কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী প্রধান তথ্যগুলো হলো:
-
আলু উৎপাদনে শীর্ষ জেলা: রংপুর
-
আলু উৎপাদনে শীর্ষ বিভাগ: রংপুর
-
ধান উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ
-
গম উৎপাদনে শীর্ষ জেলা: ঠাকুরগাঁও
বর্তমানে বিসিআইসি’র অধীনে চলমান শিল্প কারখানা রয়েছে -
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
উত্তরের বিবরণ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)
বিসিআইসি’র অধীনে বর্তমানে চলমান শিল্প কারখানা: ১১টি।
চলমান কারখানার ধরন ও সংখ্যা:
ইউরিয়া সার কারখানা: ৫টি
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ
যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ
আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিঃ
ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)
টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)
কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)
সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)
গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)
স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)
উৎস: BCIC ওয়েবসাইট
0
Updated: 1 month ago
বাংলাদেশ প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করে?
Created: 1 month ago
A
১৯৯২ সালে
B
১৯৮৬ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৪ সালে
বাংলাদেশ ও অলিম্পিক গেমস:
বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করছে।
সর্বোচ্চ তিনবার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন সাঁতারু ডলি আক্তার।
১৯৮৪, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক:
বাংলাদেশের প্রতিযোগী: ১ জন, সাইদুর রহমান ডন (অ্যাথলেটিকস)।
১০০ মিটার: নিজের হিটে অষ্টম (১১.২৫ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
২০০ মিটার: নিজের হিটে সপ্তম (২২.৫৯ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
সাম্প্রতিক তথ্য:
সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে।
উৎস: প্রথম আলো
0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষ গ্রন্থ ২০২৪ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ জেলা-
Created: 1 month ago
A
মুন্সিগঞ্জ
B
রংপুর
C
নীলফামারী
D
ফরিদপুর
0
Updated: 4 weeks ago
অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে, টাকার অঙ্কে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে?
Created: 1 month ago
A
ভারত
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
দেশভিত্তিক আমদানি (বাংলাদেশ – অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী)
আমদানি রিপোর্ট
চীন: ১২,৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার (২৮.৪৬%)
ভারত: ৫,৯১৮ মিলিয়ন মার্কিন ডলার (১৩.৪২%)
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫১%)
মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (৩.৩৬%)
সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৫%)
জাপান: ১,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার (৩.০৫%)
দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন মার্কিন ডলার (১.৭০%)
গুরুত্বপূর্ণ তথ্য
টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন থেকে।
দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় ভারত থেকে।
আমদানির ক্ষেত্রে ট্যারিফ অপারেটিভ ধাপ: ৬টি।
সর্বোচ্চ শুল্কহার: ২৫%।
ইউরোপীয় ইউনিয়ন (EU) ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
0
Updated: 1 month ago