লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
A
শায়েস্তা খান
B
শাহ সুজা
C
টিপু সুলতান
D
ইসলাম খান
উত্তরের বিবরণ
লালবাগ কেল্লা
লালবাগ কেল্লা ঢাকা শহরের পুরাতন অংশ, লালবাগ এলাকায় অবস্থিত। এই কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ কর্তৃক। কিছু সময়ের জন্য নির্মাণ কাজ বন্ধ থাকলেও, ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় কাজ শুরু করেন এবং কেল্লাটি সম্পূর্ণ করেন।
লালবাগ কেল্লার ভিতরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজারও রয়েছে।
১৯১০ সালে এটি প্রত্নতত্ত্ব নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
কেল্লাটির প্রাথমিক নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। যেহেতু এটি লালবাগ এলাকায় অবস্থিত, তাই পরবর্তীতে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
তথ্যসূত্র: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
Created: 5 months ago
A
শায়েস্তা খান
B
শাহ সুজা
C
টিপু সুলতান
D
ইসলাম খান
লালবাগ কেল্লা
লালবাগ কেল্লা ঢাকা শহরের পুরাতন অংশ, লালবাগ এলাকায় অবস্থিত। এই কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ কর্তৃক। কিছু সময়ের জন্য নির্মাণ কাজ বন্ধ থাকলেও, ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় কাজ শুরু করেন এবং কেল্লাটি সম্পূর্ণ করেন।
লালবাগ কেল্লার ভিতরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজারও রয়েছে।
১৯১০ সালে এটি প্রত্নতত্ত্ব নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
কেল্লাটির প্রাথমিক নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। যেহেতু এটি লালবাগ এলাকায় অবস্থিত, তাই পরবর্তীতে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
তথ্যসূত্র: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইট।
0
Updated: 5 months ago
বাংলার কোন সুবাদার মগ দস্যুদের বিতাড়িত করে চট্টগ্রাম জয় করেন?
Created: 1 month ago
A
ইব্রাহিম খান
B
কাসিম খান
C
শায়েস্তা খান
D
ইসলাম খান মাসহাদী
শায়েস্তা খান ছিলেন ইরানি বংশোদ্ভূত একজন প্রখ্যাত মোগল সুবাদার। তাঁর প্রকৃত নাম আবু তালিব, এবং মুঘল সম্রাট জাহাঙ্গীর তাঁকে শায়েস্তা খান উপাধি প্রদান করেন। শায়েস্তা খান সম্রাট আওরঙ্গজেবের মামা ছিলেন।
-
১৬৬৩ খ্রিস্টাব্দে বাংলার সুবাদার মীর জুমলার মৃত্যু এর পর ১৬৬৪ খ্রিস্টাব্দে আওরঙ্গজেব তাঁকে বাংলার সুবাদার হিসেবে নিযুক্ত করেন।
-
শায়েস্তা খান প্রথমবার বাংলায় আসার সময় ৬৩ বছর বয়সী ছিলেন এবং দুই দফায় মোট ২২ বছর বাংলায় শাসন করেন।
বিজয়াভিযান:
-
শায়েস্তা খানের অন্যতম উল্লেখযোগ্য বিজয়াভিযান ছিল চট্টগ্রাম পুনর্দখল।
-
১৪৫৯ সালে আরাকান রাজ চট্টগ্রামকে বাংলার সুলতানদের নিকট থেকে দখল করেছিল। শায়েস্তা খান এই অঞ্চল পুনর্দখলের জন্য সেনাবাহিনী প্রেরণ করেন।
-
তাঁর সেনাবাহিনী সন্দ্বীপ দখল করে চট্টগ্রামের দিকে এগিয়ে যায়। চট্টগ্রামের মগ-রাজা ও স্থানীয় পর্তুগিজদের মধ্যে বিবাদ বাঁধে, এবং পর্তুগিজরা নোয়াখালিতে আশ্রয় নেয়।
-
শায়েস্তা খান ফিরিঙ্গী নেতাকে নিজের বাহিনীতে অন্তর্ভুক্ত করেন।
-
১৬৬৫ সালের ডিসেম্বর মাসে, ফিরিঙ্গীদের ৪০টি রণতরীসহ ইবনে হুসাইনের নেতৃত্বে বিশাল নৌবাহিনী চট্টগ্রামে আক্রমণ করে এবং আরাকান বাহিনী পরাজিত হয়।
-
২৬ জানুয়ারি ১৬৬৬ খ্রিস্টাব্দে বুজুর্গ উমেদ খান বিজয়ীর বেশে চট্টগ্রামে প্রবেশ করেন। দীর্ঘদিন এখানকার শাসন শেষে তিনি দিল্লিতে ফিরে যাওয়ার জন্য সম্রাটের অনুমতি প্রার্থনা করেন, যা মঞ্জুর হয়।
শাসনকাল ও অবদান:
-
শায়েস্তা খানের শাসনামলে টাকায় আট মণ চাল পাওয়া যেত।
-
তিনি নির্মাণ করেন লালবাগ কেল্লা, শায়েস্তা খান মসজিদ, ছোট কাটরা, সাত গম্বুজ মসজিদ প্রভৃতি স্থাপনা।
-
১৬৯৪ খ্রিস্টাব্দে, ৯৪ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।
উৎস:
0
Updated: 1 month ago
লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
Created: 5 months ago
A
শায়েস্তা খান
B
শাহ সুজা
C
টিপু সুলতান
D
ইসলাম খান
লালবাগ কেল্লা
লালবাগ কেল্লা ঢাকা শহরের পুরাতন অংশ, লালবাগ এলাকায় অবস্থিত। এই কেল্লার নির্মাণ কাজ শুরু হয় ১৬৭৮ সালে সুবাদার আজম শাহ কর্তৃক। কিছু সময়ের জন্য নির্মাণ কাজ বন্ধ থাকলেও, ১৬৮০ সালে শায়েস্তা খান পুনরায় কাজ শুরু করেন এবং কেল্লাটি সম্পূর্ণ করেন।
লালবাগ কেল্লার ভিতরে শায়েস্তা খানের কন্যা পরীবিবির মাজারও রয়েছে।
১৯১০ সালে এটি প্রত্নতত্ত্ব নিদর্শনের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
কেল্লাটির প্রাথমিক নাম ছিল কেল্লা আওরঙ্গবাদ। যেহেতু এটি লালবাগ এলাকায় অবস্থিত, তাই পরবর্তীতে এর নামকরণ করা হয় লালবাগ কেল্লা।
তথ্যসূত্র: প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওয়েবসাইট।
0
Updated: 5 months ago