বাংলাদেশের কোন ইপিজেডে সবচেয়ে বেশি বিনিয়োগ হয়?
A
চট্টগ্রাম ইপিজেড
B
ঢাকা ইপিজেড
C
ঈশ্বরদী ইপিজেড
D
কর্ণফুলী ইপিজেড
উত্তরের বিবরণ
বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (EPZ)
-
দেশের শিল্প খাতের দ্রুত বিকাশ ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (BEPZA) ইপিজেড স্থাপন করে সার্বিক সহযোগিতা প্রদান করছে।
-
বর্তমানে বাংলাদেশে মোট ৮টি সরকারি ইপিজেড রয়েছে: চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তরা, আদমজী ও কর্ণফুলী।
-
ইপিজেডে মোট শিল্পপ্রতিষ্ঠান: ৫৬৩টি, যার মধ্যে ৪৫০টি চালু এবং ১১৩টি বাস্তবায়নের প্রক্রিয়ায়।
-
সর্বোচ্চ উৎপাদন ও বিনিয়োগ: চট্টগ্রাম ইপিজেড। দ্বিতীয় স্থানে ঢাকা ইপিজেড।
উৎপাদন ও রপ্তানি তথ্য (২০২৪–২৫):
-
ইপিজেড ও বেপজা অর্থনৈতিক অঞ্চলের রপ্তানি বৃদ্ধি: ১৬%, যা দেশের মোট রপ্তানির ১৭%।
-
উৎপাদিত পণ্য ১২০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে।
-
শিল্প প্রতিষ্ঠানগুলোর ধরণ:
-
৩৩% তৈরি পোশাক
-
১৮% গার্মেন্টস অ্যাক্সেসরিজ
-
৯% টেক্সটাইল
-
৪০% বৈচিত্র্যময় পণ্য: ইলেকট্রনিক্স, চিকিৎসা সরঞ্জাম, আসবাবপত্র, ফ্যাশন এক্সেসরিজ ইত্যাদি
-
উৎস:
i) প্রথম আলো
ii) বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
0
Updated: 1 month ago
জুলাই গণঅভ্যুত্থানে সরকারী গেজেটেড ভুক্ত শহিদের সংখ্যা কত?[ আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
৮৩৪ জন
B
৮২০ জন
C
৮৪৪ জন
D
৯৫০ জন
বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে জুলাই গণঅভ্যুত্থান একটি উল্লেখযোগ্য ঘটনা। এই আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছিলেন, যাদের স্মরণে সরকার আনুষ্ঠানিকভাবে শহীদদের তালিকা প্রকাশ করে আসছে।
-
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের তালিকায় সম্প্রতি আরও ১০ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
-
সরকারি গেজেট অনুযায়ী, এই গণঅভ্যুত্থানে শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪৪ জন।
-
এর আগে চলতি বছরের ১৫ জানুয়ারি প্রকাশিত গেজেটে শহীদের সংখ্যা ছিল ৮৩৪ জন।
-
সরকার শহীদ পরিবারকে এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করছে।
-
এছাড়াও পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
0
Updated: 4 weeks ago
খসড়া সংবিধান গণপরিষদে কবে উত্থাপিত হয়?
Created: 1 month ago
A
১১ এপ্রিল, ১৯৭২
B
১০ জুন, ১৯৭২
C
১২ অক্টোবর, ১৯৭২
D
৪ নভেম্বর, ১৯৭২
বাংলাদেশের সংবিধান প্রণয়ন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১৯৭২ সালের ১১ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে।
-
১১ এপ্রিল ১৯৭২, ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়।
-
কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ১৭ এপ্রিল।
-
দীর্ঘ আলোচনার পর ১২ অক্টোবর ১৯৭২ সালে সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপিত হয়।
-
পরবর্তীতে, ৪ নভেম্বর ১৯৭২ সালে সংবিধান আনুষ্ঠানিকভাবে গণপরিষদে গৃহীত হয়।
-
সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
0
Updated: 4 weeks ago
নওগাঁর পাহাড়পুরে অবস্থিত সোমপুর মহাবিহার কে নির্মাণ করেন?
Created: 1 month ago
A
গোপাল
B
দেবপাল
C
ধর্মপাল
D
রামপাল
সোমপুর মহাবিহার
-
প্রতিষ্ঠাতা: পাল বংশের দ্বিতীয় সম্রাট ধর্মপাল।
-
অবস্থান: নওগাঁ জেলায়।
-
গুরুত্ব: এটি তৎকালীন বিশ্বের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার।
-
বিশেষতা: সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ শিক্ষা ও ধর্মকেন্দ্র।
-
উৎখনন: পাহাড়পুরের উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়। ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে।
সূত্র:
0
Updated: 1 month ago