A
থ্যালামাস
B
হাইপোথ্যালামাস
C
মেডুলা অবলংগাটা
D
পনস
উত্তরের বিবরণ
মেডুলা অবলংগাটা (Medulla Oblongata)
পরিচিতি
-
মেডুলা অবলংগাটা মস্তিষ্কের ব্রেইনস্টেম অংশের একটি গুরুত্বপূর্ণ অংশ।
-
এটি মানুষের মস্তিষ্কের সবচেয়ে পেছনের দিকের অংশ, পনসের নিচে এবং সুষুম্নাকাণ্ডের সম্মুখ প্রান্তের সাথে সংযুক্ত।
-
আকৃতি: পিরামিডের মতো দন্ডাকার।
-
লম্বা ≈ ৩ সেমি
-
চওড়া ≈ ২ সেমি
-
স্থূলতা ≈ ১.২ সেমি
-
অবস্থান
-
মস্তিষ্কের পশ্চাৎ অংশে তিনটি প্রধান অংশের মধ্যে একটি:
-
সেরেবেলাম
-
মেডুলা অবলংগাটা
-
পনস
-
কাজ
-
স্বয়ংক্রিয় ক্রিয়ার নিয়ন্ত্রণ
-
হৃৎস্পন্দন, শ্বাস-প্রশ্বাস, গলাধঃকরণ, কাশি, রক্তবাহিকার সঙ্কোচন, লালাক্ষরণ ইত্যাদি।
-
-
দেহীয় প্রক্রিয়ার নিয়ন্ত্রণ
-
বমন, মল-মূত্রত্যাগ, রক্তচাপ, পৌষ্টিকনালির পেরিস্ট্যালসিস।
-
-
যোগসূত্র সৃষ্টি
-
সুষুমাকান্ড ও মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন।
-
-
স্নায়ুর উৎসস্থল
-
IX, X, XI ও XII নং ক্র্যানিয়াল স্নায়ুর উৎসস্থল এবং সংশ্লিষ্ট কাজের নিয়ন্ত্রণ।
-
অতিরিক্ত তথ্য
-
ব্রেইনস্টেম (Brain Stem): মধ্যমস্তিষ্ক, পনস এবং মেডুলা অবলংগাটাকে একত্রে বলা হয়।
উৎস: জীববিজ্ঞান ২য় পত্র, একাদশ ও দ্বাদশ শ্রেণি, গাজী আজমল।

0
Updated: 1 day ago
মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ?
Created: 2 weeks ago
A
স্নায়ুতন্ত্রের
B
রেচনতন্ত্রের
C
পরিপাকতন্ত্রের
D
শ্বাসতন্ত্রের
স্নায়ুটিস্যু বা নার্ভ টিস্যু
প্রাণীদেহে এমন এক বিশেষ কলা আছে, যা বাইরের বা ভেতরের পরিবেশ থেকে আসা উদ্দীপনা অনুভব করে এবং তার উপযুক্ত সাড়া প্রদান করে। একে বলা হয় স্নায়ুটিস্যু (Nervous tissue)।
উদাহরণ: মস্তিষ্ক, সুষুম্না কাণ্ড।
-
স্নায়ুটিস্যুর মৌলিক একক হলো নিউরন (স্নায়ুকোষ)।
-
মস্তিষ্ক অসংখ্য নিউরনের সমষ্টি।
-
প্রতিটি নিউরন আবার তিনটি প্রধান অংশে বিভক্ত—
-
কোষদেহ (Cell body)
-
ডেনড্রন (Dendron)
-
অ্যাক্সন (Axon)
-
স্নায়ুটিস্যুর কাজ
✔️ দেহের বিভিন্ন ইন্দ্রিয় ও সংবেদন অঙ্গ থেকে পাওয়া উদ্দীপনা মস্তিষ্কে প্রেরণ করে।
✔️ মস্তিষ্ক সেই সংকেত গ্রহণ করে এবং দেহের কার্যকর অঙ্গকে সাড়া দিতে বলে।
যেমন: মশা কামড়ালে ত্বক সেই সংকেত মস্তিষ্কে পাঠায় → মস্তিষ্ক হাতকে জানায় → হাত মশা মারতে নড়ে।
✔️ প্রাপ্ত অভিজ্ঞতা বা উদ্দীপনাকে স্মৃতিতে সংরক্ষণ করে।
✔️ দেহের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপে সমন্বয় সাধন করে।
উৎস: বিজ্ঞান, সপ্তম শ্রেণি

0
Updated: 2 weeks ago