A
১৯৭৬ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৬৪ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে কম্পিউটারের সূচনা
-
১৯৬৪ সালে IBM 1620 কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ব্যবহার শুরু হয়
-
এটি দেশের প্রথম বৈজ্ঞানিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত কম্পিউটার
-
শিক্ষামূলক ও বৈজ্ঞানিক হিসাবের জন্য ডিজাইন করা হয়েছিল
-
প্রথমে সরকারি ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে
-
IBM 1620-এর আগমনে দেশে তথ্যপ্রযুক্তির ভিত্তি গড়ে ওঠে
-
কম্পিউটারটি স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র)
-
বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল

0
Updated: 1 day ago
IBM 1620-এর মাধ্যমে বাংলাদেশে কম্পিউটারের সূচনা ঘটে কোন সালে?
Created: 1 day ago
A
১৯৭৬ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৬৪ সালে
বাংলাদেশে কম্পিউটারের সূচনা
-
১৯৬৪ সালে IBM 1620 কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ব্যবহার শুরু হয়
-
এটি দেশের প্রথম বৈজ্ঞানিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত কম্পিউটার
-
শিক্ষামূলক ও বৈজ্ঞানিক হিসাবের জন্য ডিজাইন করা হয়েছিল
-
প্রথমে সরকারি ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে
-
IBM 1620-এর আগমনে দেশে তথ্যপ্রযুক্তির ভিত্তি গড়ে ওঠে
-
কম্পিউটারটি স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র)
-
বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল

0
Updated: 1 day ago
কম্পিউটার ডেটা বাসের কাজ কোনটি?
Created: 6 days ago
A
গাণিতিক কাজ করা
B
তথ্য আদান প্রদান
C
প্রোগ্রাম নিয়ন্ত্রণ
D
মেমোরি সংরক্ষণ
• কম্পিউটার ডেটা বাসের কাজ হলো বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করা।
• ডেটা বাস:
- ডেটা বাস (Data Bus) কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ অংশ যা তথ্য বা ডেটা এক অংশ থেকে অন্য অংশে বহন করে। এর কাজ হচ্ছে বিভিন্ন চিপের মধ্যে তথ্য আদান প্রদান করা।
- এই বাসের মাধ্যমে ডাটা উভয় দিকেই যাতায়াত করতে পারে তাই এটিকে Bi-directional বাস বলে।
- একটি বাসের মধ্যে যে কয়টি তার এই আদান প্রদান করতে পারে তাকে তত বিটের বাস বলা হয়।
- ডাটা বাস ৮-বিট , ১৬-বিট, ৩২-বিট ও ৬৪-বিটের হতে পারে।
- বেশি বিটের ডাটা বাস দ্রূত ও বেশি পরিমাণ ডাটা ট্রান্সফার করতে পারবে।
- এটি CPU, RAM, মেমোরি এবং ইনপুট/আউটপুট ডিভাইসগুলোর মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করে।
উদাহরণ:
- যখন CPU RAM থেকে কিছু তথ্য চায়, তখন ডেটা বাস সেই তথ্য এনে CPU-তে পৌঁছে দেয়।
তথ্যসূত্র:
- মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
- "Computer Organization and Architecture" by William Stallings.

0
Updated: 6 days ago
Global Village ধারণার জনক কে?
Created: 2 weeks ago
A
এডওয়ার্ড স্নোডেন
B
টিম বার্নার্স-লি
C
মার্শাল ম্যাকলুহান
D
স্যাম অল্টম্যান
Global Village
সংজ্ঞা:
Global Village বা বিশ্বগ্রাম ধারণার জনক হলেন মার্শাল ম্যাকলুহান (Marshall McLuhan)। তিনি একজন কানাডীয় অধ্যাপক ও দার্শনিক।
মূল তথ্য:
-
১৯৬২ সালে প্রকাশিত তার বিখ্যাত বই "The Gutenberg Galaxy: The Making of Typographic Man"-এ প্রথমবার 'Global Village' শব্দটি ব্যবহৃত হয়।
-
১৯৬৪ সালে "Understanding Media" গ্রন্থে বিশ্বগ্রামের ধারণা আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন।
-
তাঁর মতে, ইলেকট্রনিক প্রযুক্তি মানুষকে এমনভাবে সংযুক্ত করছে, যেন পুরো পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে।
-
এই পরিবর্তন সমাজের চিন্তাভাবনা, আচরণ ও সংস্কৃতি গভীরভাবে প্রভাবিত করছে।
-
এখানে ইলেকট্রনিক প্রযুক্তি বলতে ইন্টারনেটসহ অন্যান্য ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম বোঝানো হয়েছে।
বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানসমূহ
-
হার্ডওয়্যার (Hardware)
-
সফটওয়্যার (Software)
-
ইন্টারনেট কানেক্টিভিটি (Internet Connectivity)
-
ডেটা (Data)
-
মানুষের জ্ঞান বা সক্ষমতা (Human Knowledge/Capability)

0
Updated: 2 weeks ago