২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সর্বোচ্চ গন্তব্য কোন দেশ?
A
কানাডা
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
স্পেন
উত্তরের বিবরণ
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক (RMG) রপ্তানি চিত্র
সার্বিক রপ্তানি অবস্থা:
- 
মোট রপ্তানি: ৪৬.৫৭ বিলিয়ন মার্কিন ডলার (২০১টি দেশ ও অঞ্চল) 
- 
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়: ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার 
- 
খাতটির প্রবৃদ্ধি: ৮.৮৪% 
দেশভিত্তিক প্রধান বাজার:
- 
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): ১৯.৭১ বিলিয়ন ডলার (৫০.১০%) 
- 
মার্কিন যুক্তরাষ্ট্র: ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%) 
- 
যুক্তরাজ্য: ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%) 
- 
কানাডা: ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%) 
ইউরোপের ভেতরে প্রধান বাজারসমূহ:
- 
জার্মানি: ৪.৯৫ বিলিয়ন ডলার 
- 
স্পেন: ৩.৪০ বিলিয়ন ডলার 
- 
ফ্রান্স: ২.১৬ বিলিয়ন ডলার 
- 
নেদারল্যান্ডস: ২.০৯ বিলিয়ন ডলার 
- 
পোল্যান্ড: ১.৭০ বিলিয়ন ডলার 
- 
ইতালি: ১.৫৪ বিলিয়ন ডলার 
- 
ডেনমার্ক: ১.০৪ বিলিয়ন ডলার 
প্রবৃদ্ধি (২০২৪–২৫ অর্থবছরে):
- 
ইইউ বাজারে: ৯.১০% 
- 
যুক্তরাষ্ট্রে: ১৩.৭৯% 
- 
কানাডায়: ১২.০৭% 
আন্তর্জাতিক অবস্থান:
- 
ডব্লিউটিও’র World Trade Statistics 2024 অনুযায়ী, চীনের পর বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। 
উৎস:
i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ওয়েবসাইট
iii) প্রথম আলো
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
‘সংশপ্তক’ ভাস্কর্যটির ভাস্কর -
Created: 1 month ago
A
শামীম শিকদার
B
আবদুর রাজ্জাক
C
মৃণাল হক
D
হামিদুজ্জামান খান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ‘সংশপ্তক’ ভাস্কর্যের নির্মাতা ছিলেন ভাস্কর হামিদুজ্জামান খান, যিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক বেশিরভাগ ভাস্কর্যের স্রষ্টা।
প্রধান তথ্যসমূহ:
- 
স্বাধীনতার পর ১৯৭২ সালে ভাস্কর আবদুর রাজ্জাকের সঙ্গে জয়দেবপুর চৌরাস্তায় ‘জাগ্রত চৌরঙ্গী’ ভাস্কর্য নির্মাণে কাজ করেন; এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রথম ভাস্কর্য। 
- 
অন্যান্য উল্লেখযোগ্য ভাস্কর্য: ‘জাগ্রত বাংলা’ (আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া), ‘বিজয় কেতন’ (ঢাকা সেনানিবাস), ‘স্বাধীনতা চিরন্তন’ (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়), ‘মৃত্যুঞ্জয়ী’ (আগারগাঁও, সরকারি কর্মকমিশন প্রাঙ্গণ), ‘এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম’ (মাদারীপুর)। 
- 
জন্ম: ১৬ মার্চ, ১৯৪৬, কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার সহশ্রাম গ্রাম। 
- 
২০০৬ সালে শিল্পকলায় অবদানের জন্য একুশে পদক পান। 
- 
মৃত্যু: ২০ জুলাই, ২০২৫, ৭৯ বছর বয়সে ঢাকার ইউনাইটেড হাসপাতালে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন সম্ভব?
Created: 1 month ago
A
৫১নং অনুচ্ছেদ
B
৫৩নং অনুচ্ছেদ
C
৫২নং অনুচ্ছেদ
D
৫৪নং অনুচ্ছেদ
বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতির অভিশংসন সম্পর্কিত বিধান অনুচ্ছেদ ৫২(১)-এ উল্লেখ করা হয়েছে। এখানে বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি সংবিধান লঙ্ঘন করেন বা গুরুতর অসদাচরণে লিপ্ত হন, তবে সংসদ তাকে অভিশংসন করতে পারে। এ জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হয়।
প্রধান বিষয়গুলো হলো:
- 
অভিশংসনের অভিযোগ আনার জন্য সংসদের মোট সদস্যসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশের স্বাক্ষরসহ প্রস্তাবের নোটিশ স্পিকারের নিকট জমা দিতে হবে। 
- 
নোটিশ জমা দেওয়ার ১৪ দিনের আগে বা ৩০ দিনের পরে প্রস্তাবটি আলোচনার জন্য উত্থাপন করা যাবে না। 
- 
যদি সংসদ অধিবেশনরত না থাকে, তবে স্পিকার অবিলম্বে সংসদ আহ্বান করবেন। 
রাষ্ট্রপতি সম্পর্কিত অন্যান্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো হলো:
- 
অনুচ্ছেদ ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি 
- 
অনুচ্ছেদ ৫৩: অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির অপসারণ 
- 
অনুচ্ছেদ ৫৪: রাষ্ট্রপতির অনুপস্থিতি বা সাময়িক অক্ষমতার ক্ষেত্রে স্পিকারের দায়িত্বগ্রহণ 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধের সময় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে কোন বাহিনী গঠিত হয়েছিল?
Created: 1 month ago
A
জেড ফোর্স
B
কে ফোর্স
C
এস ফোর্স
D
যৌথ কমান্ড
মুক্তিযুদ্ধে নিয়মিত ব্রিগেড ফোর্সসমূহ
মুক্তিযুদ্ধের সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিভিন্ন ব্যাটালিয়ন নিয়ে তিনটি নিয়মিত ব্রিগেড ফোর্স গঠন করা হয়: জেড ফোর্স, কে ফোর্স, এস ফোর্স।
১. জেড ফোর্স (Z Force)
- 
নেতৃত্ব: মেজর জেনারেল জিয়াউর রহমান 
- 
গঠনকাল: জুলাই ১৯৭১ 
- 
উপাদান: ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 
- 
বিশেষত্ব: নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেড; মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ যুদ্ধে সক্রিয় 
২. এস ফোর্স (S Force)
- 
নেতৃত্ব: কে.এম. সফিউল্লাহ 
- 
গঠনকাল: অক্টোবর ১৯৭১ 
- 
উপাদান: ২য় ও ১১তম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 
- 
বিশেষত্ব: দ্বিতীয় নিয়মিত ব্রিগেড; কৌশলগত গুরুত্বপূর্ণ অভিযানে অংশগ্রহণ 
৩. কে ফোর্স (K Force)
- 
নেতৃত্ব: কর্ণেল খালেদ মোশারফ 
- 
গঠনকাল: অক্টোবর ১৯৭১ 
- 
উপাদান: ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট 
- 
বিশেষত্ব: মুক্তিযুদ্ধের তৃতীয় নিয়মিত ব্রিগেড; সেক্টরভিত্তিক কার্যক্রমে সক্রিয় 
উপসংহার:
মুক্তিযুদ্ধকালে এই তিনটি নিয়মিত ব্রিগেড—জেড, কে ও এস ফোর্স—ই মুক্তিকামী বাহিনীর নিয়মিত অংশ হিসেবে পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সশস্ত্র অভিযান পরিচালনা করেছিল।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago