২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির সর্বোচ্চ গন্তব্য কোন দেশ?
A
কানাডা
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
স্পেন
উত্তরের বিবরণ
২০২৪–২৫ অর্থবছরে বাংলাদেশের তৈরি পোশাক (RMG) রপ্তানি চিত্র
সার্বিক রপ্তানি অবস্থা:
-
মোট রপ্তানি: ৪৬.৫৭ বিলিয়ন মার্কিন ডলার (২০১টি দেশ ও অঞ্চল)
-
তৈরি পোশাক খাতের রপ্তানি আয়: ৩৯.৩৫ বিলিয়ন মার্কিন ডলার
-
খাতটির প্রবৃদ্ধি: ৮.৮৪%
দেশভিত্তিক প্রধান বাজার:
-
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ): ১৯.৭১ বিলিয়ন ডলার (৫০.১০%)
-
মার্কিন যুক্তরাষ্ট্র: ৭.৫৪ বিলিয়ন ডলার (১৯.১৮%)
-
যুক্তরাজ্য: ৪.৩৫ বিলিয়ন ডলার (১১.০৫%)
-
কানাডা: ১.৩০ বিলিয়ন ডলার (৩.৩১%)
ইউরোপের ভেতরে প্রধান বাজারসমূহ:
-
জার্মানি: ৪.৯৫ বিলিয়ন ডলার
-
স্পেন: ৩.৪০ বিলিয়ন ডলার
-
ফ্রান্স: ২.১৬ বিলিয়ন ডলার
-
নেদারল্যান্ডস: ২.০৯ বিলিয়ন ডলার
-
পোল্যান্ড: ১.৭০ বিলিয়ন ডলার
-
ইতালি: ১.৫৪ বিলিয়ন ডলার
-
ডেনমার্ক: ১.০৪ বিলিয়ন ডলার
প্রবৃদ্ধি (২০২৪–২৫ অর্থবছরে):
-
ইইউ বাজারে: ৯.১০%
-
যুক্তরাষ্ট্রে: ১৩.৭৯%
-
কানাডায়: ১২.০৭%
আন্তর্জাতিক অবস্থান:
-
ডব্লিউটিও’র World Trade Statistics 2024 অনুযায়ী, চীনের পর বাংলাদেশ বিশ্বের ২য় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ।
উৎস:
i) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
ii) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ওয়েবসাইট
iii) প্রথম আলো
0
Updated: 1 month ago
'দেবপর্বত' প্রাচীন কোন জনপদের রাজধানী ছিল?
Created: 1 month ago
A
গৌড়
B
হরিকেল
C
সমতট
D
পুণ্ড্র
দেবপর্বত হলো প্রাচীন সমতটের একটি গুরুত্বপূর্ণ নগরী, যা কুমিল্লা জেলার বরকামতা এলাকায় অবস্থিত। এটি মূলত সমতট রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত এবং দেব রাজবংশের শাসনামলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল।
-
কুমিল্লার নিকটবর্তী ময়নামতী শৈলশিরায় অবস্থিত।
-
সমতটের পরম্পরাগত পাঁচটি পরিচিত রাজধানীর মধ্যে দেবপর্বত তৃতীয় ও সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ।
-
রাজনৈতিক কেন্দ্রে পরিণত হওয়ার বহু পূর্বেই এটি একটি তীর্থস্থান এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে খ্যাত।
সমতট:
-
দক্ষিণ-পূর্ব বাংলার প্রাচীন জনপদের নাম সমতট।
-
বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্যের কিছু অংশ, বাংলাদেশের বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল সমতটের অন্তর্ভুক্ত ছিল।
-
মেঘনা নদীর পূর্ববর্তী কুমিল্লা-নোয়াখালীর সমতল অঞ্চলে সমতটের অবস্থান ছিল।
-
সপ্তম শতকে রাজা রাজভট্টের অন্যতম রাজধানী ছিল বড়োকামতা।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে?
Created: 1 month ago
A
প্রথম ভাগ
B
দ্বিতীয় ভাগ
C
তৃতীয় ভাগ
D
চতুর্থ ভাগ
বাংলাদেশের সংবিধান হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধান আইন ও রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্ধারণকারী দলিল। এটি ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে কার্যকর হয়। সংবিধান মোট ১১টি ভাগ এবং ১৫৩টি অনুচ্ছেদ নিয়ে গঠিত।
-
সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত হয়েছে, যেখানে সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদসহ অন্যান্য মৌলিক দিক নির্দেশনা অন্তর্ভুক্ত।
সংবিধানের ভাগসমূহ:
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচার বিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান-সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
0
Updated: 4 weeks ago
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুযায়ী, বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Created: 1 month ago
A
১.২০%
B
১.১৫%
C
১.১২%
D
১.১০%
বাংলাদেশের ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা ২০২২ অনুষ্ঠিত হয় ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত। এই গণনায় দেশের মোট জনসংখ্যা, জনঘনত্ব, সাক্ষরতার হারসহ গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে।
প্রধান তথ্যগুলো হলো:
-
মোট জনসংখ্যা দাঁড়ায় ১৬,৯৮,২৮,৯১১ জন।
-
বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ছিল ১.১২%।
-
সাক্ষরতার হার ছিল ৭৪.৮০%।
-
তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত হয় CPI পদ্ধতি, আর গণনার ক্ষেত্রে প্রয়োগ করা হয় Modified De-fecto পদ্ধতি।
-
জনসংখ্যার ঘনত্বের দিক থেকে ঢাকা বিভাগে ঘনত্ব সবচেয়ে বেশি এবং বরিশাল বিভাগে সবচেয়ে কম।
-
জেলার হিসেবে সবচেয়ে কম জনঘনত্বের অধিকারী হলো রাঙ্গামাটি জেলা।
0
Updated: 1 month ago