A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
উত্তরের বিবরণ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)
-
বিসিআইসি’র অধীনে বর্তমানে চলমান শিল্প কারখানা: ১১টি।
চলমান কারখানার ধরন ও সংখ্যা:
-
ইউরিয়া সার কারখানা: ৫টি
-
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ
-
যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ
-
আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ
-
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ
-
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিঃ
-
-
ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)
-
টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)
-
কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)
-
সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)
-
গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)
-
স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)
উৎস: BCIC ওয়েবসাইট

0
Updated: 1 day ago
বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসমূহের তদারকির দায়িত্বে নিয়োজিত কোন সংস্থা?
Created: 1 day ago
A
SEC
B
ΒΕΡΖΑ
C
IDRA
D
ΒΕΖΑ
BEPZA (Bangladesh Export Processing Zone Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Export Processing Zone Authority (বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ)
-
ধরন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনস্থ স্বায়ত্বশাসিত সংস্থা
মূল দায়িত্ব ও কার্যক্রম:
-
দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ) ও শিল্পনগরীর তদারকি
-
দেশি ও বিদেশি বিনিয়োগ আকর্ষণ
-
বিপুল কর্মসংস্থান সৃষ্টি
-
রপ্তানি বৃদ্ধি ও বৈদেশিক মুদ্রা অর্জন
-
প্রযুক্তি আহরণ ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদান
প্রতিষ্ঠা:
-
বেপজা আইন ১৯৮০ (আইন নং-৩৬) অনুযায়ী গঠিত
-
১৯৮৩ সালে চট্টগ্রামে প্রথম ইপিজেড প্রতিষ্ঠা
উদ্দেশ্য:
-
শিল্প খাতের দ্রুত বিকাশ
-
দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র বিমোচন
-
সরকারের শিল্পনীতি ও রপ্তানি নীতির বাস্তবায়ন
উৎস: BEPZA ওয়েবসাইট

0
Updated: 1 day ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
Created: 1 day ago
A
গাইবান্ধা
B
পাবনা
C
নীলফামারী
D
কুড়িগ্রাম
উত্তরা ইপিজেড
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড।
-
অবস্থান: নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়ন।
-
প্রতিষ্ঠা: জুলাই, ১৯৯৯।
-
উদ্বোধন: জুলাই, ২০০১।
-
মোট আয়তন: ২১৩.৬৬ একর।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

0
Updated: 1 day ago
২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
Created: 18 hours ago
A
৪৬.৫ বিলিয়ন ডলার
B
৬৩.৫ বিলিয়ন ডলার
C
৫২.৫ বিলিয়ন ডলার
D
৭৫.৫ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা (২০২৫-২৬ অর্থবছর)
-
মোট লক্ষ্যমাত্রা: ৬৩.৫ বিলিয়ন ডলার
-
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫% বৃদ্ধি।
-
লক্ষ্য অর্জিত হবে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে।
-
-
আয় ভাগ:
-
পণ্য রপ্তানি: ৫৫ বিলিয়ন ডলার
-
সেবা রপ্তানি: ৮.৫ বিলিয়ন ডলার
-
-
প্রধান পণ্যভিত্তিক আয়ের আশা:
-
তৈরি পোশাক (ওভেন খাত): ২০.৭৯ বিলিয়ন ডলার
-
তৈরি পোশাক (নিট খাত): ২৩.৭০ বিলিয়ন ডলার
-
চামড়া ও চামড়াজাত পণ্য: ১.২৫ বিলিয়ন ডলার
-
পাট ও পাটপণ্য: ৯০০ মিলিয়ন ডলার
-
কৃষিপণ্য: ১.২১ বিলিয়ন ডলার
-
-
সূত্র:
-
তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবর রহমান, ১২ আগস্ট ২০২৫।
-
উৎস: The Business Standard

0
Updated: 18 hours ago