২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে কোন দেশ থেকে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে?
A
সৌদি আরব
B
যুক্তরাষ্ট্র
C
সংযুক্ত আরব আমিরাত
D
বাহরাইন
উত্তরের বিবরণ
২০২৪-২৫ অর্থবছরে রেমিট্যান্স প্রাপ্তি:
- ২০২৪-২৫ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রায় ৩০.৩৩ বিলিয়ন ডলারের প্রবাসী আয় এসেছে।
- এই আয় ২০২৩-২৪ অর্থবছরের ২৩.৯১ বিলিয়ন ডলারের চেয়ে ৬.৪২ বিলিয়ন ডলার বা ২৬.৮ শতাংশ বেশি।
- ২০২৪-২৫ অর্থবছরে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে।
⇒ রেমিট্যান্স প্রেরণে শীর্ষ দেশ:
১. যুক্তরাষ্ট্র,
২. সৌদি আরব,
৩. সংযুক্ত আরব আমিরাত,
৪. যুক্তরাজ্য,
৫. মালয়েশিয়া।
0
Updated: 1 month ago
সান ফ্রান্সিসকো সম্মেলনে কতটি দেশ অংশগ্রহণ করেছিল?
Created: 1 month ago
A
৪৮টি
B
৫০টি
C
৫১টি
D
৫৪টি
সানফ্রান্সিসকো সম্মেলন (১৯৪৫)
-
সময় ও স্থান: ২৫ এপ্রিল – ২৬ জুন, ১৯৪৫; সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
-
উদ্দেশ্য: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্বে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে জাতিসংঘ প্রতিষ্ঠা করা
-
অংশগ্রহণকারী দেশ: ৫০টি দেশ, প্রধান দেশসমূহ – যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, চীন, ফ্রান্স
-
ফলাফল:
-
জাতিসংঘের সংবিধান (Charter) অনুমোদন
-
২৪ অক্টোবর, ১৯৪৫ – সংবিধান কার্যকর হওয়া এবং জাতিসংঘের প্রতিষ্ঠা
-
২৪ অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়
-
0
Updated: 3 days ago
'পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল' গানটির গীতিকার কে?
Created: 1 month ago
A
আপেল মাহমুদ
B
গোবিন্দ হালদার
C
সমর দাস
D
স্বপ্না রায়
স্বাধীন বাংলা বেতার কেন্দ্র:
- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত বেতার সম্প্রচার কেন্দ্র।
- চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রচারিত গানগুলো মানুষকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণের প্রেরণা যুগিয়েছে।
⇒ তীর হারা এই ঢেউয়ের সাগর:
- কথা ও সুর: আপেল মাহমুদ।
- শিল্পী: রথীন্দ্রনাথ রায়।
⇒ পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: সমর দাস।
- গানটি কয়েকজন শিল্পীর সমবেত কণ্ঠে প্রচার করা হয়।
⇒ মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: আপেল মাহমুদ।
⇒ এক সাগর রক্তের বিনিময়ে:
- গীতিকার: গোবিন্দ হালদার।
- সুরকার: আপেল মাহমুদ।
- শিল্পী: স্বপ্না রায়।
⇒ সালাম সালাম হাজার সালাম:
- গীতিকার: ফজলে খোদা।
- সুরকার: আব্দুল জব্বার।
- শিল্পী: আব্দুল জব্বার।
তথ্যসূত্র - প্রথম আলো পত্রিকার রিপোর্ট।
0
Updated: 1 month ago
রাখাইন জনগোষ্ঠী কী নামে পরিচিত?
Created: 1 month ago
A
মারমা
B
মগ
C
মাইজু
D
পাঙ্গাল
রাখাইন জাতিসত্তা বাংলাদেশের একটি ক্ষুদ্র জনগোষ্ঠী, যারা মূলত মায়ানমারের রাখাইন রাজ্য থেকে আগমন করেছে। এদের ঐতিহ্য, ভাষা ও কৃষিকাজের নিজস্ব প্রথা রয়েছে, যা পার্বত্য ও সমুদ্র তীরবর্তী অঞ্চলের জীবনযাত্রার সঙ্গে জড়িত।
-
অবস্থান: বাংলাদেশ ও মায়ানমার।
-
অন্যান্য নাম: মগ।
-
অভিবাসন: আঠারো শতকের শেষের দিকে আরাকান (বর্তমান রাখাইন রাজ্য, মায়ানমার) থেকে বাংলাদেশে আগমন।
-
বাংলাদেশে প্রধান বসতি: কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা।
-
ভাষা: রাখাইন ভাষা বা ম্রো ভাষা, যা মিয়ানমারের বর্মী ভাষা পরিবারের অন্তর্গত।
-
পেশা: প্রধানত কৃষিকাজ, জুমচাষ বা পাহাড়ি চাষাবাদ পদ্ধতি ব্যবহার।
-
ধর্ম: মূলত বৌদ্ধ, তবে কিছু হিন্দু ও মুসলিম রাখাইনও আছে।
অন্যদিকে উল্লেখযোগ্য:
-
পাঙ্গাল মুসলিম জাতিসত্তা।
-
মারমা হলো বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর নৃগোষ্ঠী।
0
Updated: 1 month ago