বর্তমানে বিসিআইসি’র অধীনে চলমান শিল্প কারখানা রয়েছে -
A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
উত্তরের বিবরণ
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)
-
বিসিআইসি’র অধীনে বর্তমানে চলমান শিল্প কারখানা: ১১টি।
চলমান কারখানার ধরন ও সংখ্যা:
-
ইউরিয়া সার কারখানা: ৫টি
-
চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরী লিঃ
-
যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ
-
আশুগঞ্জ ফার্টিলাইজার এ্যান্ড কেমিক্যাল কোম্পানী লিঃ
-
শাহজালাল ফার্টিলাইজার কোম্পানী লিঃ
-
ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পাবলিক লিঃ
-
-
ডিএপি সার কারখানা: ১টি (ডিএপি ফার্টিলাইজার কোং লিঃ)
-
টিএসপি সার কারখানা: ১টি (টিএসপি কমপ্লেক্স লিঃ)
-
কাগজ কারখানা: ১টি (কর্ণফুলী পেপার মিলস্ লিঃ)
-
সিমেন্ট কারখানা: ১টি (ছাতক সিমেন্ট কোম্পানী লিঃ)
-
গ্লাসশীট কারখানা: ১টি (উসমানিয়া গ্লাসশীট ফ্যাক্টরী লিঃ)
-
স্যানিটারীওয়্যার ইস্যুলেটর কারখানা: ১টি (বাংলাদেশ ইস্যুলেটর এন্ড স্যানিটারীওয়্যার ফ্যাক্টরী লিঃ)
উৎস: BCIC ওয়েবসাইট
0
Updated: 1 month ago
জেলা প্রশাসকের প্রধান কাজ কী?
Created: 1 month ago
A
দুর্যোগ ব্যবস্থাপনা ও সমন্বয়
B
আইন-শৃঙ্খলা রক্ষা করা
C
ভূমি ব্যবস্থাপনা ও উন্নয়নমূলক কার্যক্রম তত্ত্বাবধান করা
D
বর্ণিত সবগুলো
জেলা প্রশাসক হলেন জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা, যিনি জেলা প্রশাসক বা ডেপুটি কমিশনার নামে পরিচিত। তিনি একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং জেলার প্রশাসন, পরিকল্পনা ও উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কার্যক্রম সমন্বয় করেন।
-
জেলা প্রশাসক একইসাথে জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট (District Magistrate), জেলা কালেক্টর (District Collector) ও ডেপুটি কমিশনার (Deputy Commissioner) হিসেবে কাজ করেন।
-
তিনি প্রশাসন, পরিকল্পনা, উন্নয়ন এবং সরকারি নিয়ম পদ্ধতির সমন্বয়কারী এবং প্রশাসন কাডারের উর্ধ্বতন কর্মকর্তা।
-
জেলা প্রশাসক আইনশৃঙ্খলা, ভূমি প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা, সমন্বয় এবং সাধারণ ও স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
-
জেলা প্রশাসক মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি এবং সরাসরি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগের ক্ষমতাপ্রাপ্ত একমাত্র কর্মকর্তা।
-
তিনি মন্ত্রিপরিষদ সচিব ও বিভাগীয় কমিশনারের নির্দেশ ও তত্ত্বাবধানে কাজ করেন।
-
ডেপুটি কমিশনার হিসাবে জেলা পোস্টিং পাওয়ার আগে তিনি সহকারী কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত ডেপুটি কমিশনার, সহকারী সচিব ও উপসচিব পদে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখযোগ্য বিষয়:
-
স্থানীয় প্রশাসনের মধ্যে জেলা ইউনিট সর্বাধিক গুরুত্বপূর্ণ।
-
জেলা প্রশাসকের দায়িত্ব তিনটি ভাগে বিভক্ত: ডিস্ট্রিক্ট কালেক্টর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কমিশনার, অর্থাৎ রাজস্ব আদায়, বিচার সংক্রান্ত এবং সরকারের উন্নয়নমূলক কাজের সমন্বয়।
-
প্রথম দুই দায়িত্ব দুইশ বছরের বেশি সময়ের পুরনো, যা ব্রিটিশ কোম্পানি শাসনামলের। উন্নয়নমূলক কাজের দায়িত্ব পাকিস্তান আমলে যোগ হয়।
-
২০০৭ সালে বিচার বিভাগ পৃথকীকরণের পর জেলা প্রশাসক শুধুমাত্র নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন।
উৎস:
0
Updated: 1 month ago
সংবিধানের ১২২নং অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
Created: 1 month ago
A
নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
B
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা
C
নির্বাচন কমিশনের গঠন
D
নির্বাচন কমিশনের দায়িত্ব
ভোটার-তালিকায় নামভুক্তির যোগ্যতা সংক্রান্ত বিষয়টি বাংলাদেশের সংবিধানের ১২২ অনুচ্ছেদে নির্ধারিত। এটি জাতীয় সংসদের নির্বাচনে প্রাপ্ত বয়স্ক নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করে।
-
যোগ্যতা নির্ধারণ:
-
প্রার্থী বাংলাদেশের নাগরিক হতে হবে।
-
বয়স ১৮ বছর বা তার বেশি হতে হবে।
-
যোগ্য আদালত কর্তৃক অপ্রকৃতিস্থ হিসেবে ঘোষিত না হওয়া থাকতে হবে এবং ঘোষণাটি বহাল থাকলে যোগ্যতা হারাবে।
-
সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার অধিবাসী হতে হবে বা আইনের দৃষ্টিতে ঐ এলাকার অধিবাসী হিসেবে বিবেচিত হতে হবে।
-
তিনি ১৯৭২ সালের বাংলাদেশ যোগসাজশকারী (বিশেষ ট্রাইব্যুনাল) আদেশের অধীনে কোনো অপরাধের দোষী প্রমাণিত থাকলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি করা যাবে না।
-
0
Updated: 4 weeks ago
জাতীয় বাজেট ২০২৫-২৬ অনুযায়ী, মাথাপিছু আয় -
Created: 1 month ago
A
২,৬৮৫ মার্কিন ডলার
B
২,৭৩৬ মার্কিন ডলার
C
২,৮২০ মার্কিন ডলার
D
২,৯১৪ মার্কিন ডলার
জাতীয় বাজেট ২০২৫-২৬:
-
বাজেটের আকার: ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা
-
অনুদান ব্যতিত বাজেট ঘাটতি: ২ লাখ ২৬ হাজার কোটি টাকা
-
অনুদান সহ বাজেট ঘাটতি: ২,২১,০০০ কোটি টাকা
-
সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত (পরিচালন ও উন্নয়ন বাজেট): জনপ্রশাসন
-
উন্নয়ন বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: পরিবহন ও যোগাযোগ
-
অনুন্নয়ন (পরিচালন) বাজেটে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত খাত: সুদ
-
মাথাপিছু আয়: ২,৮২০ মার্কিন ডলার
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচী (ADP): ২ লাখ ৩০ হাজার কোটি টাকা (জিডিপির ৩.৭%)
-
উন্নয়ন বাজেটে বরাদ্দের পরিমাণ: ২,৪৫,৬০৯ কোটি টাকা
-
অনুমিত মুদ্রাস্ফীতির হার: ৬.৫%
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago