বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল কোন দেশ? [আগস্ট, ২০২৫]
A
কুয়েত
B
সৌদি আরব
C
কাতার
D
সংযুক্ত আরব আমিরাত
উত্তরের বিবরণ
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল
-
বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) তথ্য অনুযায়ী, বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্য মধ্যপ্রাচ্যের দেশগুলো।
-
এর মধ্যে সর্বাধিক গন্তব্য সৌদি আরব → মোট নারী অভিবাসীর ৭২%।
অন্যান্য প্রধান গন্তব্যস্থল:
-
জর্ডান → ১৮%
-
কাতার → ৮%
-
কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত → ১% করে
📌 উৎস: বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (BMET)।
0
Updated: 1 month ago
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলে যৌথবাহিনীর পক্ষ থেকে কার স্বাক্ষর ছিল?
Created: 1 month ago
A
লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ নিয়াজী
B
জেনারেল স্যাম মানেকশ
C
লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা
D
এয়ার ভাইস মার্শাল এ. কে. খন্দকার
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। পাকিস্তানি বাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ নিয়াজী, আর যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা, যিনি ভারতীয় পূর্বাঞ্চলীয় সেনা কমান্ডের প্রধান ছিলেন।
পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ:
-
বিকেলে ঢাকার রেসকোর্স ময়দানে মিত্রবাহিনীর কাছে পাকিস্তানি সেনাবাহিনী নিঃশর্ত আত্মসমর্পণ করে।
-
এ আত্মসমর্পণের মাধ্যমে ২৬ মার্চ থেকে শুরু হওয়া মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি ঘটে।
পটভূমি ও প্রাসঙ্গিক তথ্য:
-
বঙ্গবন্ধু ৭ মার্চ রেসকোর্স ময়দানে লাখো জনতার সামনে বলেছিলেন, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
-
১৪ ডিসেম্বর পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্বাঞ্চলের কমান্ডার জেনারেল এ কে নিয়াজী-কে অবিলম্বে যুদ্ধ বন্ধ ও সশস্ত্র বাহিনীর জীবন রক্ষার নির্দেশ দেন।
-
১৫ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল স্যাম মানেকশ পাকিস্তানি সেনাবাহিনীকে অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণের আহ্বান জানান।
-
১৬ ডিসেম্বর সকাল সোয়া নয়টার সময় মানেকশ, ভারতের পূর্বাঞ্চল বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ মেজর জেনারেল জে এফ আর জেকব-কে ঢাকায় পাঠান আত্মসমর্পণের দলিল চূড়ান্ত করার জন্য।
-
বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়।
-
লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ নিয়াজী সেই স্থানে স্বাক্ষর করেন, যেখানে বঙ্গবন্ধু ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, উপস্থিত ছিলেন ৯৩ হাজার সৈন্য ও অফিসার।
-
যৌথবাহিনীর পক্ষে স্বাক্ষর করেন লে. জেনারেল জগজিৎ সিং অরোরা, যিনি পূর্বাঞ্চলীয় ভারতীয় বাহিনী ও বাংলাদেশ বাহিনীর সর্বাধিনায়ক ছিলেন।
0
Updated: 1 month ago
মণিপুরী জাতিগোষ্ঠী প্রধানত বসবাস করে কোথায়?
Created: 1 month ago
A
কক্সবাজার ও রাঙ্গামাটি
B
সিলেট ও মৌলভীবাজার
C
পটুয়াখালী ও বরগুনা
D
দিনাজপুর ও ঠাকুরগাঁও
মণিপুরী জাতিসত্তা মূলত ভারতের মণিপুর রাজ্যের বাসিন্দা, যারা বাংলাদেশের কিছু উত্তর-পূর্বাঞ্চলীয় জেলায় বসবাস করে। এরা মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্গত এবং তাদের নিজস্ব ভাষা, ধর্ম, পেশা ও সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে।
-
অবস্থান: মূলত ভারতের মণিপুর রাজ্য; বাংলাদেশে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায়।
-
অন্যান্য নাম: মেইতেই।
-
উৎপত্তি: মঙ্গোলয়েড জাতিগোষ্ঠী; প্রায় ১৭শ শতাব্দীতে মণিপুর থেকে সিলেট অঞ্চলে আগমন।
-
ভাষা: মণিপুরী বা মেইতেই লোন, তিব্বত-বর্মণ ভাষা পরিবারের অন্তর্ভুক্ত।
-
ধর্ম: প্রধানত হিন্দু (বিশেষত বৈষ্ণব সম্প্রদায়), কিছু মণিপুরী মুসলিম (পাঙাল বা মণিপুরী মুসলমান)।
-
পেশা: কৃষিকাজ, তাঁতশিল্প (বিশেষত শাড়ি ও কাপড় বুনন), ক্ষুদ্র ব্যবসা।
-
সংস্কৃতি: মণিপুরী নৃত্য (বিশ্ববিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশৈলী) এবং নিজস্ব উৎসব যেমন রাস উৎসব।
0
Updated: 1 month ago
মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
Created: 1 month ago
A
অশোক
B
বিন্দুসার
C
চন্দ্রগুপ্ত
D
বৃহদ্রথ
চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশের শেষ রাজা ধননন্দকে পরাজিত করে মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
-
মৌর্য সাম্রাজ্য ভারতের ইতিহাসে প্রথম সর্বভারতীয় সাম্রাজ্য।
-
খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দে ব্যাবিলনে আলেকজান্ডারের মৃত্যু ঘটে, যার ফলে তার অধিকৃত ভারতীয় অঞ্চলে গ্রিকদের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও বিরোধ দেখা দেয়।
-
সেই সময় মগধে নন্দবংশীয় সম্রাট ধননন্দ রাজত্ব করছিলেন, যিনি মোটেও জনপ্রিয় ছিলেন না।
-
সুযোগে চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসন দখল করেন এবং উত্তর-পশ্চিম ভারত থেকে গ্রিকদের বিতাড়িত করে এক বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।
-
এই সাম্রাজ্য ইতিহাসে মৌর্য সাম্রাজ্য নামে পরিচিত।
-
মৌর্য সম্রাটরা বহু-বিভক্ত ভারতকে ঐক্যবদ্ধ করে একটি বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন।
-
এই বংশের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্য এবং অশোক বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছিলেন।
সূত্র:
0
Updated: 1 month ago