A
আলফ্রেড ওয়েগেনার
B
চার্লস ডারউইন
C
আইজ্যাক নিউটন
D
নিকোলাস কোপার্নিকাস
উত্তরের বিবরণ
টেকটোনিক প্লেট (Tectonic Plate)
পরিচিতি
-
আলফ্রেড ওয়েগেনার (Alfred Wegener) ১৯১২ সালে মহাদেশীয় সঞ্চালন তত্ত্ব (Continental Drift Theory) প্রস্তাব করেন।
-
পরবর্তীতে এই তত্ত্ব থেকে জন্ম নেয় টেকটোনিক প্লেট তত্ত্ব।
-
তত্ত্ব অনুযায়ী, পৃথিবীর ভূ-পৃষ্ঠ বিশাল পাথরের প্লেট দ্বারা গঠিত, যা ধীরে ধীরে সরে যায়।
-
টেকটোনিক প্লেটের গতি ভূমিকম্প, আগ্নেয়গিরি, এবং পাহাড় গঠনের জন্য দায়ী।
টেকটোনিক প্লেটের বৈশিষ্ট্য
-
প্লেট হলো পৃথিবীর অভ্যন্তরের গলিত অংশের সবচেয়ে বাইরের আবরণ।
-
এর উপরে পৃথিবীর সব ভূ-গঠন অবস্থান করছে।
-
১৯১২ সালে ওয়েগেনারের মহীসঞ্চারণ তত্ত্ব অনুসারে, এক সময় সব মহাদেশ মিলিত ছিল, যা প্যানজিয়া (Pangaea) নামে পরিচিত।
-
ভূ-ত্বক প্রধানত ৭টি বড় এবং কয়েকটি ছোট গতিশীল প্লেট দ্বারা গঠিত।
প্রধান ৭টি টেকটোনিক প্লেট
-
ইউরেশীয় প্লেট (Eurasian Plate)
-
উত্তর আমেরিকান প্লেট (North American Plate)
-
দক্ষিণ আমেরিকান প্লেট (South American Plate)
-
আফ্রিকান প্লেট (African Plate)
-
অ্যান্টার্কটিক প্লেট (Antarctic Plate)
-
ভারত-অস্ট্রেলীয় প্লেট (Indo-Australian Plate)
-
প্রশান্ত মহাসাগরীয় প্লেট (Pacific Plate)
উৎস: ভূগোল, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago
যদি একটি লেন্সের ফোকাস দূরত্ব ২ মিটার হয়, তবে তার ক্ষমতা কত হবে?
Created: 2 days ago
A
০.২ ডায়াপ্টর
B
০.৫ ডায়াপ্টর
C
২.০ ডায়াপ্টর
D
৫.০ ডায়াপ্টর
সাধারণ বিজ্ঞান
প্রাথমিক তথ্য
বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা
লেন্স
সময়, দূরত্ব ও গতিবেগ (Time, distance & speed)
সাধারণ জ্ঞান
No subjects available.
লেন্সের ক্ষমতা (Power of a Lens)
-
উত্তল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অভিসারী করে একটি বিন্দুতে মিলিত করে।
-
অবতল লেন্স প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মিগুচ্ছকে অপসারী করে; ফলে মনে হয় রশ্মিগুলো কোনো নির্দিষ্ট বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে।
-
আলোকরশ্মিকে অভিসারী বা অপসারী করার ক্ষমতাকে লেন্সের ক্ষমতা বলা হয়।
সংজ্ঞা:
এখানে, হলো লেন্সের ফোকাস দূরত্ব (মিটারে) এবং ক্ষমতার একক হলো ডায়াপ্টর (D)।
উদাহরণ
-
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ২ মিটার হলে,
-
লেন্সের ক্ষমতা ধনাত্মক (+) অথবা ঋণাত্মক (–) হতে পারে।
ব্যাখ্যা
-
→ লেন্সটি উত্তল, এবং এটি আলোকরশ্মিগুচ্ছকে প্রধান অক্ষের ১ মিটার দূরে মিলিত করবে।
-
→ লেন্সটি অবতল, এবং এটি আলোকরশ্মিগুচ্ছকে এমনভাবে অপসারী করবে যেন সেগুলো লেন্স থেকে ½ মিটার বা ৫০ সেমি দূরের একটি বিন্দু থেকে আসছে বলে মনে হয়।
উৎস: বিজ্ঞান, নবম–দশম শ্রেণি

0
Updated: 2 days ago
রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গেলে কোনটি খাওয়া উচিত নয়?
Created: 1 month ago
A
বেলে মাছ
B
পালং শাক
C
খাশির মাংস
D
মুরগির মাংস
রেড মিট বলতে সাধারণত গরু বা খাসির মাংসকে বোঝানো হয়। এই ধরণের মাংসে কোলেস্টেরলের মাত্রা বেশি হওয়ায় যাদের রক্তে কোলেস্টেরল বেড়ে গেছে, তাদের জন্য এটি পরিহার করাই উত্তম। রেড মিটে উল্লেখযোগ্য পরিমাণে সোডিয়াম থাকে,
যা রক্তচাপ বৃদ্ধির একটি কারণ হিসেবে কাজ করে। আর একবার উচ্চ রক্তচাপ দেখা দিলে তা থেকে হৃদরোগ, স্ট্রোক এমনকি কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে। এছাড়া, রেড মিটের অতিরিক্ত কোলেস্টেরল ধমনিতে জমে রক্ত চলাচলে বাধা সৃষ্টি করতে পারে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
তথ্যসূত্র: বিবিসি

0
Updated: 1 month ago
তাপ পরিমাপের যন্ত্র কোনটি?
Created: 2 days ago
A
ভোল্টমিটার
B
থার্মোমিটার
C
ক্যালরিমিটার
D
অ্যামিটার
সাধারণ বিজ্ঞান
জৈব রসায়ন
তাপ ও তাপগতিবিদ্যা
প্রাথমিক তথ্য
বিজ্ঞান সংক্রান্ত পরিভাষা
সাধারণ জ্ঞান
No subjects available.
তাপ (Heat) এবং তাপমাত্রা (Temperature)
1️⃣ তাপ (Heat)
-
সংজ্ঞা: বস্তুর বা পদার্থের অণুসমূহের অভ্যন্তরস্থ গতির সঙ্গে সম্পর্কিত শক্তি, যা ঠান্ডা ও গরমের অনুভূতি সৃষ্টি করে।
-
এস.আই একক: জুল (J)
-
অন্যান্য একক: ক্যালরি (Cal), যা বিশেষ করে পুষ্টি বিজ্ঞানে ব্যবহৃত হয়।
-
পরিমাপের যন্ত্র: ক্যালরিমিটার
-
বৈশিষ্ট্য:
-
তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না।
-
দুটি বস্তুর তাপ সমান হলেও, তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে।
-
2️⃣ তাপমাত্রা (Temperature)
-
সংজ্ঞা: বস্তুর তাপীয় অবস্থা, যা এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপ প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
এস.আই একক: কেলভিন (K)
-
প্রচলিত একক: সেলসিয়াস (°C) ও ফারেনহাইট (°F)
-
পরিমাপের যন্ত্র: থার্মোমিটার
-
বৈশিষ্ট্য:
-
তাপমাত্রার উপর নির্ভর করে তাপের প্রবাহ।
-
দুটি বস্তুর তাপমাত্রা সমান হলেও, তাতে থাকা তাপের পরিমাণ ভিন্ন হতে পারে।
-
3️⃣ অন্যান্য পরিমাপ যন্ত্র
-
থার্মোমিটার → তাপমাত্রা পরিমাপ করে
-
ভোল্টমিটার → বিভব পার্থক্য (Voltage) পরিমাপ করে
-
অ্যামিটার → বিদ্যুৎ প্রবাহ (Current) পরিমাপ করে
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 2 days ago