গ্রিনহাউস প্রভাবের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি?
A
কার্বন ডাই-অক্সাইড
B
মিথেন
C
নাইট্রাস অক্সাইড
D
ওজোন
উত্তরের বিবরণ
কার্বন ডাই-অক্সাইড (CO₂) বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস, যা বৈশ্বিক উষ্ণায়নে সর্বাধিক ভূমিকা রাখে।
গ্রিনহাউস গ্যাস:
- যেসব গ্যাস পৃথিবীর বায়ুমণ্ডলে থেকে তাপ শোষণ করে এবং তা পুনরায় বিকিরণ করে, ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায় সেসব গ্যাস কে গ্রিনহাউস গ্যাস বলা হয়।
- গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কার্বন ডাই অক্সাইড (CO2) সবচেয়ে উল্লেখযোগ্য।
• কার্বন ডাই-অক্সাইড (CO2) হলো অন্যতম প্রধান গ্রিনহাউস গ্যাস।
- জীবাশ্ম জ্বালানি পোড়ালে কার্বন ডাই-অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। প্রতি বছর জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে ২১.৩ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড তৈরি হয়।
- এছাড়া এটি বন উজাড়ের কারণে ও শিল্পকারখানা থেকে নির্গত গ্যাসের কারণেও সৃষ্টি হয়।
• কার্বন ডাই-অক্সাইড ছাড়া অন্য গ্রিনহাউস গ্যাস গুলো হলো -
- মিথেন (CH4),
- নাইট্রাস অক্সাইড (N2O),
- জলীয় বাষ্প (H2O vapor),
- ক্লোরোফ্লুরোকার্বন (CFCs) ।
0
Updated: 1 month ago
গ্রিনহাউস প্রতিক্রিয়ার ফলে বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে?
Created: 2 months ago
A
ওজোন
B
কার্বন ডাই-অক্সাইড
C
অক্সিজেন
D
কার্বন মনো-অক্সাইড
পরিবেশ দূষণ (Environmental Pollution)
-
পরিবেশ দূষণ হলো সেই অবস্থা যখন প্রাকৃতিক বা মানবসৃষ্ট পদার্থ পরিবেশকে বিষময় করে, ফলে জীবজগতের উপর ক্ষতিকর প্রভাব পড়ে।
-
মাটি, পানি, বায়ু প্রভৃতি প্রাকৃতিক উপাদানের ভৌত, রাসায়নিক ও জৈব পরিবর্তন পরিবেশ দূষণের প্রধান কারণ।
-
দূষিত পদার্থের বৃদ্ধির ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয় এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হয়।
-
মানব কর্মকাণ্ডের কারণে ধরিত্রী ক্ষতিগ্রস্থ হচ্ছে। যেমন:
-
জনসংখ্যা বৃদ্ধি ও নগরায়ন
-
অপরিকল্পিত শিল্পায়ন
-
বনজ সম্পদ ধ্বংস
-
বর্জ্য ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা দুর্বল
-
নদী-নালা, খাল-বিল ভরাট
-
ইটভাটা, ভূমিক্ষয়
-
যানবাহন ও রাসায়নিক সার, কীটনাশক অতিরিক্ত ব্যবহার
-
জলবায়ু পরিবর্তনের প্রভাব (Effects of Climate Change)
-
অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়ন জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ।
-
গ্রিনহাউস প্রভাবের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, তাপমাত্রা বাড়ে, হিমালয়ের বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়।
-
ফলে উপকূলবর্তী দেশসমূহ (বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, শ্রীলংকা ইত্যাদি) ক্ষতিগ্রস্ত হবে।
-
ভবিষ্যৎ প্রভাব:
-
সমুদ্রপৃষ্ঠের উঁচু হওয়ার ফলে ভূমি বিলীন হওয়া
-
জীবন ও সম্পদের ক্ষতি
-
খরা, নদীর প্রবাহ হ্রাস, ঘূর্ণিঝড়, বন্যা, জলোচ্ছ্বাস
-
পানযোগ্য পানির অভাব
-
মৎস্য সম্পদ ক্ষয়
-
ফসল উৎপাদন হ্রাস
-
অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মারাত্মক ক্ষতি
-
উৎস: গার্হস্থ্য বিজ্ঞান প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
গ্রিন হাউজ প্রতিক্রিয়া এই দেশের জন্য ভয়াবহ আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে-
Created: 3 months ago
A
সমুদ্রতলের উচ্চতা বেড়ে যেতে পারে
B
বৃষ্টিপাতের পরিমাণ কমে যেতে পারে
C
নদ-নদীর পানি কমে যেতে পারে
D
ওজোন স্তরের ক্ষতি নাও হতে পারে
[গ্রিনহাউজ প্রতিক্রিয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাবে। এতে করে মেরু অঞ্চলসহ পৃথিবীর অন্যান্য স্থানে সঞ্চিত থাকা বরফ গলতে শুরু করবে। যার কারণে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি পাবে। ফলশ্রুতিতে বাংলাদেশসহ পৃথিবীর স্থলভাগের অনেক নিম্নভূমি সমুদ্রের পানিতে নিমজ্জিত হবে।]
গ্রিনহাউজ প্রতিক্রিয়া ও তার প্রভাব
পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে, যার প্রধান কারণ গ্রিনহাউজ প্রতিক্রিয়া। এই প্রতিক্রিয়ার ফলে মেরু অঞ্চলসহ পৃথিবীর অন্যান্য ঠান্ডা অঞ্চলে জমে থাকা বরফ গলতে শুরু করে। এর ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যায় এবং বাংলাদেশসহ পৃথিবীর অনেক নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়ে।
গ্রিনহাউজ প্রভাব কী?
গ্রিনহাউজ একটি স্বচ্ছ কাঁচের তৈরি ঘর, যেখানে কৃত্রিমভাবে একটি নিয়ন্ত্রিত পরিবেশ সৃষ্টি করে গাছপালা উৎপাদন করা হয়। সূর্যের আলো এই ঘরের ভিতরে প্রবেশ করলে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়, কিন্তু সেই তাপ সহজে বাইরে বের হতে পারে না। ফলে ঘরের ভেতর উষ্ণ পরিবেশ সৃষ্টি হয়।
পৃথিবীকেও একধরনের প্রাকৃতিক গ্রিনহাউজ বলা যায়। সূর্য থেকে আগত তাপ পৃথিবীর পৃষ্ঠে পড়ে এবং কিছু অংশ ফিরে যেতে চাইলেও, গ্রিনহাউজ গ্যাসগুলোর কারণে তা পুরোপুরি বের হতে পারে না। এর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই তাপমাত্রা বাড়ার প্রক্রিয়াকেই গ্রিনহাউজ প্রতিক্রিয়া বলা হয়।
বৈশ্বিক উষ্ণায়ন ও গ্রিনহাউজ গ্যাস
পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধির ঘটনাকে বৈশ্বিক উষ্ণায়ন বলা হয়, যা মূলত গ্রিনহাউজ প্রভাবের একটি ফলাফল। বিভিন্ন গ্রিনহাউজ গ্যাস যেমন—কার্বন ডাই-অক্সাইড (CO₂), মিথেন (CH₄), নাইট্রাস অক্সাইড (N₂O), ক্লোরোফ্লোরো কার্বন (CFC), ওজোন (O₃) ও জলীয়বাষ্প এই উষ্ণায়নের জন্য দায়ী।
উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 3 months ago
মাথাপিছু গ্রিণ হাউজ গ্যাস উদগীরণে সবচেয়ে বেশি দায়ী কোন দেশটি?
Created: 1 week ago
A
রাশিয়া
B
যুক্তরাষ্ট্র
C
ইরান
D
জার্মানি
0
Updated: 1 week ago