A
Bacillus thuringiensis
B
Lactobacillus
C
Bacillus megaterium
D
Escherichia coli
উত্তরের বিবরণ
Bacillus thuringiensis (Bt)
পরিচিতি
-
Bacillus thuringiensis (Bt) একটি গ্রাম-পজিটিভ ব্যাকটেরিয়া, যা মাটিতে বাস করে।
-
এটি প্রাকৃতিকভাবে কিছু কীটপতঙ্গের জন্য বিষাক্ত প্রোটিন (Bt toxin) উৎপাদন করে।
-
কৃষিক্ষেত্রে এটি জৈব পতঙ্গনাশক (biopesticide) হিসেবে ব্যবহার করা হয়।
-
Bt toxin মূলত কীটপতঙ্গের লার্ভা বা শূককীটকে ধ্বংস করে, ফলে শস্য ক্ষতি থেকে রক্ষা পায়।
ব্যাকটেরিয়া (Bacteria) সংক্রান্ত তথ্য
-
শব্দের উৎস: গ্রিক শব্দ Bakterion অর্থাৎ ‘ছোট রড’।
-
ব্যাকটেরিয়া ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব, এককোষী এবং আদিকোষী।
-
কোষের জড় কোষ প্রাচীর থাকে।
-
মানবদেহে ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট কিছু রোগ: যক্ষ্মা, নিউমোনিয়া, কলেরা, টাইফয়েড, ডিপথেরিয়া, আমাশয়, হুপিংকাশি ইত্যাদি।
ইতিহাস ও গবেষণা
-
অ্যান্টনি ভ্যান লীউয়েনহুক: ব্যাকটেরিওলজি ও প্রোটোজুওলজির জনক।
-
এরেনবার্গ (১৮২৯): ক্ষুদ্রজীবদের ব্যাকটেরিয়া নামে পরিচয় দেন।
-
লুই পাস্তুর (১৮৬৯): ব্যাকটেরিয়ার ওপর ব্যাপক গবেষণা এবং ব্যাকটেরিইয়া তত্ত্ব প্রতিষ্ঠা করেন।
বৈশিষ্ট্য ও ব্যবহার
-
Gram-positive এবং মাটিতে বসবাসকারী।
-
Bt toxin উৎপাদন করে, যা নির্দিষ্ট পোকামাকড়ের লার্ভা ধ্বংস করে।
-
জৈব পতঙ্গনাশক হিসেবে ব্যবহার করা হয়, কারণ এটি পরিবেশবান্ধব এবং নির্দিষ্ট কীটপতঙ্গের উপর কার্যকর।
উৎস: জীববিজ্ঞান ১ম পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, ড. মোহাম্মদ আবুল হাসান।

0
Updated: 1 day ago
কোনটি ব্যাকটেরিয়াজনিত রোগ?
Created: 2 days ago
A
জলাতঙ্ক
B
ডিপথেরিয়া
C
হাম
D
ইনফ্লুয়েঞ্জা
ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগসমূহ:
১। ব্যাকটেরিয়া জনিত রোগ (Bacterial diseases):
-
ব্যাকটেরিয়ার সংক্রমণের ফলে সৃষ্ট রোগকে ব্যাকটেরিয়া জনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য রোগসমূহ:
-
যক্ষ্মা
-
ডিপথেরিয়া
-
হুপিংকাশি
-
ধনুষ্টংকার (টিটেনাস)
-
মেনিনজাইটিস
-
কলেরা
-
গনোরিয়া
-
সিফিলিস
-
টাইফয়েড
-
আমাশয়
-
প্লেগ
-
কুষ্ঠ
-
২। ভাইরাস জনিত রোগ (Viral diseases):
-
ভাইরাস সংক্রমণের ফলে সৃষ্ট রোগকে ভাইরাস জনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য রোগসমূহ:
-
জন্ডিস
-
পোলিও
-
জলাতঙ্ক
-
কোভিড-১৯
-
হার্পিস
-
দাদ
-
গুটি বসন্ত
-
জল বসন্ত
-
হাম
-
মাম্পস
-
ইনফ্লুয়েঞ্জা
-
বার্ড ফ্লু
-
সোয়াইন ফ্লু
-
উল্লেখ্য:
-
নিউমোনিয়া রোগটি ভাইরাস, ব্যাকটেরিয়া এবং অন্যান্য অণুজীব দ্বারা সংক্রমিত হতে পারে।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।

0
Updated: 2 days ago
ব্যাকটেরিয়ার কোষে নিচের কোনটি উপস্থিত?
Created: 6 days ago
A
প্লাসটিড
B
মাইটোকন্ড্রিয়া
C
নিউক্লিওলাস
D
ক্রোমাটিন বস্তু
আদিকোষ (Prokaryotic Cell)
ব্যাকটেরিয়ার কোষগুলোকে আদিকোষ বলা হয়।
-
এ ধরনের কোষে কোনো সুগঠিত নিউক্লিয়াস (nucleus) থাকে না। এ কারণেই এগুলোকে আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়।
-
আদিকোষে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি ঝিল্লীবদ্ধ অঙ্গাণু থাকে না। তবে এতে রাইবোজোম এবং ক্রোমাটিন থাকে।
-
ক্রোমাটিনে কেবল DNA সংরক্ষিত থাকে।
-
ব্যাকটেরিয়ার কোষ সাধারণত জড় কোষপ্রাচীরবিশিষ্ট এককোষী অণুজীব।
সাধারণ বৈশিষ্ট্য:
-
ব্যাকটেরিয়ার আকার প্রায় 0.2–50 মাইক্রোমিটার।
-
এরা আণুবীক্ষণিক (Microscopic) প্রাণী।
-
এগুলো এককোষী, তবে অনেকগুলো কোষ কলোনি বা দলবদ্ধভাবে থাকতে পারে।
-
কোষ প্রাককেন্দ্রিক (Prokaryotic), অর্থাৎ রাইবোজোম ছাড়া অন্য কোনো ঝিল্লীবদ্ধ অঙ্গাণু যেমন নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি, লাইসোসোম, সাইটোস্কেলেটন ইত্যাদি থাকে না।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 6 days ago