A
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি
B
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক
C
সীমান্ত ব্যাংক
D
ট্রাস্ট ব্যাংক পিএলসি
উত্তরের বিবরণ
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি (Community Bank Bangladesh PLC)
-
প্রতিষ্ঠা: ২০১৯ সালে
-
প্রতিষ্ঠাতা সংস্থা: বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট
-
ধরন: বাণিজ্যিক ব্যাংক
-
প্রধান কার্যালয়: ঢাকা
মূল উদ্দেশ্য
দেশের জনগণকে আধুনিক ব্যাংকিং সেবা প্রদান।
প্রধান সেবা ক্ষেত্র
-
ডিজিটাল ব্যাংকিং
-
কর্পোরেট ব্যাংকিং
-
এসএমই ব্যাংকিং
-
রিটেইল ব্যাংকিং
প্রধান পণ্য ও সেবা
-
সঞ্চয়ী হিসাব
-
চলতি হিসাব
-
ঋণ সুবিধা
-
আন্তর্জাতিক লেনদেন
-
মোবাইল ব্যাংকিং
-
ইন্টারনেট ব্যাংকিং
অন্য ব্যাংকসমূহ
-
ট্রাস্ট ব্যাংক পিএলসি: বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত
-
আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক: আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক আইন, ১৯৯৫ অনুসারে সৃষ্ট সরকার নিয়ন্ত্রিত বিশেষায়িত ব্যাংক
-
সীমান্ত ব্যাংক: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক পরিচালিত

0
Updated: 1 day ago
কোনটি সাংবিধানিক পদ নয়?
Created: 19 hours ago
A
চেয়ারম্যান, পাবলিক সার্ভিস কমিশন
B
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
C
প্রধান নির্বাচন কমিশনার
D
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন
সাংবিধানিক পদ ও সংজ্ঞা
-
সংজ্ঞা:
-
সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন।
-
সাংবিধানিক উপায়ে যে সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়, সেগুলোকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলা হয়।
-
সংবিধানিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা, পদ, মেয়াদ, পদমর্যাদা, পদত্যাগ, অপসারণ পদ্ধতি এবং দায়িত্ব সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ থাকে।
-
বাংলাদেশের সংবিধানের তৃতীয় তফসিল সাংবিধানিক পদের তালিকা প্রকাশ করে।
-
সাংবিধানিক পদসমূহ
-
রাষ্ট্রপতি
-
প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী, প্রতি-মন্ত্রী ও উপমন্ত্রী
-
স্পীকার
-
ডেপুটি স্পীকার
-
সংসদ সদস্য
-
প্রধান বিচারপতি
-
প্রধান নির্বাচন কমিশনার
-
মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
সরকারী কর্ম কমিশনের সদস্য
উল্লেখ্য:
-
চেয়ারম্যান, মানবাধিকার কমিশন সাংবিধানিক পদ নয়।
উৎস: বাংলাদেশের সংবিধান

0
Updated: 19 hours ago
বাংলাদেশ প্রথম কবে অলিম্পিকে অংশগ্রহণ করে?
Created: 17 hours ago
A
১৯৯২ সালে
B
১৯৮৬ সালে
C
১৯৮৮ সালে
D
১৯৮৪ সালে
বাংলাদেশ ও অলিম্পিক গেমস:
-
বাংলাদেশ ১৯৮৪ সাল থেকে অলিম্পিকে অংশগ্রহণ করছে।
-
সর্বোচ্চ তিনবার অলিম্পিকে অংশগ্রহণ করেছেন সাঁতারু ডলি আক্তার।
১৯৮৪, লস অ্যাঞ্জেলেস অলিম্পিক:
-
বাংলাদেশের প্রতিযোগী: ১ জন, সাইদুর রহমান ডন (অ্যাথলেটিকস)।
-
১০০ মিটার: নিজের হিটে অষ্টম (১১.২৫ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
-
২০০ মিটার: নিজের হিটে সপ্তম (২২.৫৯ সেকেন্ড), মোট প্রতিযোগী ৮।
-
সাম্প্রতিক তথ্য:
-
সর্বশেষ অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সে।
উৎস: প্রথম আলো

0
Updated: 17 hours ago
যুক্তফ্রন্ট মন্ত্রী পরিষদ বাতিল করেন কে?
Created: 2 weeks ago
A
গোলাম মোহাম্মদ
B
আইয়ুব খান
C
ইস্কান্দার মির্জা
D
ইয়াহিয়া খান
যুক্তফ্রন্ট মন্ত্রিসভা (১৯৫৪)
-
গঠনের তারিখ: ৩ এপ্রিল ১৯৫৪
-
মুখ্যমন্ত্রী: শের-ই-বাংলা এ কে ফজলুল হক
-
মন্ত্রিসভার সদস্যরা:
পদের নাম | মন্ত্রী |
---|---|
অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র | এ কে ফজলুল হক |
বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার | আবু হোসেন সরকার |
বেসামরিক সরবরাহ ও যোগাযোগ | আশরাফ উদ্দিন আহমদ চৌধুরী |
শিক্ষা, বাণিজ্য, শ্রম ও শিল্প | সৈয়দ আজিজুল হক |
-
মন্ত্রীসভা কার্যকাল: মোট ৫৬ দিন, যার মধ্যে পূর্ণাঙ্গ মন্ত্রীসভা দায়িত্বে ছিল মাত্র ১৫ দিন।
-
বাতিলের কারণ: রাজনৈতিক অস্থিরতা এবং ফজলুল হক মন্ত্রীসভা বাংলাকে স্বাধীন করতে চাইছে এমন অজুহাতে পাকিস্তানের গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ৩০ মে ১৯৫৪ মন্ত্রীসভা বাতিল করেন।
তথ্যসূত্র: বাংলাপিডিয়া; পৌরনীতি ও সুশাসন (২য় পত্র), প্রফেসর মো: মোজাম্মেল হক

0
Updated: 2 weeks ago