A
ISO
B
IEEE
C
DARPA
D
NASA
উত্তরের বিবরণ
ARPANET
-
DARPA (Defense Advanced Research Projects Agency)-এর উদ্যোগে গঠিত
-
উদ্দেশ্য: নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা, যাতে কোনো কেন্দ্র ধ্বংস হলেও তথ্য আদান-প্রদান বন্ধ না হয়
-
প্রথমে চারটি বিশ্ববিদ্যালয় সংযুক্ত হয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু
ARPANET তথ্য
-
১৯৬৮ সালে ARPANET, ইন্টারনেটের প্রাথমিক পর্যায়
-
পূর্ণরূপ: Advanced Research Projects Agency Network
-
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকৃত যাত্রা শুরু
-
১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা
-
TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল
-
১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
কোনটি তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী?
Created: 3 weeks ago
A
ওয়াইম্যাক্স
B
সি-মস
C
ব্লু-টুথ
D
ব্রডব্যান্ড
ওয়াইম্যাক্স (WiMAX)
ওয়াইম্যাক্স কী:
তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য WiMAX প্রযুক্তি ব্যবহার করা হয়।
-
পূর্ণরূপ ও ইতিহাস:
WiMAX এর পূর্ণরূপ হলো Worldwide Interoperability for Microwave Access। এটি প্রথম ২০০১ সালের জুনে WiMAX ফোরাম দ্বারা অনুমোদিত হয়। -
স্ট্যান্ডার্ড ও ফ্রিকুয়েন্সি:
WiMAX এর স্ট্যান্ডার্ড হলো IEEE 802.16।
এর ফ্রিকুয়েন্সি সীমা ২.০ থেকে ৬৬ GHz পর্যন্ত। -
ডেটা ট্রান্সমিশন ও কভারেজ:
WiMAX ডেটা পাঠাতে ফুল ডুপ্লেক্স মুড ব্যবহার করে।
এর কভারেজ প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। -
ব্যবহারযোগ্যতা:
পাহাড়ি বা দুর্গম এলাকা যেখানে ক্যাবল বসানো যায় না, সেখানে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য WiMAX অন্যতম সেরা প্রযুক্তি।
সাধারণত Metropolitan Area Network (MAN) ধরনের নেটওয়ার্কে বেশি ব্যবহৃত হয়।
WiMAX ব্যবহার করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন। -
প্রধান উপাদান:
WiMAX নেটওয়ার্কের মূল অংশ হলো:
১. বেস স্টেশন
২. অ্যান্টেনা যুক্ত WiMAX রিসিভার
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।

0
Updated: 3 weeks ago
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি কী?
Created: 1 day ago
A
দশমিক সংখ্যা
B
হেক্সাডেসিম্যাল সংখ্যা
C
রোমান সংখ্যা
D
বাইনারি ডিজিট
ডিজিটাল কম্পিউটারের মূল ভিত্তি – বাইনারি ডিজিট
কম্পিউটার শ্রেণীবিন্যাস (গাণিতিক ভিত্তিতে):
-
এনালগ কম্পিউটার (Analog Computer)
-
ডিজিটাল কম্পিউটার (Digital Computer)
-
হাইব্রিড কম্পিউটার (Hybrid Computer)
ডিজিটাল কম্পিউটার:
-
মূল ভিত্তি হলো বাইনারি ডিজিট (0 এবং 1)।
-
সমস্ত গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারি ডিজিটের মাধ্যমে সম্পন্ন হয়।
-
প্রক্রিয়াজাত ফলাফল সাধারণত লিখিত আকারে প্রদর্শিত হয়।
-
ইনপুট ও আউটপুট আমাদের বোঝার জন্য বর্ণ, অক্ষর ও সংখ্যা আকারে প্রকাশ করা হয়।
-
গতি দ্রুত এবং নির্ভরশীলতা উচ্চ।
-
উপাত্ত সংরক্ষণের জন্য বৃহৎ মেমোরি থাকে।
-
বর্তমানের সব সাধারণ কম্পিউটারই ডিজিটাল কম্পিউটার।
উৎস: কম্পিউটার পরিচিতি ও ব্যবহার, স্কুল অব এগ্রিকালচার এন্ড রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
কোনটি CPU-এর অংশ নয়?
Created: 1 day ago
A
নিয়ন্ত্রণ অংশ
B
রেজিস্টার
C
ইন্টারপ্রেটার
D
অ্যারিথমেটিক লজিক ইউনিট
ইন্টারপ্রেটার CPU-এর অংশ নয়
ইন্টারপ্রেটার হলো একটি প্রোগ্রামিং ভাষা অনুবাদক, যা উচ্চ-স্তরের প্রোগ্রামিং ভাষা (যেমন: পাইথন) থেকে লেখা কোডকে মেশিন কোডে অনুবাদ করে, যা CPU বুঝতে পারে। এটি CPU-এর অংশ নয়, বরং একটি সফটওয়্যার।
CPU-এর প্রধান অংশসমূহ:
১. নিয়ন্ত্রণ অংশ (Control Unit):
-
কম্পিউটারে সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রণ করে।
-
CPU, মেমোরি এবং ইনপুট/আউটপুট ডিভাইসের মধ্যে ডাটা প্রবাহ নিয়ন্ত্রণ করে।
-
ROM ও RAM-এ সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করে এবং কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়।
-
বাইনারি কোডের ইন্সট্রাকশন স্মৃতি থেকে গ্রহণ করে ডিকোড করে।
২. অ্যারিথমেটিক লজিক ইউনিট (ALU) / গাণিতিক যুক্তি অংশ:
-
এখানে বিভিন্ন ধরনের অপারেশন সম্পাদিত হয়, যেমন: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, OR, AND, NOR, XOR ইত্যাদি।
-
এতে প্রোগ্রাম কাউন্টার থাকে, যা পূর্বের ইন্সট্রাকশনের ঠিকানা রাখে।
-
কোন ইন্সট্রাকশন কখন সম্পাদিত হবে তা এই ঠিকানা থেকে জানানো যায়।
৩. রেজিস্টার বা মেমোরি (Registers / Memory):
-
CPU-এর একটি অংশ।
-
দ্রুত লিখন ও পঠন সম্ভব।
-
গাণিতিক যুক্তি অংশে তথ্য প্রক্রিয়াকরণে সাহায্য করে।
-
কোনো কাজের সময় ডাটা সাময়িকভাবে সংরক্ষণ করতে ব্যবহৃত হয়।
-
অপারেশনের ফলাফলও এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)

0
Updated: 1 day ago