A
- 1
B
- 1
C
∞
D
1
উত্তরের বিবরণ
সমাধান:
আমরা জানি,
sin ফাংশনের পরিসর হল - 1 ≤ siny ≤ 1
এর অর্থ হল siny এর সর্বোচ্চ মান 1 এবং সর্বনিম্ন মান - 1।
সুতরাং siny সর্বনিম্ন মান - 1

0
Updated: 1 day ago
যদি θ সূক্ষ্মকোণ এবং sin(θ + 30°) = 1 হয়, তবে θ এর মান কত?
Created: 1 day ago
A
75°
B
37.5°
C
45°
D
60°
সমাধান:
দেওয়া আছে,
sin(θ + 30°) = 1
⇒ sin(θ + 30°) =sin90°
⇒ θ + 30° = 90°
⇒ θ = 90° - 30°
∴ θ = 60°
∴ θ এর মান 60° হবে।

0
Updated: 1 day ago
একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
Created: 3 weeks ago
A
১৩ সে.মি.
B
১৫ সে.মি.
C
১৬ সে.মি.
D
১৮ সে.মি.
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ সে.মি. এবং ১২ সে.মি. হলে অতিভুজের দৈর্ঘ্য কত?
সমাধান:
আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে,
(অতিভুজ)২ = (ভূমি)২ + (লম্ব)২
এখানে,
ভূমি = ১২ সে.মি.
লম্ব = ৫ সে.মি.
∴ (অতিভুজ)২ = (১২)২ + (৫)২
⇒ (অতিভুজ)২ = ১৪৪ + ২৫
⇒ (অতিভুজ)২ = ১৬৯
⇒ অতিভুজ = √১৬৯
⇒ অতিভুজ = ১৩ সে.মি.
∴ অতিভুজের দৈর্ঘ্য ১৩ সে.মি.।

0
Updated: 3 weeks ago
একটি চাকার পরিধি ৮ মিটার। ১৬ কিলোমিটার পথ অতিক্রম করতে চাকাটি কতবার ঘুরবে?
Created: 3 weeks ago
A
২০০০ বার
B
২২০০ বার
C
৮০০ বার
D
১৬০০ বার

0
Updated: 3 weeks ago