A
Extensive
B
Limited
C
Sufferness
D
Abundant
উত্তরের বিবরণ
আসছে

0
Updated: 2 months ago
What is the antonym of 'Honorary'?
Created: 2 months ago
A
Official
B
Honorable
C
Salaried
D
Literary
• Honorary:
Englis Meaning: An honorary position in an organization is one for which no payment is made.
Bangla meaning: অবৈতনিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ -
- Official: আনুষ্ঠানিক কর্তৃত্বের বৈশিষ্ট্যপূর্ণ; আনুষ্ঠানিক কর্তৃত্বের উপযোগী।
- Honorable: সম্মানিত।
- Salaried: বৈতনিক।
- Literary: সাহিত্যবিষয়ক; লেখকসংক্রান্ত; সাহিত্যিক।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর অর্থ বিবেচনা করে দেখা যায় Honorary শব্দটির অর্থ, Salaried শব্দটির বিপরীত অর্থ প্রকাশ করে।
- তাই Honorary এর antonym হবে - Salaried.
Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learner's Dictionary.

0
Updated: 2 months ago
They have ____ their support for our case.
Created: 2 weeks ago
A
pledged
B
disavowed
C
provided
D
defered
Complete Sentence: They have pledged their support for our case.
-
Bangla Meaning: তারা আমাদের মামলার পক্ষে তাদের সমর্থনের অঙ্গীকার করেছে।
• Pledge
-
English Meaning: To make a sincere or official promise to provide or take an action.
-
Bangla Meaning: প্রতিজ্ঞা করা, প্রতিশ্রুতি দেওয়া, কোনো কাজ বা সহায়তা করার অঙ্গীকার করা।
• 'Pledged' শব্দটি শূন্যস্থান পূরণে ব্যবহার করলে বাক্যটি যথার্থ ও অর্থবোধক হয়।
-
অন্যান্য বিকল্প শব্দগুলো দিয়ে বাক্যটি গঠন করলে মূল অর্থ প্রকাশ পায় না।
Sources:
-
অ্যাক্সেসিবল ডিকশনারি (বাংলা একাডেমি)
-
ক্যামব্রিজ ডিকশনারি

0
Updated: 2 weeks ago
What is the antonym of "Pedantry"?
Created: 15 hours ago
A
Pragmatism
B
Carelessness
C
Elegance
D
Inaccuracy
• The opposite of 'Pedantry' is – Pragmatism.
• Pedantry (noun)
English Meaning: excessive concern with formal rules, details, or academic learning, often in a way that is nitpicky or overly scholarly without practical relevance.
Bangla Meaning: বিদ্যাবাগীশতা; অতিরিক্ত শাস্ত্রচর্চা বা খুঁতখুঁতে আচরণ।
অপশন আলোচনা:
ক) Pragmatism – ব্যবহারিকতা; বাস্তবতা ভিত্তিক চিন্তাভাবনা ও কাজ।
খ) Carelessness – অসতর্কতা; অবহেলা।
গ) Elegance – অভিজাততা; সৌন্দর্য বা শৈল্পিকতা।
ঘ) Inaccuracy – ভুল বা অনির্ভুল না হওয়া।

0
Updated: 15 hours ago