মোবাইল কমিউনিকেশনে EDGE এর পূর্ণরূপ কী?
A
Enhanced Data General Equipment
B
Extended Data General Exchange
C
Enhanced Digital Global Evolution
D
Enhanced Data rates for GSM Evolution
উত্তরের বিবরণ
EDGE (Enhanced Data rates for GSM Evolution)
মোবাইল কমিউনিকেশনে EDGE হলো GSM নেটওয়ার্কের একটি উন্নত প্রযুক্তি, যা সাধারণ GPRS-এর তুলনায় দ্রুত ডেটা ট্রান্সফার করতে সক্ষম। EDGE ব্যবহার করলে মোবাইল ইন্টারনেটে ব্রাউজিং, ইমেইল পাঠানো ও ভিডিও স্ট্রিমিং অনেক দ্রুত হয়। এটি মূলত ২.৫জি নেটওয়ার্ককে ৩জি স্তরের ডেটা স্পিডের কাছাকাছি পৌঁছে দেয়। EDGE প্রযুক্তি সেলুলার নেটওয়ার্কের ব্যান্ডউইথকে দক্ষভাবে ব্যবহার করে এবং মোবাইল ডিভাইসের জন্য উন্নত ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে।
সঠিক উত্তর: ঘ) Enhanced Data rates for GSM Evolution
তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
-
ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহার করা হয়; প্যাকেট সুইচিং দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান নিশ্চিত করে।
-
মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা বৃদ্ধি পায়।
-
EDGE প্রযুক্তি কার্যকর হয়, ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
-
ডেটা স্থানান্তর উচ্চগতিসম্পন্ন এবং ডেটা রেট ২ এমবিপিএস-এর বেশি।
-
মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু করা যায়।
-
GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়।
-
রেডিও ফ্রিকোয়েন্সী W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
-
চ্যানেল অ্যাকসেস বা সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA।
-
উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা এবং আর্ন্তজাতিক রোমিং সুবিধা চালু থাকে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
সেলুলার নেটওয়ার্কে ‘রোমিং’ বলতে কী বোঝায়?
Created: 1 month ago
A
একাধিক সেল টাওয়ারের মাধ্যমে কল করা
B
একই সিম কার্ড একাধিক ডিভাইসে ব্যবহার করা
C
ইন্টারনেট সংযোগের বদলে মোবাইল ডাটা ব্যবহার করা
D
স্থানীয় নেটওয়ার্কের বাইরে অন্য নেটওয়ার্ক ব্যবহার করা
সেলুলার নেটওয়ার্কে রোমিং হলো এমন একটি ফিচার, যা ব্যবহারকারীকে তার মোবাইল ফোনকে নিজের অপারেটরের কাভারেজ এলাকার বাইরে গিয়ে অন্য নেটওয়ার্কে সংযুক্ত হতে দেয়। এটি সাধারণত আন্তর্জাতিক ভ্রমণ বা দেশের অভ্যন্তরে নেটওয়ার্ক সীমার বাইরে গেলে ব্যবহৃত হয়।
রোমিং (Roaming) সম্পর্কিত তথ্য:
-
রোমিং হলো এমন একটি ফিচার যেখানে একটি মোবাইল ফোন মূল নেটওয়ার্ক (Home Network)-এর বাইরে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করতে পারে।
-
এর মাধ্যমে কল, এসএমএস এবং মোবাইল ডাটা ব্যবহার করা যায়।
-
সাধারণত রোমিং ব্যবহারের জন্য অতিরিক্ত চার্জ প্রযোজ্য হয়।
-
বিশেষত আন্তর্জাতিক ভ্রমণের সময় রোমিং প্রয়োজন হয়।
রোমিং-এর দুটি ধরণ:
-
ডোমেস্টিক রোমিং (Domestic Roaming): একই দেশের মধ্যে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করা।
-
ইন্টারন্যাশনাল রোমিং (International Roaming): বিদেশে গিয়ে অন্য অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করা।
0
Updated: 1 month ago
মোবাইল কমিউনিকেশনে EDGE এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Enhanced Data General Equipment
B
Extended Data General Exchange
C
Enhanced Digital Global Evolution
D
Enhanced Data rates for GSM Evolution
EDGE (Enhanced Data rates for GSM Evolution)
মোবাইল কমিউনিকেশনে EDGE হলো GSM নেটওয়ার্কের একটি উন্নত প্রযুক্তি, যা সাধারণ GPRS-এর তুলনায় দ্রুত ডেটা ট্রান্সফার করতে সক্ষম। EDGE ব্যবহার করলে মোবাইল ইন্টারনেটে ব্রাউজিং, ইমেইল পাঠানো ও ভিডিও স্ট্রিমিং অনেক দ্রুত হয়। এটি মূলত ২.৫জি নেটওয়ার্ককে ৩জি স্তরের ডেটা স্পিডের কাছাকাছি পৌঁছে দেয়। EDGE প্রযুক্তি সেলুলার নেটওয়ার্কের ব্যান্ডউইথকে দক্ষভাবে ব্যবহার করে এবং মোবাইল ডিভাইসের জন্য উন্নত ডেটা ট্রান্সমিশন নিশ্চিত করে।
সঠিক উত্তর: ঘ) Enhanced Data rates for GSM Evolution
তৃতীয় প্রজন্মের মোবাইল সিস্টেমের বৈশিষ্ট্য:
-
ডেটা রূপান্তরের জন্য প্যাকেট সুইচিং ও সার্কিট সুইচিং উভয় পদ্ধতি ব্যবহার করা হয়; প্যাকেট সুইচিং দ্রুত ছবি ও ভয়েস আদান প্রদান নিশ্চিত করে।
-
মডেম সংযোজনের মাধ্যমে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারের সুবিধা বৃদ্ধি পায়।
-
EDGE প্রযুক্তি কার্যকর হয়, ফলে অধিক পরিমাণ ডেটা স্থানান্তর সম্ভব হয়।
-
ডেটা স্থানান্তর উচ্চগতিসম্পন্ন এবং ডেটা রেট ২ এমবিপিএস-এর বেশি।
-
মোবাইল ব্যাংকিং, ই-কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম চালু করা যায়।
-
GSM, EDGE, UTMS এবং CDMA 2000 প্রযুক্তি ব্যবহৃত হয়।
-
রেডিও ফ্রিকোয়েন্সী W-CDMA বা UMTS স্ট্যান্ডার্ড।
-
চ্যানেল অ্যাকসেস বা সেল সিগন্যাল এনকোডিং পদ্ধতি হলো TD-SCDMA এবং TD-CDMA।
-
উচ্চ স্পেকট্রাম কর্মদক্ষতা এবং আর্ন্তজাতিক রোমিং সুবিধা চালু থাকে।
উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান
0
Updated: 1 month ago
SATA এর পূর্ণরূপ হচ্ছে:
Created: 1 month ago
A
Serial Advanced Technology Attachment
B
System ATA Transfer
C
Serial Access Technology Architecture
D
Standard ATA Transmission
0
Updated: 1 month ago