A
এফবিসিসিআই
B
বিজিএমইএ
C
ডিসিসিআই
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ

0
Updated: 1 day ago
মুক্তিযুদ্ধের সময়ে 'হেমায়েত বাহিনী' কোন অঞ্চলে যুদ্ধ করে?
Created: 2 weeks ago
A
টাঙ্গাইল
B
মাগুরা
C
পাবনা
D
বরিশাল
বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলী
মুক্তিযুদ্ধে সাত বীরশ্রেষ্ঠ
মুক্তিযুদ্ধের রণকৌশল
যুক্তফ্রন্ট
No subjects available.
আঞ্চলিক বাহিনী (মুক্তিযুদ্ধের সময়)
সেক্টর এলাকার বাইরে আঞ্চলিক পর্যায়ে গঠিত গুরুত্বপূর্ণ মুক্তিবাহিনী ও গেরিলা দলসমূহ:
বাহিনীর নাম | স্থান/অঞ্চল |
---|---|
কাদেরিয়া বাহিনী | টাঙ্গাইল |
আফসার ব্যাটালিয়ন | ভালুকা, ময়মনসিংহ |
বাতেন বাহিনী | টাঙ্গাইল |
হেমায়েত বাহিনী | গোপালগঞ্জ, বরিশাল |
হালিম বাহিনী | মানিকগঞ্জ |
আকবর বাহিনী | মাগুরা |
লতিফ মীর্জা বাহিনী | সিরাজগঞ্জ, পাবনা |
জিয়া বাহিনী | সুন্দরবন |
ঢাকার গেরিলা দল (‘ক্র্যাক প্লাটুন’) | ঢাকা শহর |
-
ঢাকার গেরিলা দল প্রধানত শহরের বড় বড় স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ব্যাংক ও টেলিভিশন ভবনে বোমা বিস্ফোরণ ঘটাত।
তথ্যসূত্র: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি

0
Updated: 2 weeks ago
URL এর পূর্ণরূপ-
Created: 17 hours ago
A
Uniform Resource Link
B
Universal Resource Link
C
Uniform Resource Locator
D
Unified Resource Locator
URL (Uniform Resource Locator)
-
পূর্ণরূপ: Uniform Resource Locator
-
সংজ্ঞা: কোনো ওয়েবসাইট বা ওয়েবপেজের পূর্ণাঙ্গ ঠিকানাকে URL বলে।
-
অংশসমূহ: একটি URL সাধারণত তিনটি প্রধান অংশে বিভক্ত—
১) প্রটোকল নাম (Protocol name): কোন প্রোটোকল ব্যবহার করে রিসোর্সে প্রবেশ করা হবে (যেমন:http
,https
,ftp
)।
২) হোস্টনেইম (Hostname): যে সার্ভারে ওয়েবসাইট হোস্ট করা আছে তার ডোমেইন নাম বা আইপি ঠিকানা।
৩) ফাইলের নাম/পাথ (File name/Path): সার্ভারের ভেতরে নির্দিষ্ট ফাইল বা রিসোর্সের অবস্থান।
উদাহরণ:http://www.google.com/maps
-
http:
→ প্রটোকল নাম -
www.google.com
→ হোস্টনেইম -
maps
→ ফাইলের নাম/পাথ
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 17 hours ago
অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে, টাকার অঙ্কে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে?
Created: 1 day ago
A
ভারত
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
দেশভিত্তিক আমদানি (বাংলাদেশ – অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী)
আমদানি রিপোর্ট
-
চীন: ১২,৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ মিলিয়ন মার্কিন ডলার (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫১%)
-
মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (৩.৩৬%)
-
সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৫%)
-
জাপান: ১,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার (৩.০৫%)
-
দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন মার্কিন ডলার (১.৭০%)
গুরুত্বপূর্ণ তথ্য
-
টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন থেকে।
-
দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় ভারত থেকে।
-
আমদানির ক্ষেত্রে ট্যারিফ অপারেটিভ ধাপ: ৬টি।
-
সর্বোচ্চ শুল্কহার: ২৫%।
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪

0
Updated: 1 day ago