SQL-এর পূর্ণরূপ কী?
A
Systematic Question Logic
B
Simple Query List
C
Structured Query Language
D
Standard Question Language
উত্তরের বিবরণ
SQL
-
পূর্ণরূপ: Structured Query Language
-
মানসম্মত প্রোগ্রামিং ভাষা, ডাটাবেজ পরিচালনা ও ব্যবস্থাপনায় ব্যবহৃত
-
ডাটাবেজে তথ্য সংরক্ষণ, পরিবর্তন, মুছে ফেলা ও অনুসন্ধান সম্ভব
-
ব্যবহৃত হয় MySQL, Oracle, PostgreSQL, MS SQL Server ইত্যাদিতে
-
১৯৭৪ সালে IBM Research Center-এ তৈরি
SQL Query
-
শক্তিশালী ডাটা মেনিপুলেশন ও ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ
-
রিলেশনাল ডাটাবেজ অ্যাকসেসের হাতিয়ার
-
অধিকাংশ স্টেটমেন্ট ফলাফল হিসেবে রেকর্ডের সেট প্রদান করে
SQL ফিচার সুবিধা
-
ইংরেজি ভাষার কাছাকাছি কোয়েরি ল্যাঙ্গুয়েজ (SELECT, INSERT, DELETE ইত্যাদি)
-
Non-procedural ল্যাঙ্গুয়েজ, কেবল কী দরকার তা উল্লেখ করতে হয়
-
একবারে এক সেট রেকর্ড প্রসেস করে
-
ব্যবহারকারীর বিভিন্ন শ্রেণি ব্যবহার করতে পারে (ডাটাবেজ এডমিন, প্রোগ্রামার, ম্যানেজমেন্ট, এন্ড ইউজার)
SQL ব্যবহার
-
ডাটা কোয়েরি করা
-
ডাটা সন্নিবেশ, আপডেট বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট তৈরি, সংশোধন বা মুছে ফেলা
-
ডাটাবেজ অবজেক্ট অ্যাকসেস নিয়ন্ত্রণ
-
ডাটাবেজ Consistency নিশ্চিত করা
উৎস: কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি-২, ভোকেশনাল
0
Updated: 1 month ago
What gate voltage needs to be applied to Enhancement-type N-channel MOSFET?
Created: 1 week ago
A
+ VDD
B
- VDD
C
- VDD
D
0
Enhancement-type N-channel MOSFET (E-MOSFET) চালু করতে gate-এ একটি ধনাত্মক ভোল্টেজ (+VDD) প্রয়োগ করতে হয়। কারণ এটি স্বাভাবিক অবস্থায় OFF থাকে এবং কন্ডাক্টিভ চ্যানেল তৈরি করতে positive gate-to-source voltage (VGS) প্রয়োজন হয়।
বিস্তারিতভাবে—
-
Enhancement-type (Normally OFF): যখন VGS = 0, তখন MOSFET বন্ধ থাকে, কারণ source ও drain-এর মধ্যে কোনো পরিবাহী চ্যানেল তৈরি হয় না।
-
N-channel Operation: N-channel MOSFET-এ ইলেকট্রন হলো প্রধান চার্জ বাহক। তাই একটি positive gate voltage প্রয়োগ করলে ইলেকট্রনগুলো gate-এর দিকে আকৃষ্ট হয় এবং gate oxide-এর নিচে একটি পাতলা পরিবাহী স্তর (N-channel) তৈরি হয়।
-
Threshold Voltage (VT): চ্যানেল গঠনের জন্য gate voltage-কে অবশ্যই VGS > VT হতে হবে; অর্থাৎ, থ্রেশহোল্ড ভোল্টেজের চেয়ে বেশি ভোল্টেজ প্রয়োগ করতে হয় যাতে drain থেকে source-এর দিকে কারেন্ট প্রবাহ শুরু হয়।
-
+VDD: ডিজিটাল সার্কিটে সাধারণত VDD ধনাত্মক সরবরাহ ভোল্টেজ নির্দেশ করে এবং এটি উচ্চ লজিক লেভেল হিসেবে ব্যবহৃত হয়। যেহেতু MOSFET চালু করতে ধনাত্মক ভোল্টেজ প্রয়োজন, তাই প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে +VDD-ই সঠিক উত্তর।
0
Updated: 1 week ago
ইন-স্টোর কনট্যাক্টলেস পেমেন্ট চালু করতে গুগল পে কোন প্রযুক্তি ব্যবহার করে?
Created: 1 month ago
A
Bluetooth
B
SMS
C
NFC
D
QR code
ব্যাখ্যা:
-
গুগল পে ইন-স্টোর কনট্যাক্টলেস পেমেন্টের জন্য NFC প্রযুক্তি ব্যবহার করে।
-
NFC হলো শর্ট-রেঞ্জ ওয়্যারলেস কমিউনিকেশন প্রযুক্তি, যা কয়েক সেন্টিমিটার দূরত্বে ডিভাইসগুলিকে সংযুক্ত করে।
-
ব্যবহারকারী তার স্মার্টফোন বা NFC সমর্থিত ডিভাইস পেমেন্ট টার্মিনালের কাছে নিয়ে গেলে, নিরাপদভাবে তথ্য আদান-প্রদানের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন হয়।
ফায়দা:
-
কার্ড বা নগদ টাকা ছাড়াই দ্রুত পেমেন্ট।
-
হাইজিন বজায় থাকে।
-
ব্যস্ত দোকান বা সুরক্ষিত পরিবেশে সময় বাঁচায়।
-
পেমেন্ট প্রক্রিয়া দ্রুত ও নির্ভরযোগ্য।
উৎস:
-
গুগলের অফিসিয়াল ওয়েবসাইট
0
Updated: 1 month ago
The power factor of a purely resistive load is:
Created: 1 week ago
A
1
B
0
C
-1
D
∞
Power Factor (PF) হলো একটি বৈদ্যুতিক পরিমাপক যা নির্ধারণ করে ভোল্টেজ (V) এবং কারেন্ট (I)-এর মধ্যে কতটা ফেজ পার্থক্য আছে। এটি শক্তি ব্যবহারের কার্যকারিতা প্রকাশ করে এবং সংজ্ঞায়িত হয়—
[\text{Power Factor} = \cos \phi]
যেখানে ( \phi ) হলো ভোল্টেজ ও কারেন্টের ফেজ অ্যাঙ্গেল।
একটি purely resistive load-এর ক্ষেত্রে ভোল্টেজ ও কারেন্ট সম্পূর্ণ একই ফেজে থাকে, অর্থাৎ ( \phi = 0° )। তখন—
[
\text{Power Factor} = \cos(0°) = 1
]
অতএব, power factor = 1, যা নির্দেশ করে যে সমস্ত সরবরাহকৃত শক্তি কার্যকরভাবে ব্যবহার হচ্ছে এবং কোনো রিয়্যাকটিভ পাওয়ার (reactive power) নেই।
-
১ (unity) পাওয়ার ফ্যাক্টর মানে ১০০% কার্যকর শক্তি স্থানান্তর, যা সর্বাধিক শক্তি দক্ষতার সূচক।
-
ক্যাপাসিটিভ বা ইন্ডাকটিভ লোড থাকলে সেখানে ফেজ পার্থক্য দেখা যায়, ফলে PF < 1 হয়, কারণ কিছু শক্তি পুনরায় উৎসে ফিরে যায়।
-
Purely resistive load-এর ক্ষেত্রে কোনো শক্তি অপচয় হয় না, তাই PF সর্বদা unity (1)।
সুতরাং সঠিক উত্তর হলো: 1
0
Updated: 1 week ago