কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ?
A
ঋণ নিয়ন্ত্রণ
B
সঞ্চয় স্থানান্তর
C
ঋণ প্রদান
D
আমানত গ্রহণ
উত্তরের বিবরণ
কেন্দ্রীয় ব্যাংক:
- প্রতিটি দেশে বাধ্যতামূলকভাবে একটি করে কেন্দ্রীয় ব্যাংক থাকে। কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রা বাজার এবং ব্যাংকিং ব্যবস্থা পরিচালিত এবং নিয়ন্ত্রিত হয়। কেন্দ্রীয় ব্যাংক সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে থেকে এসকল কার্যাদি সম্পন্ন করে থাকে। এটিকে সরকারের ব্যাংক বলে। তাই কেন্দ্রীয় ব্যাংকের সাহায্য ছাড়া অর্থ ও মূদ্রা বাজারের স্থিতিশীলতা, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন এবং সর্বোপরি দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্ব অপরিসীম। সৃষ্টির পর থেকেই মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ এবং ঋণ নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে।
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
⇒ কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলি:
- মুদ্রা প্রচলন।
- মুদ্রার মুল্যমান সংরক্ষণ।
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ।
- ঋণ নিয়ন্ত্রণ।
- রিজার্ভ সংরক্ষণ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ।
- বৈদেশিক মূদ্র্য ও বিনিময় নিয়ন্ত্রণ।
- সরকারের উপদেষ্টা ও প্রতিনিধি।
- সরকারের আর্থিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।
উৎস: ফিন্যান্স ও ব্যাংকিং, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
রাষ্ট্রবিজ্ঞানী জন অস্টিনের মতে আইনের উৎস কয়টি?
Created: 1 month ago
A
১টি
B
২টি
C
৪টি
D
৬টি
-
জন অস্টিন আইনের দৃষ্টবাদী তত্ত্বের কঠোর সমর্থক ছিলেন। তার মতে, আইনের একমাত্র উৎস হলো ‘সার্বভৌমের আদেশ’ (Sovereign Command)।
আইন:
-
আইন হলো ব্যক্তির বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণমূলক নিয়মের সমষ্টি, যা সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত।
-
জন অস্টিনের মতে আইনের উৎস মাত্র ১টি:
১. সার্বভৌমের আদেশ। -
অধ্যাপক হল্যান্ডের মতে আইনের উৎস ৬টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা -
ওপেনহাইমের মতে আইনের উৎস ৭টি:
১. প্রথা
২. ধর্ম
৩. বিচারকের রায়
৪. ন্যায়বিচার
৫. বিজ্ঞানসম্মত আলোচনা
৬. আইনসভা
৭. জনমত
উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
0
Updated: 1 month ago
ভাষা শহিদদের মধ্যে কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন?
Created: 1 month ago
A
আবুল বরকত
B
আব্দুস সালাম
C
রফিক উদ্দিন
D
আব্দুল জব্বার
আবুল বরকত ছিলেন ভাষা আন্দোলনের একজন শহীদ, যিনি মাতৃভাষা বাংলার জন্য প্রাণ উৎসর্গ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন এবং ভাষার অধিকারের দাবিতে সংগঠিত আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
-
আবুল বরকতের জন্ম ১৯২৭ সালের ১৩ জুন অবিভক্ত বাংলার মুর্শিদাবাদ জেলার এক গ্রামে।
-
১৯৪৮ সালে, দেশ বিভাগের পর, তিনি সপরিবারে ঢাকায় চলে আসেন।
-
১৯৫১ সালে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে দ্বিতীয় শ্রেণিতে চতুর্থ স্থান অর্জন করে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন।
-
এরপর তিনি একই বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে ভর্তি হন।
-
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি, বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আয়োজিত আন্দোলনে তিনি পুলিশের গুলিতে আহত হন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ হন।
অন্য শহীদদের মধ্যে:
-
আবদুস সালাম ডাইরেক্টর অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অফিসে রেকর্ড কিপার পদে কর্মরত ছিলেন।
-
রফিক উদ্দীন আহমদ মানিকগঞ্জ জেলার দেবেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
-
আবদুল জব্বার ছিলেন একজন সাধারণ গ্রামীণ কর্মজীবী মানুষ, যিনি ভাষা আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে শহীদ হন।
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনটি?
Created: 3 weeks ago
A
আমির গার্মেন্টস লিমিটেড
B
রিয়াজ গার্মেন্টস লিমিটেড
C
বৈশাখী গার্মেন্টস লিমিটেড
D
বন্ড গার্মেন্টস লিমিটেড
বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক
-
বাংলাদেশের সবচেয়ে সফল শিল্প খাত হলো তৈরি পোশাক খাত, যা বর্তমানে মোট রপ্তানির ৮০% এর বেশি প্রদান করে।
-
স্বাধীনতার পর ব্যবসা শুরু করেন রিয়াজউদ্দিন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন রিয়াজ গার্মেন্টস লিমিটেড, যা স্বাধীন বাংলাদেশের প্রথম তৈরি পোশাক কারখানা হিসেবে স্বীকৃত।
-
২৮ জুলাই ১৯৭৮ তারিখে রিয়াজউদ্দিন ১০ হাজার শার্ট রপ্তানি করেন ফরাসি ক্রেতা হল্যান্ডার ফ্রঁস এর কাছে।
-
ওই চালানের ফরাসী মুদ্রায় দাম ছিল ১৩ মিলিয়ন ফ্রা, যা বাংলাদেশী টাকায় ছিল ৪ লাখ ২৭ হাজার টাকা।
-
১৯৯৮ সালে গাজীপুরের বোর্ডবাজারে তৈরি হয় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল, যার ক্ষমতা ছিল পাঁচ হাজার শার্ট উৎপাদন।
0
Updated: 3 weeks ago