স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দান করে?
A
ফেব্রুয়ারি, ১৯৭২
B
২৪ জানুয়ারি, ১৯৭২
C
১৬ ডিসেম্বর, ১৯৭২
D
৪ এপ্রিল, ১৯৭২
উত্তরের বিবরণ
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক
যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রধান প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগকারী এবং সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য দেশ। ৪ এপ্রিল ১৯৭২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। ঢাকায় যুক্তরাষ্ট্র সরকারের প্রধান কর্মকর্তা হার্বার্ট স্পাইভ্যাক, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের একটি বার্তা পৌঁছে দেন। বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠায় আগ্রহী। পরে, শেখ মুজিবুর রহমান ৯ এপ্রিল প্রেসিডেন্ট নিক্সনকে একটি চিঠি প্রেরণ করেন, যেখানে তিনি বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঢাকায় মার্কিন দূতাবাস প্রতিষ্ঠিত হয় ১৯৭২ সালের ১৮ মে এবং প্রথম অ্যাম্বাসেডর হিসেবে ডেভিস ইউজিন বোস্টার নিযুক্ত হন।
২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বিনিয়োগের পরিমাণ ছিল প্রায় ২৬১ মিলিয়ন ডলার। ২০২৩ সালে বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে প্রায় ২.০৪ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে এবং যুক্তরাষ্ট্রে প্রায় ৭.৭২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করে।
অন্যদিকে, এশিয়ার বাইরে প্রথম দেশ হিসেবে পূর্ব জার্মানি ১৯৭২ সালের ১১ জানুয়ারি বাংলাদেশকে স্বীকৃতি দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ৪ এপ্রিল ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্বপ্রথম ভেনিজুয়েলা ২ মে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেয়।
পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম ব্রিটেন ৪ ফেব্রুয়ারি ১৯৭২ সালে, ফ্রান্স ১৪ ফেব্রুয়ারি ১৯৭২ সালে, ব্রাজিল ১৫ মে ১৯৭২ সালে এবং আর্জেন্টিনা ২৫ মে ১৯৭২ সালে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে।
সূত্র:
১. বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের ওয়েবসাইট
২. পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট

0
Updated: 3 months ago
বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সনে?
Created: 1 month ago
A
১৯৭২
B
১৯৭৩
C
১৯৭৫
D
১৯৯৭
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন
-
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গঠিত হয় ১৯৭৩ সালের ২৭ ফেব্রুয়ারি।
-
১৯৮৮ সাল পর্যন্ত এই সংস্থাটি আণবিক শক্তি কমিশন নামে পরিচিত ছিল।
-
এটি বাংলাদেশের একটি বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান এবং পাশাপাশি একটি নিয়ন্ত্রক সংস্থা।
-
কমিশনের মূল কাজ হলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু শক্তির উৎপাদন ও তার ওপর গবেষণা পরিচালনা করা।
তথ্যসূত্র: বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
বাংলাদেশ কত সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্য পদ লাভ করে?
Created: 1 week ago
A
১৯৭৫ সালে
B
১৯৭৬ সালে
C
১৯৭৭ সালে
D
১৯৮০ সালে
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন:
-
‘বাংলাদেশের জাতীয় অলিম্পিক কমিটি’ নামেও পরিচিত।
-
সদর দফতর: ঢাকা।
-
প্রতিষ্ঠিত: ১৯৭৬ খ্রিষ্টাব্দ।
-
১৯৮০ সালে বিশ্ব অলিম্পিক এসোসিয়েশনের সদস্যপদ লাভ করে।
-
বর্তমানে ২৭টি জাতীয় ফেডারেশন ও সমিতি (অলিম্পিক ও অ-অলিম্পিক উভয়) অধিভুক্ত।
-
বাংলাদেশ প্রথমবার ১৯৭৬ সালে অলিম্পিকে অংশগ্রহণ করে।

0
Updated: 1 week ago
বাংলাদেশের রাজধানী কোথায়?
Created: 4 weeks ago
A
ঢাকা উত্তর
B
ঢাকা দক্ষিণ
C
ঢাকা
D
শেরে বাংলা নগর
রাজধানী ঢাকা
-
বাংলাদেশের সংবিধান অনুযায়ী (প্রথম ভাগ, অনুচ্ছেদ ৫) দেশের রাজধানী হলো ঢাকা।
-
ঢাকা বাংলাদেশের বৃহত্তম শহর এবং এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
ইতিহাস
-
ঢাকার জনপদ হিসেবে ভিত্তি স্থাপিত হয় ৭৫০ খ্রিস্টাব্দে এবং শহর হিসেবে গড়ে ওঠে ১২২৯ খ্রিস্টাব্দে।
-
মুঘল সম্রাট জাহাঙ্গীর ১৬১০ সালে ঢাকাকে সুবাহ বাংলার রাজধানী ঘোষণা করেন এবং শহরটির নাম রাখা হয় জাহাঙ্গীরনগর।
-
১৬৫০ সালে সুবেদার শাহ সুজা রাজধানী রাজমহলে স্থানান্তর করেন, তবে ১৬৬০ সালে মীর জুমলা আবার ঢাকাকে রাজধানী বানান।
-
১৭১৭ সালে মুর্শিদ কুলি খান রাজধানী স্থানান্তর করে মুর্শিদাবাদে।
-
১৯০৫ সালে বঙ্গভঙ্গের সময় ঢাকাকে আসাম ও বাংলার রাজধানী করা হয়, কিন্তু ১৯১১ সালে ব্রিটিশরা আবার রাজধানী কলকাতায় স্থানান্তর করেন।
-
১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের প্রতিষ্ঠার পর পূর্ব বাংলার রাজধানী হিসেবে ঢাকা স্থায়ীভাবে গুরুত্ব পায়।
-
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভের পর ঢাকা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে মর্যাদা পায়।
উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

0
Updated: 4 weeks ago