A
দশমিক
B
বাইনারি
C
অক্টাল
D
হেক্সাডেসিমাল
উত্তরের বিবরণ
IPv6 ঠিকানা লিখতে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়।
আইপি এড্রেস (IP Address):
- আইপি হলো প্রতিটি কম্পিউটারের জন্যে ব্যবহৃত স্বতন্ত্র আইডেন্টিটি।
- 'IP' এর পূর্ণরূপ হলো 'Internet Protocol'.
- আইপি অ্যাড্রেস চারটি অংশের সমন্বয়ে গঠিত হয়: (1st Octet) (2nd Octet) (3rd Octet) (4th Octet)।
- IPv4-এ সংখ্যা অপ্রতুল হওয়ার কারণে IPv6 চালু করা হয়।
- IPv6 হলো ইন্টারনেট প্রটোকলের ৬ষ্ঠ ভার্সন।
- IPv6 অ্যাড্রেস 128 বিটের হয়। অর্থাৎ এই ভার্সনে ৮টি ভাগ থাকে এবং প্রতিটি ভাগ 16 বিটের হয়।
- 128 বিটের সাহায্যে 2¹²⁸ সংখ্যক ডিভাইসকে সনাক্ত করা যায়।
- IPv6 অ্যাড্রেস সাধারণত Hexadecimal ফরম্যাটে লেখা হয়।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 1 day ago
কম্পিউটারের কার্সরের নড়াচড়া নিয়ন্ত্রণ করতে কোন ডিভাইস ব্যবহার করা হয়?
Created: 1 day ago
A
কীবোর্ড
B
মনিটর
C
মাউস
D
প্রজেক্টর
মাউস
- মাউস হল একটি হাতে-নিয়ন্ত্রিত ইলেক্ট্রোমেকানিক্যাল ডিভাইস।
- এটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) কম্পিউটারকে নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়।
- মার্কিন উদ্ভাবক ডগলাস এঙ্গেলবার্ট ১৯৬৩-৬৪ সালে মাউস আবিষ্কার করেন।
- মাউসকে একটি সমতল পৃষ্ঠের উপর সরানো হলে, কম্পিউটারের স্ক্রিনে কার্সরের (cursor) নড়াচড়া নিয়ন্ত্রণ করা যায়।
মাউসের ব্যবহার:
- মাউসের বোতাম ব্যবহার করে টেক্সট নির্বাচন, প্রোগ্রাম চালু বা স্ক্রিনে কোনো আইটেম সরানো যায়।
- দ্রুত বোতাম চেপে ("ক্লিক") অথবা বোতাম চেপে ধরে ডিভাইসটিকে সরানোর মাধ্যমে ("ক্লিক এবং ড্র্যাগ") কাজ করা যায়।
প্রকারভেদ:
- মেকানিক্যাল মাউস: একটি বলের ঘূর্ণন থেকে কার্সরের মুভমেন্টে পরিবর্তন করে।
- অপটিক্যাল মাউস: আলো-নির্গত ডায়োড (light-emitting diode) বা লেজার থেকে নির্গত রশ্মি ব্যবহার করে কাজ করে।

0
Updated: 1 day ago
১ গিগাবাইট = ?
Created: 1 day ago
A
১০২৪ মেগাবাইট
B
১০০০ টেরাবাইট
C
১০২৪ কিলোবাইট
D
১০২৪ বাইট
১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
বিট ও বাইট:
- বাইনারি সংখ্যা পদ্ধতিতে ০ অথবা ১ অংককে বিট বলে।
- বিট ডেটা কমিউনিকেশনের মৌলিক একক
- ডেটা ও তথ্য পরিমাপের জন্য বিট একক হিসেবে ব্যবহার করা হয়।
পরিমাপ:
- ১ নিবল = ৪ বিট।
- ১ বাইট = ৮ বিট।
- ১ কিলোবিট = ১০০০ বিট।
- ১ মেগাবিট = ১০০০ কিলোবিট।
- ১ গিগাবিট = ১০০০ মেগাবিট।
- ১ টেরাবিট = ১০০০ গিগাবিট।
- ১ কিলোবাইট = ১০২৪ বাইট।
- ১ মেগাবাইট = ১০২৪ কিলোবাইট।
- ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট।
- ১ টেরাবাইট = ১০২৪ গিগাবাইট।
- ১ পেটাবাইট = ১০২৪ টেরাবাইট।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সঠিক তথ্য: ১ গিগাবাইট = ১০২৪ মেগাবাইট
বিট ও বাইট
-
বিট (Bit): বাইনারি সংখ্যা পদ্ধতির একক, যা ০ বা ১ হতে পারে।
-
বাইট (Byte): ৮ বিট সমান।
-
বিট হলো ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
বিট (Bit): বাইনারি সংখ্যা পদ্ধতির একক, যা ০ বা ১ হতে পারে।
বাইট (Byte): ৮ বিট সমান।
বিট হলো ডেটা কমিউনিকেশনের মৌলিক একক।
ডেটা পরিমাপের একক
একক | সমান |
---|---|
১ নিবল | ৪ বিট |
১ বাইট | ৮ বিট |
১ কিলোবিট (Kb) | ১০০০ বিট |
১ মেগাবিট (Mb) | ১০০০ কিলোবিট |
১ গিগাবিট (Gb) | ১০০০ মেগাবিট |
১ টেরাবিট (Tb) | ১০০০ গিগাবিট |
১ কিলোবাইট (KB) | ১০২৪ বাইট |
১ মেগাবাইট (MB) | ১০২৪ কিলোবাইট |
১ গিগাবাইট (GB) | ১০২৪ মেগাবাইট |
১ টেরাবাইট (TB) | ১০২৪ গিগাবাইট |
১ পেটাবাইট (PB) | ১০২৪ টেরাবাইট |
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমানএকাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

0
Updated: 1 day ago
নিচের কোনটি CAPTCHA এর ব্যবহার নয়?
Created: 1 day ago
A
ফর্ম সাবমিশন নিরাপদ করা
B
অনলাইন ভোট ও জরিপ
C
ফাইল জিপ করা
D
DDoS আক্রমণ প্রতিরোধ
CAPTCHA এবং এর ব্যবহার
-
সংজ্ঞা:
CAPTCHA (Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart) হলো একটি নিরাপত্তা ব্যবস্থা যা মানব ব্যবহারকারী এবং স্বয়ংক্রিয় বটের মধ্যে পার্থক্য নির্ধারণ করে। -
কাজের ধরন:
-
বিকৃত পাঠ্য চিহ্নিত করা
-
নির্দিষ্ট চিত্র নির্বাচন
-
ধাঁধা বা সাধারণ গণিত সমস্যার সমাধান
-
-
উদ্দেশ্য:
CAPTCHA ব্যবহারকারীদের প্রমাণ করতে সাহায্য করে যে তারা মানুষ, স্বয়ংক্রিয় প্রোগ্রাম নয়। এর মাধ্যমে অনলাইন সিস্টেমের নিরাপত্তা ও অখণ্ডতা নিশ্চিত করা হয়। -
ব্যবহারের সাধারণ ক্ষেত্র:
-
ব্যবহারকারী নিবন্ধন ও লগইন
-
ফর্ম জমা
-
DDoS আক্রমণ প্রতিরোধ
-
অনলাইন ভোট ও জরিপ
-
ওয়েব স্ক্র্যাপিং প্রতিরোধ
-
-
CAPTCHA নয়:
ফাইল জিপ করা (File Compression) CAPTCHA এর মধ্যে পড়ে না। এটি নিরাপত্তার সাথে সম্পর্কিত নয়।
উৎস: ব্রিটানিকা

0
Updated: 1 day ago