A
সিস্টেম কল
B
ফার্মওয়্যার
C
বুটলোডার
D
কার্নেল
উত্তরের বিবরণ
অপারেটিং সিস্টেম (Operating System)
-
হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন রচনা করে
-
কম্পিউটার বুটিং থেকে বন্ধ হওয়া পর্যন্ত সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে
কার্নেল (Kernel)
-
অপারেটিং সিস্টেমের মৌলিক ও কেন্দ্রীয় অংশ
-
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে
-
অপারেটিং সিস্টেম চালু ও পরিচালনার জন্য অপরিহার্য
কার্নেলের কাজ
-
সিপিইউ শিডিউলিং সম্পাদন করা
-
মেমোরি ও ডিভাইস ম্যানেজমেন্ট করা
-
ইনপুট/আউটপুট ডিভাইসের সঙ্গে কেন্দ্রীয় প্রসেসরের সংযোগ স্থাপন করা
উৎস: Techtarget website

0
Updated: 1 day ago
হার্ডওয়্যারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপনকারী অপারেটিং সিস্টেমের প্রধান অংশকে কী বলা হয়?
Created: 1 day ago
A
সিস্টেম কল
B
ফার্মওয়্যার
C
বুটলোডার
D
কার্নেল
অপারেটিং সিস্টেম (Operating System)
-
হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন রচনা করে
-
কম্পিউটার বুটিং থেকে বন্ধ হওয়া পর্যন্ত সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে
কার্নেল (Kernel)
-
অপারেটিং সিস্টেমের মৌলিক ও কেন্দ্রীয় অংশ
-
হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে
-
অপারেটিং সিস্টেম চালু ও পরিচালনার জন্য অপরিহার্য
কার্নেলের কাজ
-
সিপিইউ শিডিউলিং সম্পাদন করা
-
মেমোরি ও ডিভাইস ম্যানেজমেন্ট করা
-
ইনপুট/আউটপুট ডিভাইসের সঙ্গে কেন্দ্রীয় প্রসেসরের সংযোগ স্থাপন করা
উৎস: Techtarget website

0
Updated: 1 day ago
নিচের কোনটি পাওয়ার ব্যাকআপ সিস্টেমের নাম নয়?
Created: 3 weeks ago
A
IPS
B
UPS
C
LCD
D
EPS
LCD: পাওয়ার ব্যাকআপ সিস্টেম নয়
পাওয়ার ব্যাকআপ সিস্টেম:
মেইন পাওয়ার চলে গেলে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চালু রাখার জন্য ব্যাটারি ব্যাংক ব্যবহার করে।
পদ্ধতি:
-
ইনভার্টার ব্যাটারি থেকে ডিসি সাপ্লাইকে এসি পাওয়ারে রূপান্তর করে
-
বিভিন্ন ধরনের: IPS (Instant Power Supply), UPS (Uninterrupted Power Supply), EPS (Emergency Power Supply), QPS (Quick Power Supply)

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি হার্ডডিস্কের ধরন নয়?
Created: 1 day ago
A
IDE/PATA
B
SATA
C
SCSI
D
USB
USB হার্ডডিস্কের ধরন নয়।
হার্ডডিস্ক (Hard Disk):
- হার্ডডিস্ক পার্সোনাল কম্পিউটারের জনপ্রিয় ও বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস।
- হার্ডডিস্কে রক্ষিত তথ্যসমূহ সহজে নষ্ট হয় না বলে প্রয়োজনীয় সকল প্যাকেজ এবং গুরুত্বপূর্ণ তথাসমূহ হার্ডডিস্কে সংরক্ষণ করা হয়।
- ডিস্কটি অধিক ধারণক্ষম বিধায় এখানে অনেক তথ্য সংরক্ষণ করা যায়।
- যে ডিভাইসের সাহায্যে হার্ডডিস্ক চালনা করা হয় তাকে হার্ডডিস্ক ড্রাইভ (Hard Disk Drive) বা সংক্ষেপে HDD বলে।
- হার্ডডিস্ক ড্রাইভের কাজ হলো তথ্য লিখন ও পঠন এবং এর পরিচালনা ও নিয়ন্ত্রণ করা।
বিভিন্ন ধরনের হার্ডডিস্ক ড্রাইভ:
- কম্পিউটারের হার্ডডিস্ককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। এগুলো হলো:
1. আইডিই বা পাটা (IDE/PATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
2. সাটা (SATA) হার্ড ডিস্ক ড্রাইভ,
3. স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ,
4. সাস (SAS) হার্ড ডিস্ক ড্রাইভ।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-2, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।

0
Updated: 1 day ago