A
ISO
B
IEEE
C
DARPA
D
NASA
উত্তরের বিবরণ
ARPANET
-
DARPA (Defense Advanced Research Projects Agency)-এর উদ্যোগে গঠিত
-
উদ্দেশ্য: নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা, যাতে কোনো কেন্দ্র ধ্বংস হলেও তথ্য আদান-প্রদান বন্ধ না হয়
-
প্রথমে চারটি বিশ্ববিদ্যালয় সংযুক্ত হয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু
ARPANET তথ্য
-
১৯৬৮ সালে ARPANET, ইন্টারনেটের প্রাথমিক পর্যায়
-
পূর্ণরূপ: Advanced Research Projects Agency Network
-
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকৃত যাত্রা শুরু
-
১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা
-
TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল
-
১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago
কম্পিউটার ভাইরাস নয় কোনটি ?
Created: 1 day ago
A
ওয়ার্ম
B
ট্রোজান হর্স
C
জেরুজালেম
D
অ্যাভাস্ট
অ্যাভাস্ট – একটি এন্টিভাইরাস সফটওয়্যার
এন্টিভাইরাস সফটওয়্যার:
-
কম্পিউটারে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পেতে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা হয়।
-
এটি ভাইরাস আক্রমণের পূর্বেই সমস্যা শনাক্ত করে রোধ করে বা ব্যবহারকারীকে সতর্ক করে দেয়।
উল্লেখযোগ্য এন্টিভাইরাস সফটওয়্যার:
-
এভিজি (AVG)
-
অ্যাভাস্ট (Avast)
-
নরটন (Norton)
-
এভিরা (Avira)
-
পান্ডা (Panda) ইত্যাদি
কম্পিউটার ভাইরাস:
-
কম্পিউটার ভাইরাসের নামকরণ করেন প্রখ্যাত গবেষক ফ্রেড কোহেন।
-
ভাইরাস কম্পিউটারে প্রবেশ করলে ধীরে ধীরে পুরো সিস্টেমকে সংক্রমিত করে এবং অচল করে দিতে পারে।
উল্লেখযোগ্য কম্পিউটার ভাইরাস:
-
ভিবিএস/হেল্পার (VBS/Helper)
-
ওয়ার্ম (Worm)
-
ভিবিএস/আকুই (VBS/Aqui)
-
ট্রোজান হর্স (Trojan Horse)
-
এক্স ৯৭এম/হপার (X97M/Hopper)
-
বুট সেক্টর ভাইরাস (Boot Sector Virus)
-
জেরুজালেম (Jerusalem)
-
স্টোন (Stone)
-
ঢাকা ভাইরাস
-
ভিয়েনা (Vienna)
-
সিআইএইচ (CIH) ইত্যাদি
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
প্লেজিয়ারিজম হলো -
Created: 1 day ago
A
অবাঞ্ছিত ই-মেইল কিংবা মেসেজ পাঠানো
B
অন্যের লেখা নিজের নামে চালানো
C
পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করা
D
সিস্টেম ক্র্যাশ করা
প্লেজিয়ারিজম – অন্যের লেখা নিজের নামে চালানো
সাইবার অপরাধ:
বিভিন্ন ধরনের সাইবার অপরাধ হয়ে থাকে। সংক্ষেপে উল্লেখযোগ্য অপরাধসমূহ:
-
অযাচিত প্রবেশ: কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে অনুমতি ছাড়াই প্রবেশ।
-
তথ্য চুরি: ইলেকট্রনিক ফর্মে থাকা তথ্য চুরি করা।
-
প্লেজিয়ারিজম: অন্যের লেখা চুরি করে নিজের নামে চালানো বা প্রকাশ করা।
-
স্নিকিং (Sneaking): ব্যবহারকারীর নজর এড়িয়ে গোপনে সিস্টেমে প্রবেশ করা।
-
স্পুফিং (Spoofing): ভুল তথ্য দিয়ে নেটওয়ার্ক বিভ্রান্ত করা।
-
ই-মেইল বম্বিং: বিশাল ই-মেইল পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ডেটা ডিডলিং (Data Diddling): প্রসেসিংয়ের আগে ডেটা সরিয়ে রাখা এবং পরে পুনঃস্থাপন করা।
-
সালামি অ্যাটাক (Salami Attack): অবৈধ আর্থিক বিনিময় বা ক্ষতি সাধন।
-
ডিনায়াল অব সার্ভিস অ্যাটাক (DoS): অতিরিক্ত রিকোয়েস্ট পাঠিয়ে সিস্টেম ক্র্যাশ করা।
-
ভাইরাস/ওয়ার্ম আক্রমণ।
-
স্প্যামিং (Spamming): অবাঞ্ছিত ই-মেইল বা মেসেজ পাঠানো; এই কাজ যারা করে তাদেরকে স্প্যামার বলা হয়।
-
লজিক বম্ব: ইভেন্ট নির্ভর প্রোগ্রামের মাধ্যমে সিস্টেমে আক্রমণ।
-
ট্রোজান অ্যাটাক: পরোক্ষভাবে কারো সিস্টেমে প্রবেশ করে কন্ট্রোল গ্রহণ।
-
ইন্টারনেট ব্যবহার্য সময় বা ইউনিট চুরি।
-
ওয়েবসাইট হ্যাক করে তথ্য পরিবর্তন।
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান

0
Updated: 1 day ago
কোনটি আউটপুট ডিভাইস নয়?
Created: 1 day ago
A
প্লটার
B
স্পিকার
C
স্ক্যানার
D
প্রিন্টার
স্ক্যানার – আউটপুট ডিভাইস নয়
আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট ডিভাইস:
যে যন্ত্র ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ বা তথ্য প্রদান করি, তা ইনপুট ডিভাইস।
উদাহরণ:
-
কি-বোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
ট্যাকবল (Trackball)
-
স্ক্যানার (Scanner)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Lightpen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
ইনপুট-আউটপুট ডিভাইস:
কিছু ডিভাইস আছে যা ইনপুট এবং আউটপুট উভয়েই ব্যবহার করা যায়।
-
হার্ডডিস্ক
-
সিডি/ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

0
Updated: 1 day ago