A
B
Cisco
C
IBM
D
Amazon
উত্তরের বিবরণ
Amazon EC2 এবং IaaS (Infrastructure as a Service)
২০০৬ সালে Amazon প্রথম বাণিজ্যিকভাবে IaaS সেবা চালু করে, যার নাম ছিল Amazon Elastic Compute Cloud (EC2)। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা ক্লাউডে ভার্চুয়াল সার্ভার চালাতে পারতেন এবং প্রয়োজন অনুযায়ী কম্পিউটিং রিসোর্স ব্যবহার করতে পারতেন। এর আগে প্রতিষ্ঠানগুলোকে নিজস্ব ডেটা সেন্টার ও সার্ভার ইনফ্রাস্ট্রাকচার স্থাপন করতে হতো, যা ব্যয়বহুল এবং সময়সাপেক্ষ। Amazon EC2 এর মাধ্যমে কম্পিউটিং ক্ষমতা দ্রুত বাড়ানো বা কমানো সম্ভব হলো, যা ক্লাউড কম্পিউটিংয়ের যুগে এক বিপ্লবী পদক্ষেপ ছিল।
সঠিক উত্তর: ঘ) Amazon
ক্লাউড কম্পিউটিং
কম্পিউটার রিসোর্স ব্যবহার করে নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদানকে ক্লাউড কম্পিউটিং বলা হয়।
১৯৬০ সালে জন ম্যাকার্থি প্রথম ক্লাউড কম্পিউটিং ধারণা দেন।
২০০৫ থেকে Amazon EC2 ব্যবহার শুরু হয়, এবং ২০০৬ সালে প্রথম বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং কার্যকর হয়।
ক্লাউড কম্পিউটিং-এর বৈশিষ্ট্য (NIST অনুযায়ী)
Resource Flexibility / Scalability: ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা বাড়ানো বা কমানো যায়।
On Demand: ব্যবহারকারী যখন খুশি তখন সেবা গ্রহণ করতে পারে।
Pay as you go: ব্যবহার অনুযায়ী অর্থ প্রদান করতে হয়, আগে থেকে সার্ভিস রিজার্ভ করতে হয় না।
ক্লাউড কম্পিউটিং সার্ভিস মডেল
IaaS (Infrastructure as a Service):
ক্লাউড সেবাদাতা নেটওয়ার্ক, CPU, স্টোরেজ এবং অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স প্রদান করে।
ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী OS ও সফটওয়্যার চালাতে পারে।
PaaS (Platform as a Service):
হার্ডওয়্যার, OS, ওয়েব সার্ভার, ডেটাবেস ও প্রোগ্রাম এক্সিকিউশন পরিবেশ প্রদান করে।
ডেভেলপাররা তাদের সফটওয়্যার এই প্ল্যাটফর্মে চালাতে পারে।
SaaS (Software as a Service):
ব্যবহারকারীরা ক্লাউডে তৈরি করা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইন্টারনেটের মাধ্যমে চালাতে পারে।
উৎস:
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
কোন ধরনের bus ব্যবহৃত হয় না?
Created: 6 days ago
A
address bus
B
input-reader bus
C
data bus
D
control bus
কম্পিউটার বাস (BUS)
• Input-reader Bus:
কম্পিউটারে এমন কোনো বাস নেই যাকে Input-reader Bus বলা হয়। সঠিক ধারণা হলো কম্পিউটার বাস।
• কম্পিউটার বাস কী?
কম্পিউটার বাস হলো তারের একটি সেট, যার মাধ্যমে ডিজিটাল তথ্য (০ বা ১) এক স্থানে থেকে অন্য স্থানে প্রেরণ করা হয়। বাসের মাধ্যমে কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার একে অপরের সঙ্গে যোগাযোগ করে এবং তথ্য আদান-প্রদান করতে পারে।
• কম্পিউটার বাসের প্রধান ধরন:
কম্পিউটার বাসকে মূলত দুই ভাগে ভাগ করা যায়:
১. সিস্টেম বাস (System Bus) – প্রধান বাস
২. এক্সপানশন বাস (Expansion Bus) – সম্প্রসারিত বাস
• সিস্টেম বাসের তিনটি অংশ:
১. ডেটা বাস (Data Bus) – তথ্য পরিবহনের জন্য
২. অ্যাড্রেস বাস (Address Bus) – মেমোরি বা ডিভাইসের ঠিকানা নির্দেশ করার জন্য
৩. কন্ট্রোল বাস (Control Bus) – ডেটা আদান-প্রদানের নিয়ন্ত্রণের জন্য
• এক্সপানশন বাসের বিভিন্ন ধরন:
কম্পিউটার প্রযুক্তি উন্নতির সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এক্সপানশন বাস ব্যবহৃত হয়, যেমন:
-
ISA (Industry Standard Architecture)
-
EISA (Extended Industry Standard Architecture)
-
লোকাল বাস (Local Bus)
-
USB (Universal Serial Bus)
-
ফায়ারওয়্যার বাস (FireWire Bus)
-
AGP (Accelerated Graphics Port)
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 6 days ago
ChatGPT কত সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে?
Created: 1 week ago
A
২০২৪ সালে
B
২০২৩ সালে
C
২০২০ সালে
D
২০২২ সালে
ChatGPT (চ্যাটজিপিটি)
ChatGPT হলো একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চ্যাটবট যা ব্যবহারকারীর সঙ্গে মানবসদৃশ কথোপকথন করতে সক্ষম। এটি OpenAI দ্বারা উন্নত করা হয়েছে এবং মানুষের লেখা, প্রশ্ন, ও নির্দেশনার উপর ভিত্তি করে উত্তর দিতে পারে। আনুষ্ঠানিকভাবে ChatGPT যাত্রা শুরু করে ২০২২ সালে। এই বছরেই এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয় এবং মানুষের দৈনন্দিন কাজ, শিক্ষা, গবেষণা ও বিনোদনের জন্য একটি গুরুত্বপূর্ণ টুল হিসেবে পরিচিত হয়।
ChatGPT বিভিন্ন ভাষায়, তথ্য বিশ্লেষণ, প্রবন্ধ লেখা, কোডিং সহ বহু কাজে ব্যবহার করা যায়। এর মাধ্যমে ব্যবহারকারীরা দ্রুত তথ্য সংগ্রহ, সমস্যা সমাধান ও সৃজনশীল কাজ করতে পারে।
সঠিক উত্তর: ঘ) ২০২২ সালে।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
ChatGPT (চ্যাটজিপিটি):
৩০ নভেম্বর, ২০২২ তারিখে চালু হয়েছে কৃত্তিম বুদ্ধিমত্তার চ্যাটবট (AI Chatbot), যার নাম ChatGPT।
ChatGPT এর পূর্ণরূপ হচ্ছে Chat Generative Pre-trained Transformer।
এটি Reinforcement Learning from Human Feedback (RLHF) মডেল ব্যবহার করে।
বর্তমানে GPT-4 ভার্সন চলছে।
OpenAI নামক প্রযুক্তি কোম্পানি চালু করেছে জনপ্রিয় এই চ্যাটবটটি।
চ্যাটজিপিটির বৈশিষ্ট্য:
এটি কম্পিউটার কোড তৈরি করতে পারে।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট লিখতে পারে।
এমনকি টেলিভিশন শোয়ের জন্য স্ক্রিপ্ট লিখতে পারে।
এটি মানুষের সাথে মানুষের মত স্বাভাবিক আলাপচারিতা করতে পারে।
উৎস: OpenAI Official Website

0
Updated: 1 week ago
SQL-এর পূর্ণরূপ কী?
Created: 1 day ago
A
Systematic Question Logic
B
Simple Query List
C
Structured Query Language
D
Standard Question Language
SQL
-
পূর্ণরূপ: Structured Query Language
-
মানসম্মত প্রোগ্রামিং ভাষা, ডাটাবেজ পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যবহৃত
-
ডাটাবেজে তথ্য সংরক্ষণ, পরিবর্তন, মুছে ফেলা ও অনুসন্ধান সম্ভব
-
ব্যবহৃত হয় MySQL, Oracle, PostgreSQL, MS SQL Server ইত্যাদিতে
-
১৯৭৪ সালে IBM Research Center-এ তৈরি
SQL Query
-
শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ
-
রিলেশনাল ডাটাবেজ অ্যাকসেসের হাতিয়ার
-
অধিকাংশ স্টেটমেন্ট ফলাফল হিসেবে রেকর্ডের সেট প্রদান করে
SQL ফিচার সুবিধা
-
ইংরেজি ভাষার কাছাকাছি কোয়েরি ল্যাঙ্গুয়েজ (SELECT, INSERT, DELETE ইত্যাদি)
-
Non-procedural ল্যাঙ্গুয়েজ, কেবল কী দরকার তা উল্লেখ করতে হয়
-
একবারে এক সেট রেকর্ড প্রসেস করে
-
ব্যবহারকারীর বিভিন্ন শ্রেণি ব্যবহার করতে পারে (ডাটাবেজ এডমিন, প্রোগ্রামার, ম্যানেজমেন্ট, এন্ড ইউজার)
SQL ব্যবহার
-
ডাটা কোয়েরি করা
-
ডাটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট তৈরি, সংশোধন বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট অ্যাকসেস নিয়ন্ত্রণ
-
ডাটাবেজ Consistency নিশ্চিত করা
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল

0
Updated: 1 day ago