A
১৯৭৬ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৬৪ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে কম্পিউটারের সূচনা
-
১৯৬৪ সালে IBM 1620 কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ব্যবহার শুরু হয়
-
এটি দেশের প্রথম বৈজ্ঞানিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত কম্পিউটার
-
শিক্ষামূলক ও বৈজ্ঞানিক হিসাবের জন্য ডিজাইন করা হয়েছিল
-
প্রথমে সরকারি ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে
-
IBM 1620-এর আগমনে দেশে তথ্যপ্রযুক্তির ভিত্তি গড়ে ওঠে
-
কম্পিউটারটি স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র)
-
বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল

0
Updated: 1 day ago
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে কী বলে?
Created: 2 weeks ago
A
এক্সিকিউশন
B
রানিং
C
ডকুমেন্টেশন
D
ট্রান্সলেশন
প্রোগ্রাম ডকুমেন্টেশন (Programme Documentation)
সংজ্ঞা:
প্রোগ্রামের স্থায়ী বিবরণী সংরক্ষণ করাকে ডকুমেন্টেশন বলা হয়।
মূল তথ্য:
-
ভুল সংশোধনের পর প্রোগ্রাম সঠিকভাবে কাজ করলে তাকে Run Programme বলা হয়।
-
ভবিষ্যতের ব্যবহার এবং রক্ষণের জন্য প্রোগ্রামকে লিপিবদ্ধ করা হয়।
-
আধুনিকীকরণের জন্য প্রোগ্রামের সঠিক ডকুমেন্টেশন তৈরি করা প্রয়োজন।
-
পেপার, ম্যাগনেটিক ডিস্ক ইত্যাদির মাধ্যমে প্রোগ্রামকে স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়।
Complete প্রোগ্রাম ডকুমেন্টেশনের বিষয়সমূহ:
-
প্রোগ্রামের বর্ণনা
-
প্রোগ্রামের ফ্লোচার্ট
-
কোডিং
-
প্রোগ্রাম নির্বাহকালীন সময়ে করণীয় কাজের তালিকা
-
পরীক্ষণ ও ফলাফল

0
Updated: 2 weeks ago
OCR প্রযুক্তিতে ডাটা রূপান্তর কোন ফরম্যাটে হয়?
Created: 2 weeks ago
A
এনক্রিপটেড
B
টেক্সট
C
গ্রাফিক
D
ডাটাবেজ
OCR (Optical Character Recognition / Reader)
সংজ্ঞা:
OCR হলো একটি ইনপুট ডিভাইস, যা মুদ্রিত বা হাতের লেখা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে টেক্সট ফরম্যাটে রূপান্তর করতে পারে।
মূল বৈশিষ্ট্য ও কার্যপ্রণালী:
-
OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
-
প্রিন্ট করা লেখা সরাসরি ইনপুট নেয়ার জন্য ব্যবহৃত হয়।
-
OCR সফটওয়্যার ব্যবহার করে কার্য সম্পাদিত হয়।
-
প্রক্রিয়া:
-
OCR যন্ত্র ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
-
OCR সফটওয়্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তর করে।
-
ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, সংখ্যা ও বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
-

0
Updated: 2 weeks ago
বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কী?
Created: 1 week ago
A
EDSAC
B
ENIAC
C
Mark-I
D
UNIVAC
সারসংক্ষেপ: UNIVAC হলো প্রথম বাণিজ্যিকভাবে তৈরি ইলেকট্রনিক কম্পিউটার (১৯৫১, মার্কিন যুক্তরাষ্ট্র) যা ব্যবসা ও সরকারি হিসাবনিকাশের জন্য ব্যবহৃত হত। ENIAC, Mark-I বা EDSAC এর আগে গবেষণা বা সামরিক কাজে ব্যবহৃত হলেও বাণিজ্যিক উৎপাদন হয়নি।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago