বিসিআইসির তথ্য অনুযায়ী, দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা কোনটি?
A
আকিজ সিমেন্ট
B
বসুন্ধরা সিমেন্ট
C
ছাতক সিমেন্ট
D
শাহ সিমেন্ট
উত্তরের বিবরণ
ছাতক সিমেন্ট কোম্পানী লিমিটেড:
- বিসিআইসির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ছাতক সিমেন্ট কারখানা দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এখানে ক্লিংকার ও সিমেন্ট উৎপাদন করা হয়।
⇒ ছাতক সিমেন্ট কোং লিঃ, সুনামগঞ্জ জেলার ছাতকে অবস্থিত দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট কারখানা।
- এটি ১৯৩৭ সালে আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানী নামে ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত।
- ১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিক কর্তৃক কারখনাটি পরিত্যক্ত হলে ১৯৬৬ সাল হতে এটি ইপিআইডিসি’র নিয়ন্ত্রনে আসে।
- বাংলাদেশের স্বাধীন হওয়ার পর প্রথমে বিএমওজিসি, পরে বিএমইডিসি এবং সর্বশেষ ১৯৮২ সালের ১লা জুলাই থেকে বিসিআইসি’র নিয়ন্ত্রণে আসে।
উল্লেখ্য,
- সিমেন্ট উৎপাদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ ক্লিংকার।
- চুনাপাথর ও মাটি থেকে প্রাপ্ত ক্যালসিয়াম, সিলিকা, অ্যালুমিনা, আয়রন ইত্যাদিকে বিভিন্ন তাপমাত্রায় রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ক্লিংকার প্রস্তুত করা হয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা বিদ্যমান রয়েছে?
Created: 2 months ago
A
একদলীয় শাসনব্যবস্থা
B
বহুদলীয় গণতন্ত্র ব্যবস্থা
C
তত্ত্বাবধায়ক গণতন্ত্র ব্যবস্থা
D
কোনটি নয়
রাজনৈতিক ব্যবস্থা:
-
বাংলাদেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা বিদ্যমান।
-
বিভিন্ন সময়ে একাধিক রাজনৈতিক দল জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
-
স্বাধীন বাংলাদেশের সূচনালগ্নেই এ দেশে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়।
উল্লেখ্য:
-
১৯৭৫ থেকে ১৯৯১ সময়ে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা প্রচলিত ছিল।
-
বাংলাদেশের আইনসভা জাতীয় সংসদ নামে পরিচিত, যা এককক্ষ বিশিষ্ট।
সূত্র: পৌরনীতি ও নাগরিকতা: নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া
0
Updated: 2 months ago
বাংলাদেশের নিচের কোন প্রতিষ্ঠানটি স্থানীয় স্বায়ত্তশাসিত?
Created: 1 month ago
A
উপজেলা পরিষদ
B
জাতীয় সংসদ
C
জেলা প্রশাসন
D
উপজেলা প্রশাসন
স্থানীয় স্বায়ত্তশাসন (Local Self-Government) – বাংলাদেশ
১. সংজ্ঞা
স্থানীয় স্বায়ত্তশাসন হলো নির্দিষ্ট এলাকার জনগণের স্বশাসন, যা সংশ্লিষ্ট এলাকার নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হয়।
-
প্রতিনিধিরা তাঁদের কার্যাবলীর জন্য জনগণের নিকট দায়ী থাকেন।
২. প্রধান বৈশিষ্ট্য
-
আইনগত ভিত্তি: কার্যক্রম পরিচালনার জন্য আইনগত অনুমোদন।
-
নির্বাচিত সংস্থা: প্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে দায়িত্বে আসেন।
-
জনগণের অংশগ্রহণ: সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের সক্রিয় অংশগ্রহণ।
-
তহবিল সংগ্রহের ক্ষমতা: কর বা অন্য উৎসের মাধ্যমে অর্থ সংগ্রহের ক্ষমতা।
-
পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন: স্থানীয় উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা।
-
স্বাধীনতা: কেন্দ্রীয় বা বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কার্য সম্পাদন।
৩. গুরুত্ব
-
এটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বা সরকার পরিচালনার পরিশীলিত রূপ।
৪. বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহ
-
ইউনিয়ন পরিষদ
-
উপজেলা পরিষদ
-
জেলা পরিষদ
-
পৌরসভা
-
সিটি কর্পোরেশন
-
পার্বত্য জেলা পরিষদ
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান কোনটি?
Created: 3 weeks ago
A
আমির গার্মেন্টস লিমিটেড
B
রিয়াজ গার্মেন্টস লিমিটেড
C
বৈশাখী গার্মেন্টস লিমিটেড
D
বন্ড গার্মেন্টস লিমিটেড
বাংলাদেশের প্রথম তৈরি পোশাক রপ্তানিকারক
-
বাংলাদেশের সবচেয়ে সফল শিল্প খাত হলো তৈরি পোশাক খাত, যা বর্তমানে মোট রপ্তানির ৮০% এর বেশি প্রদান করে।
-
স্বাধীনতার পর ব্যবসা শুরু করেন রিয়াজউদ্দিন, ১৯৭৩ সালে প্রতিষ্ঠা করেন রিয়াজ গার্মেন্টস লিমিটেড, যা স্বাধীন বাংলাদেশের প্রথম তৈরি পোশাক কারখানা হিসেবে স্বীকৃত।
-
২৮ জুলাই ১৯৭৮ তারিখে রিয়াজউদ্দিন ১০ হাজার শার্ট রপ্তানি করেন ফরাসি ক্রেতা হল্যান্ডার ফ্রঁস এর কাছে।
-
ওই চালানের ফরাসী মুদ্রায় দাম ছিল ১৩ মিলিয়ন ফ্রা, যা বাংলাদেশী টাকায় ছিল ৪ লাখ ২৭ হাজার টাকা।
-
১৯৯৮ সালে গাজীপুরের বোর্ডবাজারে তৈরি হয় রিয়াজ এক্সপোর্ট অ্যাপারেল, যার ক্ষমতা ছিল পাঁচ হাজার শার্ট উৎপাদন।
0
Updated: 3 weeks ago