কী- বোর্ডে Esc কী কাজ করে?
A
কমান্ড বাতিল করা
B
Undo করা
C
Redo করা
D
Document save করা
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: ক) কমান্ড বাতিল করা
গুরুত্বপূর্ণ কীবোর্ড কমান্ডসমূহ:
-
Ctrl + O : ডকুমেন্ট খুলুন
-
Ctrl + N : নতুন ডকুমেন্ট তৈরি করুন
-
Ctrl + S : ডকুমেন্ট সংরক্ষণ করুন
-
Ctrl + W : ডকুমেন্ট বন্ধ করুন
-
Ctrl + C : নির্বাচিত কনটেন্ট কপি করুন
-
Ctrl + V : ক্লিপবোর্ডের কনটেন্ট পেস্ট করুন
-
Ctrl + B : টেক্সটকে বোল্ড করুন
-
Ctrl + I : টেক্সটকে ইতালিক করুন
-
Ctrl + U : টেক্সটকে আন্ডারলাইন করুন
-
Ctrl + [ : ফন্ট সাইজ ১ পয়েন্ট কমান
-
Ctrl + ] : ফন্ট সাইজ ১ পয়েন্ট বাড়ান
-
Ctrl + E : টেক্সট সেন্টার করুন
-
Ctrl + L : টেক্সট বাম দিকে সন্নিবেশ করুন
-
Ctrl + R : টেক্সট ডান দিকে সন্নিবেশ করুন
-
Esc : কমান্ড বাতিল করুন
-
Ctrl + Z : পূর্ববর্তী অ্যাকশন অডু করুন
-
Ctrl + Y : পূর্ববর্তী অ্যাকশন রিডু করুন (যদি সম্ভব)
-
Alt + W : জুম মান সমন্বয় করুন
উৎস: মাইক্রোসফট ওয়েবসাইট
0
Updated: 1 month ago
স্মার্টফোনে NFC ব্যবহার করে কী করা যায়?
Created: 1 month ago
A
দীর্ঘ-দূরত্ব ডেটা ট্রান্সফার
B
কন্ট্যাক্টলেস পেমেন্ট
C
স্যাটেলাইট কল
D
লং-রেঞ্জ ওয়াই-ফাই
NFC (Near Field Communication) হলো একটি শর্ট-রেঞ্জ ওয়্যারলেস প্রযুক্তি (সাধারণত 4 সেমি-এর কম দূরত্বে কাজ করে)। এর মাধ্যমে স্মার্টফোন বা ডিভাইসের মধ্যে খুব কাছাকাছি অবস্থায় কন্ট্যাক্টলেস পেমেন্ট (Google Pay, Apple Pay ইত্যাদি) করা যায়।
NFC:
- NFC এর পূর্ণরুপ Near Field Communication.
- NFC হচ্ছে তারবিহীন যোগাযোগ প্রযুক্তির নাম।
- NFC হলো রেডিও সিগন্যাল ব্যবহার করে খুব কাছাকাছি দূরত্বের দুইটি ডিভাইস বা বস্তুর পরস্পর নিজেদের মধ্যে তারবিহীন ডেটা যোগাযোগ করার এক সেট প্রটোকল।
- এটা ৪ সেন্টিমিটার সর্বোচ্চ ১০ সেন্টিমিটার পর্যন্ত কার্যকর থাকে।
- এই প্রটোকল ব্যবহার করে সর্বোচ্চ ৪২৪ কিলোবিট/সেকেন্ড গতিতে ডেটা বিনিময় করা যায়।
- ২০০৪ সালে সনি, নকিয়া ও ফিলিপস কর্তৃক সমন্বিত প্রচেষ্টার ফল হচ্ছে NFC.
- এটি RFID (Radio Frequency Identification) প্রযুক্তি ব্যবহার করে ১৩.৫৬ মেগাহার্টজ ব্যান্ডে ডাটা যোগাযোগ করে।
0
Updated: 1 month ago
কম্পিউটার প্রসেসরের কর্মক্ষমতা পরিমাপের জন্য MIPS শব্দটির পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Million Instructions Per Second
B
Machine Independent Processing Standard
C
Memory Indexing Performance Scale
D
Mathematical Instruction Processing Set
MIPS-এর পূর্ণরূপ হলো Million Instructions Per Second।
MIPS (Million Instructions Per Second) হলো কম্পিউটারের প্রসেসিং গতি পরিমাপের একটি একক, যা প্রতি সেকেন্ডে সম্পাদিত মিলিয়ন সংখ্যক নির্দেশনা (instructions) বোঝায়। এটি সাধারণত CPU পারফরম্যান্স নির্ধারণের জন্য ব্যবহৃত হয়, বিশেষ করে RISC (Reduced Instruction Set Computing) প্রসেসরগুলোর ক্ষেত্রে।
যদিও MIPS কম্পিউটারের পারফরম্যান্সের একটি সাধারণ নির্দেশক, এটি সবসময় নির্ভুলভাবে কার্যক্ষমতা প্রতিফলিত করে না, কারণ প্রসেসরের কার্যক্ষমতা নির্ভর করে নির্দেশনার ধরন, ক্যাশ মেমোরি, এবং সফটওয়্যার অপ্টিমাইজেশনের ওপর।
0
Updated: 1 month ago
Unicode এর কোড সাইজ কত বিট?
Created: 1 month ago
A
8 বিট
B
16 বিট
C
32 বিট
D
64 বিট
সঠিক তথ্য: Unicode এর কোড সাইজ ১৬ বিট (২ বাইট)
ইউনিকোড (Unicode)
-
উদ্ভাবন: ১৯৯১ সালে Apple ও Xerox-এর প্রকৌশলী দল যৌথভাবে উদ্ভাবন করেন।
-
উদ্দেশ্য: বিশ্বের সব ভাষার অক্ষরকে কম্পিউটারে কোডভুক্ত করা।
-
কোড সাইজ: ২ বাইট বা ১৬ বিট
-
সংখ্যা: ৬৫,৫৩৬ বা ২০টি অদ্বিতীয় চিহ্ন নির্ধারণ করা যায়।
-
বিশেষত্ব: প্রতিটি অক্ষরের ইউনিক নম্বর যেকোনো সিস্টেমে একই থাকে।
-
ইতিহাস: ইউনিকোডের প্রথম সংস্করণ ১৯৯১ সালে প্রকাশিত হয়; সর্বশেষ সংস্করণে ১০০,০০০-এরও বেশি অক্ষর অন্তর্ভুক্ত।
-
ASCII: ইউনিকোডের আগে বিভিন্ন এনকোডিং সিস্টেম ছিল, যেমন ASCII।
উৎস:
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
২। ব্রিটানিকা
0
Updated: 1 month ago