গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
A
অনুচ্ছেদ ১৩
B
অনুচ্ছেদ ১৮
C
অনুচ্ছেদ ২০
D
অনুচ্ছেদ ২৫
উত্তরের বিবরণ
-
সংবিধানের ১৮নং অনুচ্ছেদে রাষ্ট্রকে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে গণ্য করতে বলা হয়েছে। একই সঙ্গে নৈতিকতা রক্ষার্থে মদ্যপান, জুয়া ও গণিকাবৃত্তি নিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সংবিধান:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কিত বিধান উল্লেখ আছে।
১৮ (১) দফা:
-
জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে গণ্য করবে।
-
বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্য কোনো প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজ ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে।
১৮ (২) দফা:
-
গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

0
Updated: 19 hours ago
'বাংলা ব্লকেড' কর্মসূচির সময় শিক্ষার্থীরা কোন দাবিতে একত্রিত হয়েছিল?
Created: 1 week ago
A
শিক্ষকদের বেতন বৃদ্ধি
B
শিক্ষাক্ষেত্রে বাজেট বৃদ্ধি
C
শিক্ষার্থীদের জন্য ফ্রি ইন্টারনেট সুবিধা
D
কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ
বাংলা ব্লকেড আন্দোলন (২০২৪)
মূল কারণ:
-
সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন
-
২০১৮ সালের সরকারি পরিপত্র পুনর্বহালের দাবিতেই আন্দোলন শুরু
প্রেক্ষাপট:
-
৫ জুন, ২০২৪: হাইকোর্ট ২০১৮ সালের পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করলে আন্দোলন পুনরায় জ্বলে ওঠে
-
৭ জুলাই, ২০২৪: শিক্ষার্থীরা সারা দেশে সড়ক-মহাসড়ক অবরোধের ডাক দেন
-
কর্মসূচির নাম: ‘বাংলা ব্লকেড’
-
শাহবাগ মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে কর্মসূচি পালন
পূর্ববর্তী ইতিহাস:
-
২০১৮ সালে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কোটা পদ্ধতি বাতিল করা হয়
-
২০২১ সালে কিছু বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করেন, যার ফলে কোটা ব্যবস্থা ৫ জুন ২০২৪-এ পুনরায় ফিরে আসে
-
১ জুলাই, ২০২৪ থেকে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন শুরু করেন
উৎস:
-
প্রথম আলো
-
BBC

0
Updated: 1 week ago
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নয় কোনটি?
Created: 1 week ago
A
আগামী
B
জয়যাত্রা
C
নদীর নাম মধুমতি
D
বাঙলা
আগামী:
-
মুক্তিযুদ্ধ নিয়ে প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র আগামী।
-
নির্মাণ করেন মোরশেদুল ইসলাম।
-
এটি ১৯৮৪ সালে প্রকাশিত হয়।
জয়যাত্রা:
-
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত চলচ্চিত্র জয়যাত্রা।
-
পরিচালক তৌকির আহমেদ।
-
সিনেমায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সম্পৃক্ততা দেখা যায়।
-
২০০৪ সালে চলচ্চিত্রটি মুক্তি পায়।
নদীর নাম মধুমতি:
-
মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নদীর নাম মধুমতি।
-
পরিচালক তানভীর মোকাম্মেল।
-
চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৫ সালে।
-
এতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, আফসানা মিমি, আলী যাকের, সারা যাকের, রাইসুল ইসলাম আসাদ, ঝুনা চৌধুরী প্রমুখ।
বাঙলা:
-
ভাষা আন্দোলনের দ্বিতীয় সিনেমা বাঙলা।
-
২০০৬ সালে নির্মাণ করেন প্রয়াত নির্মাতা শহীদুল ইসলাম খোকন।
-
প্রখ্যাত কথাসাহিত্যিক আহমদ ছফার লেখা উপন্যাস ওংকার অবলম্বনে নির্মিত হয় সিনেমাটি।
-
প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদি, মাহফুজ আহমেদ ও শাবনূর অভিনয় করেন।
উৎস: প্রথম আলো

0
Updated: 1 week ago
জহির রায়হান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র কোনটি?
Created: 1 week ago
A
হুলিয়া
B
ওরা ১১ জন
C
ধীরে বহে মেঘনা
D
স্টপ জেনোসাইড
Stop Genocide:
-
Stop Genocide মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র।
-
নির্মাণ করেন জহির রায়হান।
-
মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের মে/জুন মাসে প্রথম কলকাতায় প্রদর্শিত হয়।
-
প্রামাণ্যচিত্রটি মূলত বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত স্টক ফুটেজ ও নিউজরিলের ছবির ওপর ভিত্তি করে তৈরি।
-
চলচ্চিত্র-নির্মাতা জহির রায়হান এই ছবির মাধ্যমে বিশ্বের মানুষকে বাংলাদেশে চলমান গণহত্যার খবর জানান।
-
ছবির শুরুতে লেনিনের একটি বক্তব্য দিয়ে বিভিন্ন জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার তুলে ধরা হয়েছে।
-
২০ মিনিটের এই প্রামাণ্যচিত্রে বাংলাদেশের মানুষ, এর প্রকৃতি, পাকিস্তানি অত্যাচার, নির্যাতন ও অগ্নিসংযোগের দৃশ্য দেখানো হয়েছে।
অন্যান্য মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র:
-
হুলিয়া একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, পরিচালনা করেছেন তানভীর মোকাম্মেল।
-
ওরা ১১ জন মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র, পরিচালনা করেছেন চাষী নজরুল ইসলাম।
-
১৯৭৩ সালে মুক্তিযুদ্ধের পটভূমিকায় নির্মিত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের পরিচালক আলমগীর কবির।
উৎস:
i) বাংলাপিডিয়া
ii) প্রথম আলো

0
Updated: 1 week ago