BIDA কোন মন্ত্রণালয়ের অধীন?
A
শিল্প মন্ত্রণালয়
B
বাণিজ্য মন্ত্রণালয়
C
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়
D
প্রধানমন্ত্রীর কার্যালয়
উত্তরের বিবরণ
BIDA (Bangladesh Investment Development Authority)
-
পূর্ণরূপ: Bangladesh Investment Development Authority (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ)
-
অধীনস্থ: প্রধানমন্ত্রীর কার্যালয়
-
নিয়ন্ত্রক: প্রধানমন্ত্রী / প্রধান উপদেষ্টা
-
প্রতিষ্ঠা: ২০১৬
-
বর্তমান নির্বাহী চেয়ারম্যান: চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
-
কাজ ও উদ্দেশ্য:
-
বেসরকারি বিনিয়োগ, বিশেষত বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করা।
-
বিনিয়োগকারীদের বিভিন্ন সুবিধা ও সহায়তা প্রদান।
-
উৎস: BIDA ওয়েবসাইট
0
Updated: 1 month ago
দেশে প্রতিবন্ধী ভাতা চালু হয় কোন অর্থবছর থেকে?
Created: 4 weeks ago
A
২০০৬-২০০৭ অর্থবছর
B
২০০৪-২০০৫ অর্থবছর
C
২০০৫-২০০৬ অর্থবছর
D
২০০৮-২০০৯ অর্থবছর
বাংলাদেশে প্রতিবন্ধী ভাতা কর্মসূচি ও সংক্রান্ত আইন প্রণয়ন দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে গৃহীত গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
-
অসচ্ছল প্রতিবন্ধী ভাতা চালু হয় ২০০৫-২০০৬ অর্থবছরে
-
বর্তমান সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের সমঅধিকার ও সমমর্যাদা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ
-
বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ আইন ২০০১ প্রণয়ন করা হয়
-
পরবর্তীতে এই আইন বাতিল করে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন ২০১৩’ প্রবর্তন করা হয়
উল্লেখ্য:
-
১৯৯৭-৯৮ অর্থবছরে অনগ্রসর মানুষের কল্যাণ ও উন্নয়নের জন্য বয়স্ক ভাতা চালু হয়
-
১৯৯৮-৯৯ অর্থবছরে বিধবা ও স্বামী নিগৃহীত মহিলা ভাতা চালু করা হয়
0
Updated: 4 weeks ago
বাংলাদেশের প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় কত সালে?
Created: 1 month ago
A
১৯৮৩ সালে
B
১৯৮৫ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৯০ সালে
বাংলাদেশে প্রথম উপজেলা পরিষদ ১৯৮২ সালে গঠিত হয় এবং ১৯৮৫ সালে প্রথম উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়, যা ৪৬০টি উপজেলায় পরিচালিত হয়। যদিও ১৯৯১ সালে উপজেলা পরিষদ বিলুপ্ত করা হয়, ১৯৯৮ সালে পুনরায় উপজেলা গঠনের জন্য আইন প্রণয়ন করা হয়।
উপজেলা পরিষদ একটি স্থানীয় প্রশাসনিক সংস্থা, যা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান (যাদের মধ্যে একজন মহিলা) এবং কিছু সংখ্যক সদস্য নিয়ে গঠিত। সংশ্লিষ্ট উপজেলার অন্তর্গত প্রতিটি পৌরসভা বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা দায়িত্ব পালনকারী ব্যক্তি এই পরিষদের সদস্য হন। এছাড়া, উপজেলা পরিষদে সংরক্ষিত পদে তিনজন নারী সদস্য মনোনীত থাকেন।
২০০৯ সালের উপজেলা পরিষদ আইনের প্রেক্ষিতে, সংসদ সদস্যগণ পরিষদের পরামর্শকের ভূমিকা পালন করেন। পরিষদের কার্যকাল ৫ বছর, এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ.এন.ও.) পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। উপজেলা পরিষদের প্রধান কাজ হল ইউনিয়ন পরিষদের কার্যক্রমের সমন্বয় সাধন করা।
0
Updated: 1 month ago
মুর্শিদ কুলি খান কোন সম্রাটের অধীনে বাংলার দিওয়ান হিসেবে নিযুক্ত হন?
Created: 1 month ago
A
আওরঙ্গজেব
B
শাহজাহান
C
আকবর
D
জাহাঙ্গীর
মুর্শিদ কুলি খান সম্রাট আওরঙ্গজেবের অধীনে বাংলার দিওয়ান হিসেবে নিযুক্ত হন এবং পরবর্তীতে বাংলায় নবাবি শাসনের ভিত্তি স্থাপন করেন। তাঁর শাসনকালের গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিম্নরূপ:
-
মুর্শিদ কুলি খান (১৭০০-১৭২৭) বাংলায় নবাবি শাসনের প্রতিষ্ঠাতা।
-
দাক্ষিণাত্যে শায়েস্তা খানের দিওয়ান হাজী শফী ইস্পাহানী অল্পবয়সী মুর্শিদ কুলিকে কিনে নিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করেন এবং তাঁর নাম রাখেন মুহাম্মদ হাদী।
-
সম্রাট আওরঙ্গজেব তাঁকে কর্তলব খান উপাধি দিয়ে ১৭০০ খ্রিস্টাব্দে বাংলার দিওয়ান নিযুক্ত করেন।
-
১৭০৩ খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে সম্রাটের সঙ্গে সাক্ষাতে তিনি ‘মুর্শিদকুলী খান’ উপাধি লাভ করেন।
-
১৭১৬ খ্রিস্টাব্দে তিনি বাংলার নাজিম পদে উন্নীত হন।
-
১৭১৭ সালের আগস্টে তাঁকে বাংলার পূর্ণ সুবাদারের মর্যাদা প্রদান করা হয়।
-
তিনি অসংখ্য উপাধি ও পদবিতে ভূষিত হন; প্রথমে ‘জাফর খান’ এবং পরে ‘মুতামিন-উল-মুলক আলা-উদ-দৌলা জাফর খান নাসিরী নাসির জঙ্গ বাহাদুর’ উপাধি পান। তাঁকে সাত হাজারি মনসব প্রদান করা হয়।
-
১৭২৭ খ্রিস্টাব্দের ৩০ জুন মুর্শিদকুলী খানের মৃত্যু ঘটে।
-
বাংলার প্রথম স্বাধীন নবাব হিসেবে তিনি ঢাকা থেকে মুর্শিদাবাদ রাজধানী স্থানান্তর করেন ১৭১৭ সালে।
-
অতিরিক্ত রাজস্ব ধার্য না করে সঠিক প্রশাসনিক ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্বের পরিমাণ বৃদ্ধি করেন।
উৎস:
0
Updated: 1 month ago