নিম্নের কোনটি বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্র নয়?
A
ডিএনএ ম্যাপিং
B
জিনোম সমাগম
C
প্রোটিন-প্রোটিনের মিথষ্ক্রিয়া
D
ওয়েব ডেভেলপমেন্ট
উত্তরের বিবরণ
ওয়েব ডেভেলপমেন্ট বায়োইনফরমেটিক্সের গবেষণার ক্ষেত্র নয়।
বায়োইনফরমেটিক্স (Bioinformatics):
- বায়োইনফরমেটিক্স হলো এমন একটি শাখা যেখানে জীববিজ্ঞানের তথ্য বিশ্লেষণের জন্য কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে সমাধান করা হয়।
বায়োইনফরমেটিক্স এর প্রয়োগ/ব্যবহার:
- প্যাটার্ন রিকোগনিশন,
- ডেটা মাইনিং,
- মেশিন ল্যাংগুয়েজ অ্যালগরিদম,
- ভিজ্যুয়ালাইজেশন ইত্যাদি,
বিভিন্ন গবেষণার ক্ষেত্রে বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হচ্ছে
- সিকুয়েন্স এলাইনমেন্ট,
- ডিএনএ ম্যাপিং,
- ডিএনএ এনালাইসিস,
- জিন ফাইন্ডিং,
- জিনোম সমাগম,
- ড্রাগ নকশা,
- ড্রাগ আবিষ্কার,
- প্রোটিনের গঠন,
- প্রোটিনের ভবিষ্যত গঠন,
- জিন সূত্রের ভবিষ্যত,
- প্রোটিন-প্রোটিনের মিথষ্ক্রিয়া,
- জিনোম এর ব্যাপ্তি এবং বিবর্তনের মডেলিং, ইত্যাদি।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago
CPU-এর কোন অংশটি মূলত নির্দেশনা (Instruction) সম্পাদন করে?
Created: 1 month ago
A
ALU
B
Control Unit
C
Register
D
Cache Memory
CPU (Central Processing Unit)
CPU মূলত কম্পিউটারের “মস্তিষ্ক”। এটি তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) Control Unit (CU) – নিয়ন্ত্রণ অংশ
-
নির্দেশনা Fetch (আনয়ন) ও Decode (বিশ্লেষণ) করে।
-
CPU, Memory এবং Input/Output ডিভাইসের মধ্যে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
ROM/RAM-এ সংরক্ষিত নির্দেশনা অনুযায়ী কম্পিউটারের অন্যান্য অংশকে কাজ করতে নির্দেশ দেয়।
২) Arithmetic Logic Unit (ALU) – গাণিতিক যুক্তি অংশ
-
CPU-এর সেই অংশ যেখানে মূলত নির্দেশনা Execute হয়।
-
কাজসমূহ: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি।
-
এখানে একটি Program Counter (PC) থাকে, যা পরবর্তী নির্দেশনার ঠিকানা ধরে রাখে।
৩) Register / Memory – রেজিস্টার বা স্মৃতি
-
CPU-এর ভেতরে অবস্থিত অতিদ্রুত কাজ করা ছোট মেমোরি।
-
ডাটা এবং অপারেশনের ফলাফল সাময়িকভাবে সংরক্ষণ করে।
-
ALU-তে প্রক্রিয়াকরণের সময় মধ্যবর্তী ডাটা রাখে, যাতে কাজ দ্রুত সম্পন্ন হয়।
সারাংশ
-
CU → নির্দেশনা আনে ও বিশ্লেষণ করে।
-
ALU → নির্দেশনা অনুযায়ী গাণিতিক ও লজিক্যাল কাজ সম্পন্ন করে।
-
Register → সাময়িক ডাটা সংরক্ষণ করে দ্রুত অ্যাক্সেস নিশ্চিত করে।
0
Updated: 1 month ago
কোন নেটওয়ার্কের বিস্তার সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে?
Created: 1 month ago
A
LAN
B
WAN
C
PAN
D
MAN
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
কম্পিউটার নেটওয়ার্ক (Computer Network)
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
প্যান (PAN - Personal Area Network)
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (PAN) এর বিস্তার সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে।
পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (Personal Area Network - PAN):
- ব্যক্তিগত পর্যায়ে নেটওয়ার্ক তৈরির কৌশলকে PAN বলা হয়।
- পার্সোনাল কম্পিউটার ডিভাইসের মধ্যে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়।
- খরচ তুলনামূলক কম।
- দ্রুত ডেটা আদান-প্রদান সম্ভব।
- যে কোন জায়গায় তৈরি করা যায়।
- ব্যাপ্তি সাধারণত ১০ মিটারের মধ্যে সীমাবদ্ধ।
- উদাহরণ: ব্লুটুথ একটি ধরনের PAN।
উৎস:
1. এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
2. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
0
Updated: 1 month ago
স্মার্টফোনে NFC ব্যবহার করে কী করা যায়?
Created: 1 month ago
A
দীর্ঘ-দূরত্ব ডেটা ট্রান্সফার
B
কন্ট্যাক্টলেস পেমেন্ট
C
স্যাটেলাইট কল
D
লং-রেঞ্জ ওয়াই-ফাই
NFC (Near Field Communication) হলো একটি শর্ট-রেঞ্জ ওয়্যারলেস প্রযুক্তি (সাধারণত 4 সেমি-এর কম দূরত্বে কাজ করে)। এর মাধ্যমে স্মার্টফোন বা ডিভাইসের মধ্যে খুব কাছাকাছি অবস্থায় কন্ট্যাক্টলেস পেমেন্ট (Google Pay, Apple Pay ইত্যাদি) করা যায়।
NFC:
- NFC এর পূর্ণরুপ Near Field Communication.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।
0
Updated: 1 month ago