Wi-Fi কোন ফ্রিকোয়েন্সি ব্যবহার করে?
A
0.5 GHz - 2 GHz
B
2.4 GHz - 5 GHz
C
10 GHz - 20 GHz
D
100 MHz - 200 MHz
উত্তরের বিবরণ
সঠিক উত্তর: খ) 2.4 GHz - 5 GHz
Wi-Fi
- Wi-Fi শব্দের পূর্ণ অর্থ হলো Wireless Fidelity (ওয়্যারলেস ফিডেলিটি)।
- Wi-Fi শব্দটি Wi-Fi Alliance নামীয় স্বত্বাধিকারী সংস্থার নির্ধারিত ট্রেডমার্ক।
- ওয়াই-ফাই হলো জনপ্রিয় একটি ওয়্যারলেস নেটওয়ার্কিং প্রযুক্তি, যেটি তারবিহীন উচ্চগতির ইন্টারনেট ও নেটওয়ার্ক সংযোগে বেতার তরঙ্গ ব্যবহার করে।
- ওয়াই-ফাই একটি ওয়ারলেস তারবিহীন LAN স্ট্যান্ডার্ড, যা প্রযুক্তিগতভাবে IEEE 802.11 নামে পরিচিত।
- ইন্টারনেট অ্যাকসেসের জন্য Wi-Fi নেটওয়ার্কযুক্ত এলাকাকে Hotspot বলা হয়।
- ওয়াই-ফাই এর কভারেজ এরিয়া 50 থেকে 200 মিটার পর্যন্ত বিস্তৃত।
- ওয়াই-ফাই এর জনক ভিক্টর ভিক হেইয়েস।
- ওয়াই-ফাই এর ফ্রিকুয়েন্সি 2.4 GHz - 5 GHz।
- ওয়াই-ফাই এর ওয়্যারলেস অ্যাকসেস পয়েন্ট হলো রাউটার।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
0
Updated: 1 month ago
নিচের কোনটি OSI Model-এর সর্বনিম্ন স্তর?
Created: 1 month ago
A
Physical Layer
B
Data Link Layer
C
Network Layer
D
Transport Layer
OSI মডেল হলো একটি নেটওয়ার্ক কমিউনিকেশন মডেল, যা ISO (International Organization for Standardization) কর্তৃক প্রস্তাবিত এবং ৭টি স্তর (Layer) নিয়ে গঠিত। সবচেয়ে নিচের স্তর হলো Physical Layer।
OSI মডেলের ৭টি লেয়ার:
-
Physical Layer: ডেটা বাইনারি সিগন্যাল হিসেবে ট্রান্সমিট করে।
-
Data Link Layer: MAC Address এবং Frame Transmission পরিচালনা করে।
-
Network Layer: IP Addressing এবং প্যাকেট রাউটিং নিয়ন্ত্রণ করে।
-
Transport Layer: End-to-end Communication নিশ্চিত করে, যেমন TCP ও UDP।
-
Session Layer: সেশন কন্ট্রোল এবং ডেটা এক্সচেঞ্জের ব্যবস্থাপনা করে।
-
Presentation Layer: ডেটা এনক্রিপশন, ডিক্রিপশন এবং কম্প্রেশন পরিচালনা করে।
-
Application Layer: ব্যবহারকারী এবং নেটওয়ার্কের মধ্যে ইন্টারফেস তৈরি করে, যেমন HTTP, FTP, SMTP ইত্যাদি।
উৎস:
0
Updated: 1 month ago
নিচের কোন কোম্পানি পাবলিক ক্লাউড সার্ভিস প্রদান করে?
Created: 1 month ago
A
Microsoft Azure
B
Nokia Networks
C
Nintendo Platform
D
Spotify Platform
সঠিক উত্তর: ক) Microsoft Azure
পাবলিক ক্লাউড (Public Cloud)
- পাবলিক ক্লাউড হলো এমন ক্লাউড যা সাধারণ জনগণের জন্য উন্মুক্ত।
- যে টাকা দেবে, সেই সার্ভিস পাবে, এমন ক্লাউডকে বলা হয় পাবলিক ক্লাউড।
- উদাহরণ: আমাজনের EC2।
- সুবিধা: যে কেউ এর সেবা নিতে পারে।
- অসুবিধা: একই জায়গায় একাধিক ক্লায়েন্টের আনাগোনার ফলে নিরাপত্তার সমস্যা হতে পারে।
- Microsoft, Google প্রভৃতি পাবলিক ক্লাউডের অবকাঠামো স্থাপন ও পরিচালনা করে বিভিন্ন ধরনের সার্ভিস প্রদান করে।
পাবলিক ক্লাউড সার্ভিস প্রদানকারী কোম্পানিগুলো হলো:
- Amazon Web Services (AWS),
- Microsoft Azure,
- Google Cloud Platform (GCP)।
0
Updated: 1 month ago
গুগলের প্রধান সার্চ ইঞ্জিন অ্যালগোরিদমের নাম কী?
Created: 1 month ago
A
PageRank
B
EdgeRank
C
Timeline
D
NewsFeed
PageRank হলো গুগলের মূল সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম, যা Larry Page এবং Sergey Brin (Google-এর প্রতিষ্ঠাতা) তৈরি করেছিলেন। এটি ওয়েবসাইট বা ওয়েবপেজের লিংক স্ট্রাকচার বিশ্লেষণ করে নির্ধারণ করে কোন পেজ কতটা গুরুত্বপূর্ণ।
Google:
- ল্যারি পেইজ এবং সার্জে ব্রেইন ১৯৯৮ সালে আমেরিকান সার্চ ইঞ্জিন কোম্পানি গুগল প্রতিষ্ঠা করেন।
- বর্তমান CEO: Sundar Pichai (Oct 2, 2015 - present)
- গুগল শব্দটির উৎপত্তি 'গুগোল' (googol) থেকে- যা একটি বিশেষ সংখ্যার নাম।
- গুগল ও আলফাবেটের কর্পোরেট হেডকোয়ার্টার কমপ্লেক্সের নাম হচ্ছে গুগলপ্লেক্স।
- গুগলপ্লেক্স মাউন্টেইন ভিউ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে অবস্থিত।
- গুগলের সার্ভিসসমূহ: Google Nest, Drive, Google Maps, Google Workspace, Chrome, Gmail, Android, Google Assistant, YouTube, Google Keep, Google Meet, Google Photos, Chromebook, AdSense প্রভৃতি।
অন্যদিকে,
EdgeRank হলো Facebook-এর News Feed অ্যালগোরিদম।
Timeline ও NewsFeed সোশ্যাল মিডিয়া (Facebook)-এর সাথে সম্পর্কিত।
0
Updated: 1 month ago