ইউনাইটেড ব্যাংক লিমিটেড এবং ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে কোন ব্যাংক গঠিত হয়?
A
যমুনা ব্যাংক
B
পূবালী ব্যাংক
C
জনতা ব্যাংক
D
রূপালী ব্যাংক
উত্তরের বিবরণ
জনতা ব্যাংক পিএলসি
-
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর ভাঙা আর্থিক ভিত্তি পুনর্গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
-
এই প্রেক্ষাপটে দেশের অর্থনীতি পুনর্গঠনের জন্য পূর্বে পরিচালিত বেশ কয়েকটি ব্যাংককে একীভূত করে নতুন ব্যাংক গঠনের ব্যবস্থা নেওয়া হয়।
-
১৯৭২ সালে ব্যাংক জাতীয়করণ আদেশ (রাষ্ট্রপতির আদেশ নং ২৬) এর অধীনে পূর্ববর্তী ইউনাইটেড ব্যাংক লিমিটেড ও ইউনিয়ন ব্যাংক লিমিটেডকে একত্রিত করে জনতা ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
⇒ ২০০৭ সালের ১৫ নভেম্বর জনতা ব্যাংক জয়েন্ট স্টক রেজিস্ট্রারের সাথে নিবন্ধিত হয়ে জনতা ব্যাংক লিমিটেড নামে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে পুনর্গঠন করা হয়।
-
কোম্পানি আইন ১৯৯৪-এর ২০২০ সংশোধনীর আওতায় ব্যাংকটির নাম পরিবর্তন করে জনতা ব্যাংক পিএলসি রাখা হয়।
-
বর্তমান চেয়ারম্যান: জনাব এম. ফজলুর রহমান।
উৎস: জনতা ব্যাংক পিএলসি ওয়েবসাইট
0
Updated: 1 month ago
প্রজাতন্ত্রের সকল কাজ কার নামে পরিচালিত হয়?
Created: 1 month ago
A
প্রধানমন্ত্রী
B
রাষ্ট্রপতি
C
মন্ত্রিপরিষদ
D
জাতীয় সংসদ
রাষ্ট্রপতি
-
সংসদীয় ব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান।
-
প্রজাতন্ত্রের সকল কাজ তার নামে পরিচালিত হয়।
-
কোনো নির্বাহী ক্ষমতা রাষ্ট্রপতির হাতে নেই।
-
রাষ্ট্রপতি দেশের সরকার গঠন, শাসন পরিচালনা, আইন প্রণয়ন এবং অর্থ, বিচার, প্রতিরক্ষা ও কূটনীতি বিষয়ক গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করেন।
-
সংসদ নির্বাচনের পর রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের আস্থাভাজন নেতাকে প্রধানমন্ত্রী নিযুক্ত করেন।
-
রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ ও তাদের দপ্তর বণ্টন করেন।
-
এছাড়া রাষ্ট্রপতি অ্যাটর্নি জেনারেল, প্রধান নির্বাচন কমিশনার, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারকবৃন্দ, রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের নিয়োগ দেন।
0
Updated: 1 month ago
জিডিপি বা মোট দেশজ উৎপাদন গণনায় নিচের কোনটি পরিমাপ করা হয়?
Created: 1 month ago
A
শুধু দেশীয় নাগরিকদের আয়
B
চূড়ান্ত দ্রব্য ও সেবার মূল্য
C
সরকারি ও বেসরকারি মোট আয়
D
প্রাথমিক দ্রব্য ও সেবার মূল্য
মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product বা GDP) হলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, সাধারণত এক বছরে, কোনো দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত দ্রব্য ও সেবার বাজার মূল্যের সমষ্টি।
মূল বিষয়সমূহ:
-
মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত: দেশের অভ্যন্তরীণ আয় এবং দেশে অবস্থানরত বিদেশিদের আয়।
-
মোট দেশজ উৎপাদনে অন্তর্ভুক্ত নয়: বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের প্রেরিত অর্থ।
-
অর্থাৎ, GDP = মোট জাতীয় উৎপাদন (GNP) + উক্ত দেশে অবস্থানকারী বিদেশিদের অর্জিত আয় – বিদেশে অবস্থানকারী দেশীয় নাগরিকদের আয়।
সংজ্ঞা ব্যাখ্যা:
-
কোনো নির্দিষ্ট সময়ে দেশের ভেতরে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজার মূল্য এবং দেশের ভেতরে অবস্থানরত বিদেশিরা যে আয় অর্জন করেছে তা অন্তর্ভুক্ত করা হয়।
-
একই সময়ে বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের আয় যা দেশে প্রেরিত হচ্ছে, তা বাদ দেয়া হয়।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত?
Created: 1 month ago
A
৪৬.৫ বিলিয়ন ডলার
B
৬৩.৫ বিলিয়ন ডলার
C
৫২.৫ বিলিয়ন ডলার
D
৭৫.৫ বিলিয়ন ডলার
রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা (২০২৫-২৬ অর্থবছর)
-
মোট লক্ষ্যমাত্রা: ৬৩.৫ বিলিয়ন ডলার
-
২০২৪-২৫ অর্থবছরের তুলনায় ১৬.৫% বৃদ্ধি।
-
লক্ষ্য অর্জিত হবে বিশ্ববাজারে পণ্য ও সেবা রপ্তানির মাধ্যমে।
-
-
আয় ভাগ:
-
পণ্য রপ্তানি: ৫৫ বিলিয়ন ডলার
-
সেবা রপ্তানি: ৮.৫ বিলিয়ন ডলার
-
-
প্রধান পণ্যভিত্তিক আয়ের আশা:
-
তৈরি পোশাক (ওভেন খাত): ২০.৭৯ বিলিয়ন ডলার
-
তৈরি পোশাক (নিট খাত): ২৩.৭০ বিলিয়ন ডলার
-
চামড়া ও চামড়াজাত পণ্য: ১.২৫ বিলিয়ন ডলার
-
পাট ও পাটপণ্য: ৯০০ মিলিয়ন ডলার
-
কৃষিপণ্য: ১.২১ বিলিয়ন ডলার
-
-
সূত্র:
-
তথ্য জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবর রহমান, ১২ আগস্ট ২০২৫।
-
উৎস: The Business Standard
0
Updated: 1 month ago