কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ARPANET গঠিত হয়েছিল?
A
ISO
B
IEEE
C
DARPA
D
NASA
উত্তরের বিবরণ
ARPANET
-
DARPA (Defense Advanced Research Projects Agency)-এর উদ্যোগে গঠিত
-
উদ্দেশ্য: নিরাপদ ও নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা, যাতে কোনো কেন্দ্র ধ্বংস হলেও তথ্য আদান-প্রদান বন্ধ না হয়
-
প্রথমে চারটি বিশ্ববিদ্যালয় সংযুক্ত হয়ে পরীক্ষামূলকভাবে কাজ শুরু
ARPANET তথ্য
-
১৯৬৮ সালে ARPANET, ইন্টারনেটের প্রাথমিক পর্যায়
-
পূর্ণরূপ: Advanced Research Projects Agency Network
-
১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে প্রকৃত যাত্রা শুরু
-
১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা
-
TCP/IP সর্বাধিক ব্যবহৃত প্রটোকল
-
১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি (ISOC) প্রতিষ্ঠিত
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
কোনটি আউটপুট ডিভাইস নয়?
Created: 1 month ago
A
প্লটার
B
স্পিকার
C
স্ক্যানার
D
প্রিন্টার
স্ক্যানার – আউটপুট ডিভাইস নয়
আউটপুট ডিভাইস:
কম্পিউটারে প্রক্রিয়াজাত ডেটা থেকে পাওয়া ফলাফল বা তথ্যকে আউটপুট বলা হয়।
উদাহরণ:
-
মনিটর (Monitor)
-
প্রিন্টার (Printer)
-
প্লটার (Plotter)
-
স্পিকার (Speaker)
-
মাল্টিমিডিয়া প্রজেক্টর (Multimedia Projector)
-
ইমেজ সেটার (Image Setter)
-
ফিল্ম রেকর্ডার (Film Recorder)
-
হেডফোন (Headphone)
ইনপুট ডিভাইস:
যে যন্ত্র ব্যবহার করে আমরা কম্পিউটারকে নির্দেশ বা তথ্য প্রদান করি, তা ইনপুট ডিভাইস।
উদাহরণ:
-
কি-বোর্ড (Keyboard)
-
মাউস (Mouse)
-
ওএমআর (OMR)
-
ওসিআর (OCR)
-
ট্যাকবল (Trackball)
-
স্ক্যানার (Scanner)
-
জয়স্টিক (Joystick)
-
ডিজিটাইজার (Digitizer)
-
টাচ স্ক্রিন (Touch Screen)
-
লাইটপেন (Lightpen)
-
বার কোড রিডার (Bar Code Reader)
-
গ্রাফিক্স প্যাড (Graphics Pad)
-
পয়েন্ট অফ সেল (Point-of-Sale)
-
ডিজিটাল ক্যামেরা (Digital Camera)
ইনপুট-আউটপুট ডিভাইস:
কিছু ডিভাইস আছে যা ইনপুট এবং আউটপুট উভয়েই ব্যবহার করা যায়।
-
হার্ডডিস্ক
-
সিডি/ডিভিডি
-
পেনড্রাইভ
-
টাচ স্ক্রিন
উৎস:
-
কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-১, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
-
মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 1 month ago
গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগের জন্য সবচেয়ে কার্যকর সমাধান কোনটি?
Created: 1 month ago
A
ফাইবার অপটিক ক্যাবল
B
স্যাটেলাইট ইন্টারনেট
C
3G/4G মোবাইল ডেটা
D
ডায়াল-আপ কানেকশন
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ইন্টারনেট (Internet)
ইন্টারনেটের সংযোগ পদ্ধতি (Internet Connectivity Methods)
কৃত্রিম উপগ্রহ ও এর ইতিহাস
গ্রামীণ ও দুর্গম এলাকায় ইন্টারনেট পৌঁছে দেওয়া প্রচলিত ফাইবার অপটিক লাইন দিয়ে অনেক সময় ব্যয়বহুল ও অবকাঠামোগতভাবে জটিল হয়ে পড়ে। এই ধরনের অঞ্চলের জন্য স্যাটেলাইট ইন্টারনেট একটি কার্যকর সমাধান, কারণ এটি সরাসরি উপগ্রহ থেকে সেবা প্রদান করে, তাই যেখানে তার বা টাওয়ার পৌঁছানো সম্ভব নয় সেখানে সেবা নিশ্চিত করা যায়।
স্টারলিংক ইন্টারনেট সম্পর্কিত তথ্য:
-
স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে।
-
এটি মূলত একটি অরবিটাল স্যাটেলাইট নেটওয়ার্ক।
-
প্রকল্পটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীনে পরিচালিত।
-
স্টারলিংক প্রকল্প ২০১৫ সালে শুরু হয়।
-
প্রাথমিক প্রোটোটাইপ স্যাটেলাইটগুলো ২০১৮ সালে কক্ষপথে পাঠানো হয়।
-
স্পেস এক্স এখন পর্যন্ত প্রায় ১০০০টি স্টারলিংক স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ করেছে।
-
স্টারলিংক স্পেস এক্সকেও ইন্টারনেট সরবরাহ করে।
-
এটি পৃথিবীর ৬০টি দেশে কভারেজ প্রদান করে।
-
সেবা ছোট উপগ্রহের অ্যারের মাধ্যমে সীমাহীন উচ্চ-গতির ডেটা সরবরাহ করে।
-
গতি প্রতি সেকেন্ডে ১৫০ মেগাবিট (১৫০ এমবিপিএস), এবং স্পেস এক্স এই হার দ্বিগুণ করার পরিকল্পনা করেছে।
-
উকলা (Ookla) স্পিডটেস্ট অনুযায়ী ২০২২ সালের প্রথম ত্রৈমাসিকে বিভিন্ন দেশে স্টারলিংক ডাউনলোড গতি রেকর্ড:
-
লিথুয়ানিয়া: ১৬০ এমবিপিএস
-
যুক্তরাষ্ট্র: ৯১ এমবিপিএস
-
কানাডা: ৯৭ এমবিপিএস
-
অস্ট্রেলিয়া: ১২৪ এমবিপিএস
-
মেক্সিকো: গড়ে ১০৫.৯১ এমবিপিএস
-
0
Updated: 1 month ago
OMR ডিভাইস কীভাবে কাজ করে?
Created: 1 month ago
A
চুম্বকীয় শক্তির সাহায্যে মার্ক স্ক্যান করে
B
আলোর সাহায্যে মার্ক স্ক্যান করে
C
তাপের সাহায্যে মার্ক পড়ে
D
ইনফ্রারেড রশ্মি ব্যবহার করে
সঠিক উত্তর: খ) আলোর সাহায্যে মার্ক স্ক্যান করে
ওএমআর (OMR – Optical Mark Reader):
-
OMR হলো একটি বিশেষ ধরনের ইনপুট ডিভাইস, যা OMR সিটে দাগাঙ্কিত পেনসিল বা কলমের মার্ক সনাক্ত করতে পারে।
-
OMR সিটের মার্ক আলোর সাহায্যে স্ক্যান করে এবং সমতুল্য বৈদ্যুতিক পালস উৎপন্ন করে।
-
বিশেষ OMR সিটের মার্ককে নির্দিষ্ট ফরম্যাটে ডাটা আকারে রূপান্তর করা হয়।
-
সাধারণ ব্যবহার: নৈর্বাচনিক প্রশ্নোত্তর, জনসংখ্যা জরিপ এবং অনুরূপ কাজ।
-
এই ডিভাইস অতি কম সময়ে বিপুল পরিমাণ তথ্য স্ক্যান করতে সক্ষম।
-
লক্ষ্যণীয়: মার্ক স্পষ্ট না হলে সঠিক তথ্য পাওয়া যায় না।
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)
0
Updated: 1 month ago