IBM 1620-এর মাধ্যমে বাংলাদেশে কম্পিউটারের সূচনা ঘটে কোন সালে?
A
১৯৭৬ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৬৬ সালে
D
১৯৬৪ সালে
উত্তরের বিবরণ
বাংলাদেশে কম্পিউটারের সূচনা
-
১৯৬৪ সালে IBM 1620 কম্পিউটারের মাধ্যমে কম্পিউটারের ব্যবহার শুরু হয়
-
এটি দেশের প্রথম বৈজ্ঞানিক ও প্রশাসনিক কাজে ব্যবহৃত কম্পিউটার
-
শিক্ষামূলক ও বৈজ্ঞানিক হিসাবের জন্য ডিজাইন করা হয়েছিল
-
প্রথমে সরকারি ও শিক্ষামূলক প্রতিষ্ঠানগুলো ব্যবহার শুরু করে
-
IBM 1620-এর আগমনে দেশে তথ্যপ্রযুক্তির ভিত্তি গড়ে ওঠে
-
কম্পিউটারটি স্থাপিত হয়েছিল তৎকালীন পাকিস্তান পরমাণু গবেষণা কেন্দ্রে (বর্তমানে বাংলাদেশ পরমাণু গবেষণা কেন্দ্র)
-
বর্তমানে ঢাকার আগারগাঁও বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘরে সংরক্ষিত
-
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ১৯৬৯ সালের দিকে মেইনফ্রেম কম্পিউটার ব্যবহার শুরু করে
উৎস:
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
-
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-১, এসএসসি ও দাখিল, ভোকেশনাল
0
Updated: 1 month ago
কোন ডিভাইসটি কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত?
Created: 2 months ago
A
RAM
B
হার্ড ডিস্ক
C
মাদারবোর্ড
D
প্রিন্টার
হার্ড ডিস্ক কম্পিউটারের ‘তথ্য ভান্ডার’ হিসেবে পরিচিত।
• হার্ড ডিস্ক:
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হল হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ক হলো কম্পিউটারের জন্য একটি চৌম্বকীয় সংরক্ষণ মাধ্যম।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।
- আবার কম্পিউটারের বাইরেও হার্ড ডিস্ক রেখে কাজ করা যায়।
- হার্ডডিস্ক স্থানান্তরযোগ্য।
- ফ্লপি ডিস্কের ন্যায় একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে হার্ডডিস্ক ঢুকিয়ে কাজ করে তা অন্য একটি কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভে ঢুকিয়ে অবশিষ্ট কাজ সম্পাদন করে।
সূত্র: ১। কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২। ব্রিটানিকা।
0
Updated: 2 months ago
ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের সূত্রপাত কোন যন্ত্র দিয়ে হয়েছিল?
Created: 1 month ago
A
Altair 8800 মাইক্রোকম্পিউটার
B
IBM PC
C
Commodore 64
D
Apple II কম্পিউটার
Altair 8800 ছিল বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল পার্সোনাল কম্পিউটার, যা ১৯৭৫ সালে প্রকাশিত হয়। এই কম্পিউটারই মূলত পার্সোনাল কম্পিউটিং বিপ্লবের সূচনা করে। এর পরপরই Apple, IBM সহ বিভিন্ন কোম্পানি পার্সোনাল কম্পিউটার বাজারে প্রবেশ করে এবং আধুনিক কম্পিউটার জগতের দ্রুত বিকাশ ঘটে।
-
পটভূমি: মাইক্রোপ্রসেসরের আবিষ্কার পার্সোনাল কম্পিউটারের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
উদ্ভাবক: ১৯৭৫ সালে এডওয়ার্ড রবার্টস ‘Altair-8800’ উপস্থাপন করেন এবং প্রথমবারের মতো একে পার্সোনাল কম্পিউটার হিসেবে অভিহিত করেন।
-
প্রতিষ্ঠান: এডওয়ার্ড রবার্টস ছিলেন Micro Instrumentation and Telemetry Systems (MITS) নামক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা।
-
নির্মাণ: MITS প্রতিষ্ঠানই বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার Altair-8800 তৈরি করে।
-
প্রযুক্তি: এই কম্পিউটারে Intel 8080 মাইক্রোপ্রসেসর ব্যবহার করা হয়েছিল, যা সে সময়ে এক বিশাল প্রযুক্তিগত অগ্রগতি ছিল।
উৎস:
0
Updated: 1 month ago
প্রোগ্রামিং এ ‘JMP’ অপ-কোডের নির্দেশ কী?
Created: 2 months ago
A
নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
B
কোড কম্পাইল করা
C
আউটপুট ডিভাইস বন্ধ করা
D
রেজিস্টার রিসেট করা
অপ-কোড (Operation Code / Opcode)
সঠিক উত্তর: ক) নির্দিষ্ট মেমোরি লোকেশনে যাওয়া
সংজ্ঞা:
অপ-কোডে ইনস্ট্রাকশন বা কমান্ডের নেমোনিক থাকে যা কম্পিউটারের বিভিন্ন কাজ নির্দেশ করে। নেমোনিকগুলো বিভিন্ন কম্পিউটারে ভিন্ন হতে পারে, তবে অধিকাংশ ক্ষেত্রে সাধারণ নেমোনিকগুলো নিম্নরূপ—
প্রধান অপ-কোড ও তাদের কার্য:
-
STO / STA: Store Accumulator; অ্যাকুমুলেটরের ডাটাকে নির্দিষ্ট মেমোরি লোকেশনে সংরক্ষণ।
-
CLR: Clear Accumulator; অ্যাকুমুলেটর পরিষ্কার করা।
-
ADD: প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যার সঙ্গে অ্যাকুমুলেটরের সংখ্যা যোগ করা।
-
SUB: প্রধান মেমোরির নির্দিষ্ট অবস্থানের সংখ্যা থেকে অ্যাকুমুলেটরের সংখ্যা বিয়োগ করা।
-
MUL: গুণ করার নির্দেশ।
-
DIV: ভাগ করার নির্দেশ।
-
JMP: পরবর্তী নির্দেশের জন্য নির্দিষ্ট মেমোরি অবস্থানে যাওয়া।
-
INP: ইনপুট নেওয়া; ডাটা প্রধান মেমোরিতে রাখা।
-
OUT: আউটপুট প্রদর্শন; প্রধান মেমোরির তথ্য আউটপুটের মাধ্যমে প্রকাশ করা।
-
STP: প্রোগ্রাম থামানোর নির্দেশ।
0
Updated: 2 months ago