দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
A
গাইবান্ধা
B
পাবনা
C
নীলফামারী
D
কুড়িগ্রাম
উত্তরের বিবরণ
উত্তরা ইপিজেড
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড।
-
অবস্থান: নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়ন।
-
প্রতিষ্ঠা: জুলাই, ১৯৯৯।
-
উদ্বোধন: জুলাই, ২০০১।
-
মোট আয়তন: ২১৩.৬৬ একর।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
0
Updated: 1 month ago
ওঁরাও জাতিসত্তার প্রধান উৎসব কোনটি?
Created: 1 month ago
A
রাস উৎসব
B
কারাম উৎসব
C
বুদ্ধ পূর্ণিমা
D
বৈসুক
ওঁরাও জনগোষ্ঠী বাংলাদেশের একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা ভারত ও নেপালসহ দেশের কিছু অঞ্চলে বসবাস করে। এরা তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও প্রথাগত ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে পরিচিত।
-
অবস্থান: প্রধানত বাংলাদেশ, ভারত ও নেপাল।
-
বাংলাদেশে প্রধান বসতি: রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর ও বগুড়া।
-
অন্যান্য নাম: উরাঁও বা কুড়ুখ।
-
উৎপত্তি: অস্ট্রো-এশিয়াটিক মূলের, বর্তমানে দ্রাবিড়কৃত।
-
অভিবাসন: মূলত মধ্য ভারতের ছত্তিশগড়, ঝাড়খণ্ড ও ওড়িশা অঞ্চল থেকে এসেছে।
-
ভাষা: কুড়ুখ (দ্রাবিড় ভাষা পরিবারের), পাশাপাশি বাংলা ব্যবহার করে।
-
ধর্ম: প্রথাগতভাবে প্রকৃতি উপাসক (সারনা ধর্ম), বর্তমানে অনেকে হিন্দু বা খ্রিস্টধর্ম গ্রহণ করেছে।
-
পেশা: প্রধানত কৃষিকাজ।
-
সংস্কৃতি: নিজস্ব গান, নাচ এবং উৎসব।
-
প্রধান উৎসব: কারাম উৎসব ও সরনা পূজা।
-
পার্বণিক উৎসব: সারহুল, কারাম, পশু উৎসব, খারিয়ানি, ফাগুয়া, সোহরায়।
0
Updated: 1 month ago
'দেবনম পিয়' উপাধি গ্রহণ করেন কোন শাসক?
Created: 3 weeks ago
A
বিম্বিসার
B
অশোক
C
কনিষ্ক
D
বিক্রমাদিত্য
অশোক চন্দ্রগুপ্ত মৌর্যের পৌত্র এবং বিম্বিসারের পুত্র। তিনি ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রের সিংহাসনে আরোহণ করেন। পিতার রাজত্বকালে অশোক প্রথমে উজ্জয়িনীর শাসনকর্তার দায়িত্ব পালন করেন। পরে তক্ষশীলায় বিদ্রোহ দেখা দিলে বিন্দুসার তাঁকে সেখানে পাঠান; বিদ্রোহ দমন শেষে তিনি তক্ষশীলার শাসনভার গ্রহণ করেন।
-
সিংহাসনে আরোহণ: ২৭৩ খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে সিংহাসনে আরোহণ
-
অভিষেক: সিংহাসনে আরোহণের চার বছর পর অনুষ্ঠিত
-
উপাধি: 'দেবনম পিয়', নিজেকে পরিচয় দিতেন 'দেবনম পিয় পিয় দসী' রূপে
-
রাজনৈতিক নীতি: পূর্বসুরীদের সাম্রাজ্য সম্প্রসারণনীতি অনুসরণ; ত্রয়োদশ বছরে কলিঙ্গ আক্রমণ করে জয় লাভ
-
কলিঙ্গ যুদ্ধ: প্রচুর মানুষ হতাহত; যুদ্ধের ভয়াবহতা অশোকের মন ও শাসননীতিতে গভীর প্রভাব ফেলে
-
ধর্ম ও নীতি: যুদ্ধের পর বৌদ্ধধর্ম গ্রহণ; সামরিক বিজয়ের পরিবর্তে ধর্ম বিজয় বা মানবতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের মাধ্যমে প্রীতি অর্জনকেই প্রকৃত বিজয় হিসেবে গ্রহণ
-
সকলের জন্য কল্যাণ: ঘোষণা, “সব মানুষই আমার সন্তান”; জাগতিক ও পারলৌকিক সুখ নিশ্চিত করাই তাঁর একমাত্র উদ্দেশ্য
-
মৃত্যু: প্রায় ৪০ বছর রাজত্বের পর ২৩২ খ্রিস্টপূর্বাব্দে মহামতি অশোক মৃত্যুবরণ করেন
0
Updated: 3 weeks ago
বাংলাদেশে বসবাসরত মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী-
Created: 1 month ago
A
মারমা
B
সাঁওতাল
C
খাসিয়া
D
ওঁরাও
খাসিয়া হলো বাংলাদেশের একটি মাতৃতান্ত্রিক নৃগোষ্ঠী, যারা গারোদের মতোই মঙ্গোলীয় বংশোদ্ভূত। তাদের নিজস্ব সামাজিক ব্যবস্থা, বসতি ও ধর্মীয় বৈশিষ্ট্য রয়েছে।
-
খাসিয়া জনগোষ্ঠী মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা অনুসরণ করে।
-
এরা মঙ্গোলীয় বংশোদ্ভূত।
-
শারীরিক বৈশিষ্ট্যে: গাত্রবর্ণ হরিদ্রাভ, নাক-মুখ চ্যাপ্টা, চোয়াল উঁচু, চোখ কালো ও ছোট টানা, খর্বকায়।
-
প্রায় পাঁচ শত বছর আগে আসাম থেকে বাংলাদেশে এরা স্থানান্তরিত হয়।
-
খাসিয়াদের গ্রামকে ‘পুঞ্জি’ বলা হয়।
-
পুঞ্জিপ্রধানকে ‘সিয়েম’ বলা হয়।
-
বাংলাদেশের উত্তরপূর্ব সীমান্তবর্তী সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার অঞ্চলে এদের বসতি।
-
ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া-জৈন্তিয়া পাহাড়ের পাদদেশেও এরা বসবাস করে।
-
বর্তমানে শতকরা ৮০–৯০ ভাগ খাসিয়া খ্রিষ্টান ধর্মের অনুসারী।
উৎস:
0
Updated: 1 month ago