বাংলাদেশের EPZ গুলোতে সবচেয়ে বেশি বিনিয়োগ করে কোন দেশ? [আগস্ট, ২০২৫]
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
জাপান
D
শ্রীলঙ্কা
উত্তরের বিবরণ
সবচেয়ে বেশি বিনিয়োগ (বেপজা ইপিজেডসমূহে):
-
দেশে বেপজার অধীনে বর্তমানে মোট ৮টি ইপিজেড ও ১টি অর্থনৈতিক অঞ্চল রয়েছে।
এগুলো হলো:-
চট্টগ্রাম, ঢাকা, মোংলা, কুমিল্লা, উত্তরা, ঈশ্বরদী, কর্ণফুলী ও আদমজী ইপিজেড
-
চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল
-
⇒ এ পর্যন্ত বেপজার ইপিজেডগুলোতে ৩৮টি দেশ থেকে বিনিয়োগ এসেছে।
সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ ও প্রতিষ্ঠানের সংখ্যা:
-
চীন → ১০৮টি প্রতিষ্ঠান
-
দক্ষিণ কোরিয়া → ৬১টি প্রতিষ্ঠান
-
জাপান → ২৯টি প্রতিষ্ঠান
-
ভারত → ১৯টি প্রতিষ্ঠান
-
যুক্তরাজ্য → ১৯টি প্রতিষ্ঠান
-
যুক্তরাষ্ট্র → ১৭টি প্রতিষ্ঠান
-
শ্রীলঙ্কা → ৭টি প্রতিষ্ঠান
-
অন্যান্য দেশ → বাকি প্রতিষ্ঠানগুলো
0
Updated: 1 month ago
অর্থনৈতিক সমীক্ষা-২০২৪ অনুসারে, টাকার অঙ্কে কোন দেশ থেকে বাংলাদেশ সবচেয়ে বেশি আমদানি করে?
Created: 1 month ago
A
ভারত
B
চীন
C
যুক্তরাষ্ট্র
D
জার্মানি
দেশভিত্তিক আমদানি (বাংলাদেশ – অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী)
আমদানি রিপোর্ট
-
চীন: ১২,৫৫৩ মিলিয়ন মার্কিন ডলার (২৮.৪৬%)
-
ভারত: ৫,৯১৮ মিলিয়ন মার্কিন ডলার (১৩.৪২%)
-
যুক্তরাষ্ট্র: ১,৯৯০ মিলিয়ন মার্কিন ডলার (৪.৫১%)
-
মালয়েশিয়া: ১,৪৮২ মিলিয়ন মার্কিন ডলার (৩.৩৬%)
-
সিঙ্গাপুর: ১,৩৮৯ মিলিয়ন মার্কিন ডলার (৩.১৫%)
-
জাপান: ১,৩৪৭ মিলিয়ন মার্কিন ডলার (৩.০৫%)
-
দক্ষিণ কোরিয়া: ৭৫২ মিলিয়ন মার্কিন ডলার (১.৭০%)
গুরুত্বপূর্ণ তথ্য
-
টাকার অঙ্কে সবচেয়ে বেশি আমদানি করা হয় চীন থেকে।
-
দ্বিতীয় সর্বোচ্চ আমদানি হয় ভারত থেকে।
-
আমদানির ক্ষেত্রে ট্যারিফ অপারেটিভ ধাপ: ৬টি।
-
সর্বোচ্চ শুল্কহার: ২৫%।
-
ইউরোপীয় ইউনিয়ন (EU) ভুক্ত দেশগুলো বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পরবর্তী ৩ বছর শুল্কমুক্ত সুবিধা প্রদান অব্যাহত রাখবে।
উৎস: বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২৪
0
Updated: 1 month ago
কোন নৃগোষ্ঠী বাংলাদেশে বাস করে না?
Created: 1 month ago
A
কোচ
B
ডালু
C
চাক
D
নাগা
নাগা, কোচ, ডালু এবং চাক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠী, যারা নিজস্ব ভাষা, সংস্কৃতি ও সামাজিক প্রথা ধরে রেখেছে।
প্রধান তথ্যগুলো হলো:
-
নাগা:
-
নাগা নৃগোষ্ঠী মূলত ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে।
-
-
কোচ:
-
কোচ বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার অঞ্চলের একটি প্রাচীন ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
বর্তমানে তারা ময়মনসিংহ জেলার শেরপুরের ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও শ্রীবর্দী উপজেলায় বসবাস করছে।
-
তাদের বিস্তৃতি মূলত আদিভূমি কোচবিহার থেকে এসেছে।
-
-
ডালু:
-
ডালু জাতি বাংলাদেশে বসবাসকারী একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী।
-
তারা মূলত ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নালিতাবাড়ি এলাকায় অবস্থান করছে।
-
অনেকের ধারণা, তাদের আসল ভাষা হলো মণিপুরি।
-
-
চাক:
-
চাক বাংলাদেশের একটি উপজাতি, যারা বান্দরবান, চট্টগ্রামের চাক পাহাড় ও মিয়ানমারের রাখাইন রাজ্যে বসবাস করে।
-
তারা নিজেদের ভাষা চাক ভাষা বলে পরিচিত।
-
চাক ভাষায় ‘চক’ শব্দের অর্থ হলো ‘দাঁড়ানো’।
-
0
Updated: 1 month ago
‘গণতন্ত্র ও মানবাধিকার’ সম্পর্কে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে আলোকপাত করা হয়েছে?
Created: 1 month ago
A
১১ নং
B
১৭ নং
C
১৮ নং
D
২১ নং
বাংলাদেশের সংবিধানে গণতন্ত্র ও মানবাধিকারকে বিশেষ গুরুত্ব দিয়ে সংরক্ষণ করা হয়েছে। সংবিধানের ১১ নং অনুচ্ছেদে এর বিস্তারিত বিধান রয়েছে।
-
সংবিধানের ১১ অনুচ্ছেদে বলা হয়েছে যে প্রজাতন্ত্র হবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, যেখানে মৌলিক মানবাধিকার ও স্বাধীনতার নিশ্চয়তা থাকবে।
-
এখানে মানবসত্তার মর্যাদা ও মূল্যের প্রতি শ্রদ্ধাবোধ নিশ্চিত করা হবে এবং প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে।
-
প্রাপ্তবয়স্ক নাগরিকদের সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সরকার নির্বাচিত হবে।
-
সমাজজীবনে সর্বপ্রকার বৈষম্য দূরীকরণ করা হবে এবং নাগরিকদের মৌলিক মানবিক অধিকার ও ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করা হবে।
অন্যদিকে, সংবিধানের ১৭ নং অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার বিষয়ে বিধান রাখা হয়েছে।
উৎস:
0
Updated: 1 month ago