A
A few of the three boys got a prize
B
Each of the three boys got a prize
C
Every of the three boys got a prize
D
All of the three boys got a prize
উত্তরের বিবরণ
কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে এদের পর noun (plural) কিন্তু verb (singular) এবং possessive (singular) হয়।
– a prize এর সাথে সঙ্গতি রেখে a few of / all of এর ব্যবহার অশুদ্ধ।
– Every of এর ব্যবহার অশুদ্ধ।
তাই এখানে সঠিক বাক্য হবে – Each of the three boys got a prize.

0
Updated: 4 months ago
Choose the correct answer. How long did you wait?
Created: 3 months ago
A
Till lunch time.
B
Till he came.
C
Until six o’clock.
D
Since this morning.
প্রশ্নটি ছিল "How long did you wait?"। সঠিক উত্তর "Till he came" (খ)। এখানে "Till" (যতক্ষণ না) ব্যবহার করা হয়েছে, যা একটি সময়কাল নির্দেশ করে, অর্থাৎ আপনি তার আসার পূর্ব পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এটি past tense বাক্যে সঠিকভাবে ব্যবহৃত হয়েছে।
বাকি উত্তরগুলো:
ক) "Till lunch time": নির্দিষ্ট সময়, সময়কাল নয়।
গ) "Until six o’clock": নির্দিষ্ট সময় (৬টা) নির্দেশ করে।
ঘ) "Since this morning": সময়ের শুরু নির্দেশ করে, যা প্রশ্নের সাথে মেলে না।
তাহলে সঠিক উত্তর "Till he came"।

0
Updated: 3 months ago
Rina and ... are going to the market.
Created: 2 months ago
A
I
B
Me
C
Mine
D
Myself
Coming

0
Updated: 2 months ago
Choose the correct option: By the time we arrive, the movie...
Created: 3 months ago
A
Has started
B
Had started
C
will have started
D
Will start
প্রশ্নে আছে "By the time we arrive" — অর্থাৎ ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে আরেকটি কাজ সম্পন্ন হয়ে যাবে।
এই ধরনের পরিস্থিতিতে Future Perfect Tense ব্যবহার করা হয়।
Future Perfect Tense-এর গঠন: Subject + will have + pastparticiple(V3)
এখানে "the movie will have started" — অর্থাৎ "আমরা পৌঁছানোর আগেই সিনেমা শুরু হয়ে যাবে।"
অন্য অপশনগুলোর বিশ্লেষণ:
Has started — Present Perfect Tense, ভবিষ্যতের নির্দিষ্ট সময়ের আগে সম্পন্ন হওয়া কাজের জন্য ঠিক নয়।
Had started — Past Perfect Tense, অতীতের দুইটি ঘটনার মধ্যে একটির আগে হওয়া বোঝায়, এখানে প্রাসঙ্গিক নয়।
Will start — Future Simple Tense, কাজটা আমাদের পৌঁছানোর পর শুরু হবে — প্রশ্নের অর্থ অনুযায়ী তা ঠিক নয়।
উত্তর: গ) will have started

0
Updated: 3 months ago