দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি? [আগস্ট, ২০২৫]
A
পাট ও পাটজাত পণ্য
B
চামড়া ও চামড়াজাত পণ্য
C
হিমায়িত পণ্য
D
কৃষি পণ্য
উত্তরের বিবরণ
বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত:
- রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) পরিসংখ্যান অনুসারে, বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত হলো তৈরি পোশাক।
- এবং দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত হলো চামড়া ও চামড়াজাত পণ্য।
⇒ ২০২৪-২৫ অর্থবছরে ৪ হাজার ৮২৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
- ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের হিস্যা ৮৩ শতাংশ। এই সময়ে রপ্তানি হয়েছে ৩৯৬ কোটি ডলারের তৈরি পোশাক।
- তৈরি পোশাকের পর দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্য। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে ১২ কোটি ৭৪ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে।
- ৩য় শীর্ষ রপ্তানি খাত কৃষি প্রক্রিয়াজাত পণ্য। ২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি ৯ কোটি ডলারে দাঁড়িয়েছে।
উৎস: i) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
ii) প্রথম আলো।
0
Updated: 1 month ago
SEZ-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Standard Economic Zone
B
Special Economic Zone
C
Strategic Economic Zone
D
Sustainable Economic Zone
SEZ:
- SEZ-এর পূর্ণরূপ: Special Economic Zone.
⇒ একটি দেশের নির্দিষ্টভাবে চিহ্নিত সেই সকল অঞ্চল যেগুলি দেশের আন্যান্য অঞ্চলের তুলজ অর্থনীতি ও বাণিজ্যের ক্ষেত্রে প্রচলিত সরকারী নীতি নিয়মের ব্যাপারে অধিক সুযোগ সুবিধা ভোগ করে তাদের SEZ বলে।
- উদ্দেশ্য:
(i) দেশে বিনিয়োগ বৃদ্ধি করা,
(ii) রপ্তানী বৃদ্ধি করা,
(iii) সরকারী নিয়মনীতির জটিলত নেই বলে বিনিয়োগকারীদের উৎসাহ বোধ করা।
(iv) উৎপাদনমূলক ও পরিষেবামূলক শিল্পে সুলঙ্গে আন্তর্জাতিক গুণমানের পণ্য উৎপাদন করা।
(v) সহজে বৈদেশিক মুদ্রা অর্জন করা ও দেশের অর্থনৈতি উন্নতি তরান্বিত করা।
0
Updated: 1 month ago
পাংখোয়া জাতিগোষ্ঠী নিজেদের কোন ধর্মবিশ্বাসের অনুসারী বলে পরিচয় দেয়?
Created: 1 month ago
A
বৌদ্ধ
B
বাহাই
C
খ্রিস্টান
D
জৈন
পাংখোয়া বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী একটি ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠী, যারা তাদের নিজস্ব ভাষা, ধর্ম ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ধরে রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
পাংখোয়া পার্বত্য রাঙ্গামাটি জেলার সাজেক উপত্যকা থেকে বান্দরবানের রুমা পর্যন্ত এবং ভারতের মিজোরাম রাজ্যের সংলগ্ন সীমান্ত এলাকা পর্যন্ত বিস্তৃত।
-
তারা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের ১৩টি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে অন্যতম।
-
পাংখোয়া জনগোষ্ঠী নিজেদের ধর্মবিশ্বাসে বৌদ্ধ বলে দাবি করে।
-
তবুও, অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের মতো তাদের সমাজে প্রকৃতি উপাসনাও প্রচলিত।
-
পাংখোয়া সমাজে পৌরাণিক গল্পকাহিনী ব্যাপকভাবে প্রচলিত।
-
তাদের প্রধান সৃষ্টিকর্তা হলো ‘পত্যেন’, এবং প্রধান উপাস্য দেবতা হলো ‘খোজিং’।
0
Updated: 1 month ago
বাংলাদেশের প্রথম অনলাইন ভিত্তিক সংবাদ প্রোটালের নাম কী?
Created: 1 month ago
A
বিডি নিউজ ২৪
B
ইউএনবি
C
আরটিএনন
D
ইএনএস
বিডিনিউজ২৪ বাংলাদেশের প্রথম অনলাইন-নির্ভর সংবাদ পোর্টাল হিসেবে পরিচিত। এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ইন্টারেক্টিভ এবং সমন্বিত মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে সংবাদ প্রকাশ করে।
-
প্রকাশ মাধ্যম: বাংলা ও ইংরেজি উভয় ভাষায় অনলাইন
-
মালিকানা: বেক্সিমকো গ্রুপের বাংলাদেশ নিউজ ২৪ আওয়ার্স লিমিটেড
-
সম্পাদক ও মহাব্যবস্থাপক: সাবেক বিবিসি সম্প্রচারক ও সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী
-
উদ্দেশ্য: দ্রুত, নির্ভরযোগ্য এবং সমন্বিত অনলাইন সংবাদ পরিবেশন
উৎস:
0
Updated: 1 month ago