল মাউস: আলো-নির্গত ডায়োড (light-emitting diode) বা লেজার থেকে নির্গত রশ্মি ব্যবহার করে কাজ করে।
0
Updated: 1 month ago
কোন ধরনের মাউস একটি বলের ঘূর্ণনের মাধ্যমে কার্সরের গতি পরিবর্তন করে?
Created: 1 month ago
A
অপটিক্যাল মাউস
B
লেজার মাউস
C
মেকানিক্যাল মাউস
D
স্টাইলাস মাউস
মাউস
মাউস হলো একটি হাতে-নিয়ন্ত্রিত ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস, যা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) যুক্ত কম্পিউটার নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
উদ্ভাবক: ডগলাস এঙ্গেলবার্ট (১৯৬৩–৬৪ সালে আবিষ্কার করেন)।
মাউসকে সমতল পৃষ্ঠে সরালে স্ক্রিনে কার্সরের (Cursor) অবস্থান ও নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায়।
মাউসের ধরন
মেকানিক্যাল মাউস → একটি বল (Ball) এর ঘূর্ণনের মাধ্যমে কার্সরের গতি পরিবর্তন করে।
অপটিক্যাল মাউস → আলো বা লেজার রশ্মি ব্যবহার করে কার্সরের মুভমেন্ট নিয়ন্ত্রণ করে।
উৎস: Britannica
0
Updated: 1 month ago
ক্লাউড কম্পিউটিংয়ে Hypervisor মূলত কোন কাজের জন্য ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
সার্ভারের হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণ করা
B
নেটওয়ার্ক ব্যান্ডউইথ বৃদ্ধি করা
C
ডেটা ব্যাকআপ ও রিকভারি করা
D
একাধিক ভার্চুয়াল মেশিন তৈরি ও নিয়ন্ত্রণ করা
Hypervisor হলো একটি বিশেষ ধরনের সফটওয়্যার বা ফার্মওয়্যার যা একাধিক ভার্চুয়াল মেশিন (VM) তৈরি ও পরিচালনা করে। এটি একটি ফিজিক্যাল সার্ভারের হার্ডওয়্যার রিসোর্স যেমন CPU, RAM, Storage ইত্যাদি ভাগ করে বিভিন্ন ভার্চুয়াল মেশিনকে ব্যবহার করতে দেয়।
ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self-service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity,
- measured service.
0
Updated: 1 month ago
GSM কোন প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সার্ভিস প্রদান করে?
Created: 1 month ago
A
CDMA
B
TDMA
C
FDMA
D
OFDMA
সঠিক উত্তর: GSM TDMA প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সার্ভিস প্রদান করে।
সেলুলার বা মোবাইল ফোন প্রযুক্তি:
-
মোবাইল ফোন বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।
-
১৯৪০ সালের দিকে যুক্তরাষ্ট্রে প্রথম মোবাইল ফোন চালু হয়।
-
তারবিহীন দুটি ডিভাইসের মধ্যে ডাটা ও তথ্য আদান-প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহার হয়, তাকে মোবাইল যোগাযোগ বলে।
-
বর্তমান মোবাইল ফোন প্রযুক্তি প্রধানত দুই ভাগে বিভক্ত:
১. জিএসএম (GSM)
২. সিডিএমএ (CDMA)
জিএসএম (GSM):
-
GSM = Global System for Mobile Communication
-
এটি মোবাইল টেলিফোনির জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
-
একে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
-
মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার কারণে বিশ্বের যেকোনো স্থান থেকে GSM নেটওয়ার্কে মোবাইল ব্যবহার করা যায়।
-
স্বল্প মূল্যের এসএমএস (SMS) চালু করার ক্ষেত্রে GSM পথিকৃত।
-
GSM TDMA (Time Division Multiple Access) প্রযুক্তি ব্যবহার করে।
TDMA ব্যবহার করে GSM-এর সেবা:
-
এসএমএস (SMS)
-
কল ফরওয়ার্ডিং
-
আউটগোয়িং কল কন্ট্রোল
-
ইনকামিং কল নিয়ন্ত্রণ
-
কল হোল্ডিং
-
কলার আইডি
-
কল ওয়েটিং
-
মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি
GSM-এর বৈশিষ্ট্য:
-
সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকায় মোবাইল ফোন GSM-এর সাথে সংযুক্ত হয়।
-
সর্বোচ্চ কভারেজ দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।
-
অধিকাংশ 2G GSM নেটওয়ার্ক 900 MHz বা 1800 MHz ব্যান্ডে পরিচালিত হয়।
-
হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা ১–২ ওয়াট।
উৎস:
এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago