বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
A
SEC
B
ΒΕΡΖΑ
C
IDRA
D
ΒΕΖΑ
উত্তরের বিবরণ
BEPZA (Bangladesh Export Processing Zone Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)
-
ধরন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত সংস্থা
মূল দায়িত্ব ও কার্যক্রম:
-
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) ও শিল্পনগরীর তদারকি
-
দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ
-
বিপুল কর্মসংস্থান সৃষ্টি
-
রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন
-
প্রযুক্তি আহরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান
প্রতিষ্ঠা:
-
বেপজা আইন ১৯৮০ (আইন নং-৩৬) অনুযায়ী গঠিত
-
১৯৮৩ সালে চট্টগ্রামে প্রথম ইপিজেড প্রতিষ্ঠা
উদ্দেশ্য:
-
শিল্প খাতের দ্রুত বিকাশ
-
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন
-
সরকারের শিল্পনীতি ও রপ্তানি নীতির বাস্তবায়ন
উৎস: BEPZA ওয়েবসাইট
0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদে 'রাষ্ট্রপতির দায়মুক্তি' এর উল্লেখ রয়েছে?
Created: 3 weeks ago
A
অনুচ্ছেদ ৫০
B
অনুচ্ছেদ ৫১
C
অনুচ্ছেদ ৫২
D
অনুচ্ছেদ ৫৩
সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদে রাষ্ট্রপতি, মন্ত্রিসভা, প্রধানমন্ত্রী ও স্থানীয় শাসনের দায়িত্ব, ক্ষমতা এবং মেয়াদ সম্পর্কিত বিষয়সমূহ উল্লেখ করা হয়েছে।
-
অনুচ্ছেদ ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
-
অনুচ্ছেদ ৫২: রাষ্ট্রপতির অভিশংসনের বিষয়
-
অনুচ্ছেদ ৫৩: অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ
-
অনুচ্ছেদ ৫৪: অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার
-
অনুচ্ছেদ ৫৫: মন্ত্রিসভা
-
অনুচ্ছেদ ৫৬: মন্ত্রিগণ
-
অনুচ্ছেদ ৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৮: অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
-
অনুচ্ছেদ ৫৯: স্থানীয় শাসন
-
অনুচ্ছেদ ৬০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা
0
Updated: 3 weeks ago
জাতীয় সংসদের ১নং আসন কোনটি?
Created: 1 month ago
A
পঞ্চগড়-১
B
বান্দরবান-১
C
রাঙামাটি-১
D
খাগড়াছড়ি-১
বাংলাদেশের সংসদীয় আসন সম্পর্কিত তথ্য:
-
মোট আসন:
-
জাতীয় সংসদে মোট ৩৫০টি আসন রয়েছে।
-
এর মধ্যে ৩০০টি আসন সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়।
-
৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
-
-
নির্দিষ্ট আসন নম্বর:
-
১ নং আসন: পঞ্চগড়-১
-
২৯৭ নং আসন: কক্সবাজার
-
২৯৮ নং আসন: খাগড়াছড়ি
-
২৯৯ নং আসন: রাঙামাটি
-
৩০০ নং আসন: বান্দরবান
-
-
নোটযোগ্য তথ্য:
-
বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় মাত্র একটি করে সংসদীয় আসন রয়েছে।
-
0
Updated: 1 month ago
ব্যাংক কোম্পানি আইন কত সালে কার্যকর হয়?
Created: 1 month ago
A
১৯৮১ সালে
B
১৯৯০ সালে
C
১৯৯১ সালে
D
১৯৯৯ সালে
ব্যাংক-কোম্পানী আইন, ১৯৯১
-
প্রণয়ন ও কার্যকর: ১৯৯১ সালে কার্যকর
-
উদ্দেশ্য:
-
ব্যাংকিং খাতের নিয়ন্ত্রণ, পরিচালনা ও কার্যক্রম নিয়ন্ত্রণ করা।
-
ব্যাংক-কোম্পানীর কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি।
-
অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনস্বার্থ রক্ষা করা।
-
-
বিধান ও বিষয়বস্তু:
-
ব্যাংক-কোম্পানীর কার্যক্রম, শেয়ার, পরিচালনা পর্ষদ, লাইসেন্স, নিরীক্ষা।
-
বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা ও নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান।
-
-
সংশোধন:
-
২০২৩ সালে আইনটি অধিকতর সংশোধন করা হয়েছে, যাতে ব্যাংকিং ব্যবস্থা আরও আধুনিক ও স্বচ্ছ হয়।
-
উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট
0
Updated: 1 month ago