Choose the correct sentence.
A
A few of the three boys got a prize
B
Each of the three boys got a prize
C
Every of the three boys got a prize
D
All of the three boys got a prize
উত্তরের বিবরণ
কোনো বাক্যে Each of the, one of the, neither of the, either of the থাকলে এদের পর noun (plural) কিন্তু verb (singular) এবং possessive (singular) হয়।
– a prize এর সাথে সঙ্গতি রেখে a few of / all of এর ব্যবহার অশুদ্ধ।
– Every of এর ব্যবহার অশুদ্ধ।
তাই এখানে সঠিক বাক্য হবে – Each of the three boys got a prize.

0
Updated: 5 months ago
Which sentence is correct?
Created: 1 month ago
A
This is an unique case
B
This is a unique case
C
This is a very unique case
D
This is the most unique case
• Article:
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।
• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত noun - এর প্রথম অক্ষর a, e, i, o, u হলে বা vowel এর মতো উচ্চারণ হলে তার আগে article 'an' বসে।
- যেমন - He is an MA.
- কিন্তু noun - এর প্রথম অক্ষর vowel থাকা সত্ত্বে তার উচ্চারণ যদি ew (ইউ) - এর মতো হয় ( যেমন - unique, university) তবে ঐ noun - এর আগে a বসে।
• Unique শব্দে U মূলত you এর মত উচ্চারিত হয়, তাই এর পূর্বে a বসবে।
Correct sentence: This is a unique case.
সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো ভুল।

0
Updated: 1 month ago
Choose the correct sentence.
Created: 4 months ago
A
I asked Javed had he passed.
B
I asked Javed if he had passed.
C
I asked Javed if you had passed.
D
I asked Javed that had he passed.
• Correct sentence: I asked Javed if he had passed.
- Interrogative sentence এর direct narration কে indirect narration এ পরিবর্তন করার সময় reported speech এর পূর্বে if বা whether বসে।
ক) I asked Javed had he passed.
- বাক্যটি ভুল।
- Because it lacks the conjunction "if" or "whether" to introduce the reported question. In English, when forming reported questions, the word order changes, and the subject follows the verb, but in this case, "had he passed" is in the wrong order.
খ) I asked Javed if he had passed
- বাক্যটি সঠিক।
- The conjunction "if" introduces the reported question, and the word order follows the correct structure for reported speech: subject + auxiliary verb + subject + main verb.
গ) I asked Javed if you had passed
- বাক্যটি ভুল।
- কারণ এখানে "he" এর জায়গায় "you" এর ব্যবহার হয়েছে।
- বাক্যের subject এর সাথে pronoun এর মিল থাকতে হবে যা হলো "Javed."
ঘ) I asked Javed that had he passed
- বাক্যটি ভুল।
- Because it uses "that" instead of "if" to introduce the reported question. In reported speech, we typically use "if" or "whether" to introduce a reported question, not "that."

0
Updated: 4 months ago
We must keep our fingers_____ that the weather will stay fine for the picnic tomorrow.
Created: 2 months ago
A
raised
B
pointed
C
lifted
D
cressed (crossed)
• The correct answer is - cressed (crossed).
- এখানে ভুলভাবে cressed দেওয়া আছে।
• Keep one's fingers crossed (cressed)
- English Meaning: to hope strongly that something will happen.
- Bangla Meaning: আশা পোষণ করা, কামনা করা।
• Complete sentence: We must keep our fingers crossed that the weather will stay fine for the picnic tomorrow.
- Bangla meaning: আগামীকালকের পিকনিকের জন্য আবহাওয়া ভালো থাকবে আমরা অবশ্যই সেই কামনা করি।

0
Updated: 2 months ago