নিচের কোনটি ভাইরাসজনিত রোগ (Viral Disease)?
A
টিউবারকিউলোসিস (Tuberculosis)
B
হুপিং কাশি (Whooping cough)
C
ডিপথেরিয়া (Diphtheria)
D
ইনফ্লুয়েঞ্জা (Influenza)
উত্তরের বিবরণ
ভাইরাস ঘটিত রোগ ও ব্যাকটেরিয়া ঘটিত রোগ
◉ Influenza
-
ইনফ্লুয়েঞ্জা একটি ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ, যা সাধারণত ফ্লু নামে পরিচিত।
ভাইরাস ঘটিত রোগ
-
ভাইরাস দ্বারা আক্রান্ত রোগকে ভাইরাস জনিত রোগ বলা হয়।
-
উল্লেখযোগ্য ভাইরাস জনিত রোগসমূহ:
-
জন্ডিস
-
পোলিও
-
জলাতঙ্ক
-
কোভিড-১৯
-
হার্পিস
-
দাদ
-
গুটি বসন্ত
-
জল বসন্ত
-
হাম
-
মাম্পস
-
ইনফ্লুয়েঞ্জা
-
বার্ড ফ্লু
-
সোয়াইন ফ্লু
-
ব্যাকটেরিয়া ঘটিত রোগ
-
Tuberculosis: Mycobacterium tuberculosis ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।
-
Whooping cough: Bordetella pertussis ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।
-
Diphtheria: Corynebacterium diphtheriae ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট।
উৎস: উদ্ভিদবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি।
0
Updated: 1 month ago
BCG টিকা মূলত কোন রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়?
Created: 1 month ago
A
হাম
B
পোলিও
C
হুপিং কাশি
D
যক্ষ্মা
BCG (Bacille Calmette–Guérin) ভ্যাকসিন হলো একটি জীবিত দুর্বলকৃত ব্যাকটেরিয়া-ভিত্তিক টিকা, যা Mycobacterium tuberculosis দ্বারা সৃষ্ট যক্ষ্মা রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়।
ভ্যাকসিনের প্রকারভেদ:
১. নিষ্ক্রিয়কৃত জীবাণু জীবন্ত টিকা (Attenuated live vaccine):
-
কালচার করা জীবাণুর ক্ষতিকর বৈশিষ্ট্য দূর্বল বা নিষ্ক্রিয় করে তৈরি।
-
উদাহরণ: BCG, হাম, মাম্পস, পোলিও, জলাতঙ্ক, যক্ষ্মা, গুটিবসন্ত, প্লেগ, টাইফয়েড প্রভৃতি।
২. মৃত জীবাণুভিত্তিক নিষ্প্রাণ টিকা (Killed vaccine):
-
মৃত জীবাণু ব্যবহার করে তৈরি।
-
উদাহরণ: ইনফ্লুয়েঞ্জা, কলেরা ইত্যাদি।
৩. নিষ্ক্রিয় বিষভিত্তিক টিকা (Toxoid vaccine):
-
জীবাণু দ্বারা নিঃসৃত টক্সয়েড ব্যবহার করে তৈরি।
-
উদাহরণ: ডিপথেরিয়া, টিটেনাস (ধনুষ্টংকার) ইত্যাদি।
৪. দেহ তলের রাসায়নিক উপাদান ভিত্তিক টিকা (Surface chemical molecule):
-
সংক্রমণকারী জীবাণুর দেহ তল থেকে নির্দিষ্ট রাসায়নিক উপাদান বা প্রোটিনের অংশ আলাদা করে তৈরি।
-
উদাহরণ: হেপাটাইটিস-B ভ্যাকসিন, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) ভ্যাকসিন।
৫. ডিএনএ টিকা (DNA vaccine):
-
রিকমবিন্যান্ট DNA পদ্ধতিতে তৈরি।
0
Updated: 1 month ago
কোভিড-১৯ যে ধরনের ভাইরাস-
Created: 1 month ago
A
DNA
B
DNA + RNA
C
mRNA
D
RNA
COVID-19 এর জন্য দায়ী হলো SARS-CoV-2 নামক বিশেষ করোনা ভাইরাস। এটি একটি আরএনএ ভাইরাস, কারণ এর জিনোম RNA দ্বারা গঠিত। করোনা ভাইরাস পরিবারভুক্ত এই ধরনের ভাইরাস পূর্বেও গুরুতর রোগের কারণ হয়েছে। নিচে সেগুলো ক্রমানুসারে উল্লেখ করা হলো।
-
Severe Acute Respiratory Syndrome (SARS) রোগের কারণ হলো SARS করোনা ভাইরাস।
-
এই ভাইরাসের কারণে ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত চীন, তাইওয়ান, কানাডা প্রভৃতি দেশে বহু মানুষের মৃত্যু হয়।
-
Middle East Respiratory Syndrome (MERS) রোগের কারণ হলো MERS করোনা ভাইরাস।
-
২০১২ সালে মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকায় এই রোগটি ছড়িয়ে পড়ে।
-
COVID-19 রোগের জন্য দায়ী হলো SARS-CoV-2 নামক ভাইরাস।
-
২০১৯ সালে চীনের উহান প্রদেশে প্রথমবার COVID-19 সনাক্ত করা হয়।
-
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ৩১ ডিসেম্বর ভাইরাসটির প্রাদুর্ভাব প্রথমবার আনুষ্ঠানিকভাবে জানা যায়।
-
বর্তমানে এটি বাংলাদেশসহ বিশ্বব্যাপী এক মহামারী হিসেবে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।
0
Updated: 1 month ago
DNA ভাইরাসঘটিত রোগ কোনটি?
Created: 1 month ago
A
রুবেলা
B
ভেরিওলা
C
মাম্পস
D
ইনফ্লুয়েঞ্জা বি
ভাইরাসকে নিউক্লিক অ্যাসিডের প্রকারভেদ অনুযায়ী DNA ভাইরাস এবং RNA ভাইরাস এই দুই ভাগে ভাগ করা হয়। প্রতিটি ভাগে বিভিন্ন রোগ সৃষ্টি করে এমন ভাইরাসের উদাহরণ রয়েছে।
-
DNA ভাইরাস:
-
যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে DNA থাকে, তাদের DNA ভাইরাস বলা হয়।
-
উদাহরণ:
-
মানব: হার্পিস সিমপ্লেক্স, ভেরিওলা, প্যাপিলোমা
-
প্রাণি: Rabbitpox, Vaccinia (bovine), Pustular dermatitis (Sheep)
-
অন্যান্য: Tipula irridescent, এডেনা গ্রুপ, পলিওমা, ΦX174 কলিফাজ, Cauliflower mosaic, Adenoassociated ইত্যাদি
-
-
-
RNA ভাইরাস:
-
যে ভাইরাসে নিউক্লিক অ্যাসিড হিসেবে RNA থাকে, তাদের RNA ভাইরাস বলা হয়।
-
উদাহরণ:
-
মানব: ইনফ্লুয়েঞ্জা বি, পোলিও, রুবেলা, পীতজ্বর, ডেঙ্গু, Encephalitis, মাম্পস, Measles, Cold
-
প্রাণি: Newcastle disease (fowl), Rous sarcoma (bird), Rabies (dog), Vesicular stomatitis (cattle)
-
উদ্ভিদ ও অন্যান্য: Potato yellow dwarf, Tobacco mosaic, Sugarcane mosaic, Cucumber mosaic, fd (Pseudomonas), f2, fr1, R17 কলিফাজ ইত্যাদি
-
-
উৎস:
0
Updated: 1 month ago