A
ব্যাংকিং খাত
B
কৃষি ও মৎস্য খাত
C
পোশাক খাত
D
টেলিকমিউনিকেশন খাত
উত্তরের বিবরণ
বৈদেশিক বিনিয়োগ:
- মূলত বিদেশ থেকে যত বিনিয়োগ আসে এবং সেই সময়ে আগের বিনিয়োগের অর্থ পরিশোধ করার পর বিয়োজন করলে যা অবশিষ্ট থাকে সেটাই নিট বিনিয়োগ।
- ২০২৪ সালে দেশে মোট নেট এফডিআই এসেছে ১.২৭ বিলিয়ন ডলার বা ১২৭ কোটি ডলার।
- এটি ২০২৩ সালের তুলনায় ১৩.২৫ শতাংশ কম।
⇒ ২০২৪ সালে আসা মোট এফডিআইয়ের মধ্যে ৬২২ মিলিয়ন ডলার ছিল রিইনভেস্টেড আর্নিংস।
- বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সবচেয়ে বেশি বিনিয়োগ এসেছে ব্যাংকিং খাতে—৪১৬ মিলিয়ন ডলার।
- এরপর পোশাক খাতে এসেছে ৪০৭ মিলিয়ন ডলার।
- এ ছাড়া চামড়া ও চামড়াজাত পণ্যে ১৩ কোটি ৬০ লাখ, কৃষি ও মৎস্য খাতে ৭ কোটি ৫ লাখ এবং ট্রেডিং খাতে ৫ কোটি ৬৩ লাখ ডলার এফডিআই এসেছে।
- এর মধ্যে বিদেশি বিনিয়োগ বেড়েছে চামড়া, কৃষি, মৎস্য ও ট্রেডিং খাতে; কমেছে তৈরি পোশাক ও বস্ত্র খাতে। এ ছাড়া বিদ্যুৎ, ফার্মাসিউটিক্যালস ও টেলিকমিউনিকেশন খাতেও গত বছর এফডিআই কমেছে।

0
Updated: 1 day ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
Created: 1 day ago
A
গাইবান্ধা
B
পাবনা
C
নীলফামারী
D
কুড়িগ্রাম
উত্তরা ইপিজেড
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড।
-
অবস্থান: নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়ন।
-
প্রতিষ্ঠা: জুলাই, ১৯৯৯।
-
উদ্বোধন: জুলাই, ২০০১।
-
মোট আয়তন: ২১৩.৬৬ একর।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 day ago
প্রাচীনকালে হরিকেল জনপদের অন্তর্গত ছিল কোন জেলা?
Created: 1 day ago
A
বগুড়া
B
কুমিল্লা
C
সিলেট
D
বরিশাল
হরিকেল:
- হরিকেল জনপদের কথা প্রথম জানা যায় প্রথম শতকের চট্টগ্রামে প্রাপ্ত লিপিতে।
- চন্দ্রবংশীয় লিপিতেও হরিকেল রাজ্যের কথা আছে।
- হরিকেল জনপদ আধুনিক সিলেট থেকে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত বিস্তৃত ছিলো।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংরক্ষিত দুটি প্রাচীন গ্রন্থের পাণ্ডুলিপিতে হরিকোল (হরিকেল) ও বর্তমান সিলেট বিভাগ অভিন্ন উলিণ্ঢখিত হয়েছে।
- বাংলাদেশের প্রাচীন জনপদগুলোর সংক্ষিপ্ত আলোচনা শেষে এ কথা বলা যায় যে, জনপদগুলোর নির্দিষ্ট সীমারেখা নির্ণয় করা বা যুগে যুগে তাদের সীমার বিস্তার ও সংকোচনের সঠিক তথ্য সংগ্রহ করা দুরূহ কাজ।
- হরিকেল প্রাচীন পূর্ববঙ্গের একটি জনপদ।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রতিষ্ঠিত হয় কত সালে?
Created: 3 weeks ago
A
১৯৭২ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৮০ সালে
D
১৯৯০ সালে
বিবিএস প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে, জাতীয় পর্যায়ে পরিসংখ্যান কাজে সমন্বয় আনয়নের লক্ষ্যে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস):
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সরকারি পরিসংখ্যানের প্রধান উৎস।
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই বিভাগ সকল প্রকার পরিসংখ্যানগত উপাত্ত সংগ্রহ, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ এবং প্রকাশনার দায়িত্বপ্রাপ্ত।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো দেশের জাতীয় পরিসংখ্যান সংস্থা হিসাবে কাজ করছে।
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা।
-
প্রতিষ্ঠিত হয়: ১৯৭৪ সালে
-
অবস্থান: ঢাকার আগারগাঁও
সূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট

0
Updated: 3 weeks ago