কী- বোর্ডে Esc কী কাজ করে?
A
কমান্ড বাতিল করা
B
Undo করা
C
Redo করা
D
Document save করা
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) কমান্ড বাতিল করা
গুরুত্বপূর্ণ কীবোর্ড কমান্ডসমূহ:
-
Ctrl + O : ডকুমেন্ট খুলুন
-
Ctrl + N : নতুন ডকুমেন্ট তৈরি করুন
-
Ctrl + S : ডকুমেন্ট সংরক্ষণ করুন
-
Ctrl + W : ডকুমেন্ট বন্ধ করুন
-
Ctrl + C : নির্বাচিত কনটেন্ট কপি করুন
-
Ctrl + V : ক্লিপবোর্ডের কনটেন্ট পেস্ট করুন
-
Ctrl + B : টেক্সটকে বোল্ড করুন
-
Ctrl + I : টেক্সটকে ইতালিক করুন
-
Ctrl + U : টেক্সটকে আন্ডারলাইন করুন
-
Ctrl + [ : ফন্ট সাইজ ১ পয়েন্ট কমান
-
Ctrl + ] : ফন্ট সাইজ ১ পয়েন্ট বাড়ান
-
Ctrl + E : টেক্সট সেন্টার করুন
-
Ctrl + L : টেক্সট বাম দিকে সন্নিবেশ করুন
-
Ctrl + R : টেক্সট ডান দিকে সন্নিবেশ করুন
-
Esc : কমান্ড বাতিল করুন
-
Ctrl + Z : পূর্ববর্তী অ্যাকশন অডু করুন
-
Ctrl + Y : পূর্ববর্তী অ্যাকশন রিডু করুন (যদি সম্ভব)
-
Alt + W : জুম মান সমন্বয় করুন
উৎস: মাইক্রোসফট ওয়েবসাইট
0
Updated: 1 month ago
Google কত সালে Gmail চালু করে?
Created: 1 month ago
A
২০০০ সালে
B
২০০২ সালে
C
২০০৪ সালে
D
২০০৬ সালে
সঠিক উত্তর: গ) ২০০৪
গুগল
- গুগল হলো একটি মার্কিন সার্চ ইঞ্জিন কোম্পানি, যা ১৯৯৮ সালে সার্গেই ব্রিন ও ল্যারি পেইজ প্রতিষ্ঠা করেন।
- ২০১৫ সাল থেকে এটি Alphabet Inc. নামক একটি হোল্ডিং কোম্পানির অধীনে কাজ করছে।
- গুগল বিশ্বব্যাপী ৭০% এর বেশি অনলাইন সার্চ রিকোয়েস্ট পরিচালনা করে। কোম্পানির সদর দপ্তর মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত।
- শুরুতে গুগল শুধুমাত্র একটি সার্চ ফার্ম হিসেবে যাত্রা শুরু করেছিল।
- পরে গুগল ম্যাপস ও ইউটিউবের মতো পরিষেবা ব্যবহারকারীর ডেটা একত্রিত করে সার্চ ইঞ্জিনকে আরও শক্তিশালী করেছে।
- ২০০৪ সালে গুগল Gmail চালু করে, যা বিনামূল্যে ওয়েব-ভিত্তিক ইমেইল সেবা দেয়।
- ২০০৮ সালে Chrome ব্রাউজার চালু হয়, যা ওয়েব প্রোগ্রাম চালানোর জন্য বিশেষভাবে তৈরি।
- Chrome OS ব্যবহারকারীদের কম সিস্টেম রিসোর্স দিয়ে ক্লাউড কম্পিউটিং সুবিধা প্রদান করে।
- বর্তমানে গুগল ৫০টিরও বেশি ইন্টারনেট পরিষেবা ও পণ্য সরবরাহ করে, যেমন ইমেইল, অনলাইন ডকুমেন্ট তৈরি, এবং মোবাইল/ট্যাবলেট সফটওয়্যার।
- ২০১২ সালে Motorola Mobility অধিগ্রহণের মাধ্যমে গুগল হার্ডওয়্যার ক্ষেত্রেও প্রবেশ করে।
0
Updated: 1 month ago
GSM কোন প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সার্ভিস প্রদান করে?
Created: 1 month ago
A
CDMA
B
TDMA
C
FDMA
D
OFDMA
সঠিক উত্তর: GSM TDMA প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সার্ভিস প্রদান করে।
সেলুলার বা মোবাইল ফোন প্রযুক্তি:
-
মোবাইল ফোন বর্তমান বিশ্বের একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম।
-
১৯৪০ সালের দিকে যুক্তরাষ্ট্রে প্রথম মোবাইল ফোন চালু হয়।
-
তারবিহীন দুটি ডিভাইসের মধ্যে ডাটা ও তথ্য আদান-প্রদানের জন্য যে সিস্টেম ব্যবহার হয়, তাকে মোবাইল যোগাযোগ বলে।
-
বর্তমান মোবাইল ফোন প্রযুক্তি প্রধানত দুই ভাগে বিভক্ত:
১. জিএসএম (GSM)
২. সিডিএমএ (CDMA)
জিএসএম (GSM):
-
GSM = Global System for Mobile Communication
-
এটি মোবাইল টেলিফোনির জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় স্ট্যান্ডার্ড।
-
একে দ্বিতীয় প্রজন্মের (2G) মোবাইল ফোন সিস্টেম হিসেবে বিবেচনা করা হয়।
-
মোবাইল নেটওয়ার্ক অপারেটরদের মধ্যে রোমিং চুক্তি থাকার কারণে বিশ্বের যেকোনো স্থান থেকে GSM নেটওয়ার্কে মোবাইল ব্যবহার করা যায়।
-
স্বল্প মূল্যের এসএমএস (SMS) চালু করার ক্ষেত্রে GSM পথিকৃত।
-
GSM TDMA (Time Division Multiple Access) প্রযুক্তি ব্যবহার করে।
TDMA ব্যবহার করে GSM-এর সেবা:
-
এসএমএস (SMS)
-
কল ফরওয়ার্ডিং
-
আউটগোয়িং কল কন্ট্রোল
-
ইনকামিং কল নিয়ন্ত্রণ
-
কল হোল্ডিং
-
কলার আইডি
-
কল ওয়েটিং
-
মাল্টিপার্টি সার্ভিস ইত্যাদি
GSM-এর বৈশিষ্ট্য:
-
সেলুলার নেটওয়ার্ক বিধায় নির্দিষ্ট এলাকায় মোবাইল ফোন GSM-এর সাথে সংযুক্ত হয়।
-
সর্বোচ্চ কভারেজ দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার।
-
অধিকাংশ 2G GSM নেটওয়ার্ক 900 MHz বা 1800 MHz ব্যান্ডে পরিচালিত হয়।
-
হ্যান্ডসেটের ট্রান্সমিশন ক্ষমতা ১–২ ওয়াট।
উৎস:
এসএসসি প্রোগ্রাম, কম্পিউটার শিক্ষা, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
ক্লাউড কম্পিউটিং এ HaaS-এর উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
ব্যবহারকারীদের প্রসেসিং ক্ষমতা এবং ডেটা স্টোরেজ দেওয়া
B
ব্যবহারকারীদের সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল দেওয়া
C
ব্যবহারকারীদের নেটওয়ার্ক নিরাপত্তা নিশ্চিত করা
D
ব্যবহারকারীদের ওয়েব অ্যাপ্লিকেশন চালানোর সুবিধা দেওয়া
সঠিক উত্তর : ক) ব্যবহারকারীদের প্রসেসিং ক্ষমতা এবং ডেটা স্টোরেজ দেওয়া।
ক্লাউড কম্পিউটিং (Cloud Computing):
ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস সরবরাহের পদ্ধতি।
যেমন:
SaaS (Software as a Service) – সফটওয়্যার সেবা:
ব্যবহারকারীদের বাইরে সফটওয়্যার অ্যাপ্লিকেশন সরবরাহ করা হয়। এটি ব্যবসায়িক বা সাধারণ ব্যবহারকারীর জন্য হতে পারে।
HaaS (Hardware as a Service) – হার্ডওয়্যার সেবা:
ব্যবহারকারীদের কম্পিউটার প্রসেসিং এবং ডেটা সংরক্ষণ সুবিধা দেওয়া হয়। ব্যবহারকারী তাদের নিজের অ্যাপ্লিকেশন চালাতে এবং ডেটা সংরক্ষণ করতে পারে।
PaaS (Platform as a Service) – প্ল্যাটফর্ম সেবা:
সফটওয়্যার ডেভেলপারদের জন্য রিমোট কম্পিউটিং ক্যাপাসিটি এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট টুল সরবরাহ করা হয়।
0
Updated: 1 month ago