সেলুলার নেটওয়ার্কে প্রধানত কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
A
অপটিক্যাল ফাইবার
B
রেডিও ফ্রিকোয়েন্সি
C
স্যাটেলাইট লেজার
D
ইনফ্রারেড
উত্তরের বিবরণ
0
Updated: 1 month ago
১ গিগাবাইট = ?
Created: 1 month ago
A
১০২৪ মেগাবাইট
B
১০০০ টেরাবাইট
C
১০২৪ কিলোবাইট
D
১০২৪ বাইট
১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
পরিমাপ:
- ১ নিবল = ৪ বিট।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সঠিক তথ্য: ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট
বিট ও বাইট
-
বিট (Bit): বাইনারি সংখ্যা পদ্ধতির একক, যা ০ বা ১ হতে পারে।
-
বাইট (Byte): ৮ বিট সমান।
-
বিট হলো ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
বিট (Bit): বাইনারি সংখ্যা পদ্ধতির একক, যা ০ বা ১ হতে পারে।
বাইট (Byte): ৮ বিট সমান।
বিট হলো ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
ডেটা পরিমাপের একক
| একক | সমান |
|---|---|
| ১ নিবল | ৪ বিট |
| ১ বাইট | ৮ বিট |
| ১ কিলোবিট (Kb) | ১০০০ বিট |
| ১ মেগাবিট (Mb) | ১০০০ কিলোবিট |
| ১ গিগাবিট (Gb) | ১০০০ মেগাবিট |
| ১ টেরাবিট (Tb) | ১০০০ গিগাবিট |
| ১ কিলোবাইট (KB) | ১০২৪ বাইট |
| ১ মেগাবাইট (MB) | ১০২৪ কিলোবাইট |
| ১ গিগাবাইট (GB) | ১০২৪ মেগাবাইট |
| ১ টেরাবাইট (TB) | ১০২৪ গিগাবাইট |
| ১ পেটাবাইট (PB) | ১০২৪ টেরাবাইট |
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমানএকাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
0
Updated: 1 month ago
কোন নেটওয়ার্কের বিস্তার সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে?
Created: 1 month ago
A
LAN
B
WAN
C
PAN
D
MAN
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্যান (PAN - Personal Area Network)
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) এর বিস্তার সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN):
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে PAN বলা হয়।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান সম্ভব।
- যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ।
- উদাহরণ: ব্লুটুথ একটি ধরনের PAN।
উৎস:
1. এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
2. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago
কী- বোর্ডে Esc কী কাজ করে?
Created: 1 month ago
A
কমান্ড বাতিল করা
B
Undo করা
C
Redo করা
D
Document save করা
সঠিক উত্তর: ক) কমান্ড বাতিল করা
গুরুত্বপূর্ণ কীবোর্ড কমান্ডসমূহ:
-
Ctrl + O : ডকুমেন্ট খুলুন
-
Ctrl + N : নতুন ডকুমেন্ট তৈরি করুন
-
Ctrl + S : ডকুমেন্ট সংরক্ষণ করুন
-
Ctrl + W : ডকুমেন্ট বন্ধ করুন
-
Ctrl + C : নির্বাচিত কনটেন্ট কপি করুন
-
Ctrl + V : ক্লিপবোর্ডের কনটেন্ট পেস্ট করুন
-
Ctrl + B : টেক্সটকে বোল্ড করুন
-
Ctrl + I : টেক্সটকে ইতালিক করুন
-
Ctrl + U : টেক্সটকে আন্ডারলাইন করুন
-
Ctrl + [ : ফন্ট সাইজ ১ পয়েন্ট কমান
-
Ctrl + ] : ফন্ট সাইজ ১ পয়েন্ট বাড়ান
-
Ctrl + E : টেক্সট সেন্টার করুন
-
Ctrl + L : টেক্সট বাম দিকে সন্নিবেশ করুন
-
Ctrl + R : টেক্সট ডান দিকে সন্নিবেশ করুন
-
Esc : কমান্ড বাতিল করুন
-
Ctrl + Z : পূর্ববর্তী অ্যাকশন অডু করুন
-
Ctrl + Y : পূর্ববর্তী অ্যাকশন রিডু করুন (যদি সম্ভব)
-
Alt + W : জুম মান সমন্বয় করুন
উৎস: মাইক্রোসফট ওয়েবসাইট
0
Updated: 1 month ago